'পুলিশের ক্র্যাচে ভর দিয়ে চলছে পশ্চিমবঙ্গ সরকার। পুলিশকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যারা একাজ করছে তাদের এর মূল্য চোকাতে হবে। এই সরকার আগুন নিয়ে খেলছে।' রবিবার দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে পুলিশ ও মমতা প্রশাসনের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এক মাসের দার্জিলিং সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সকালে দার্জিলিংয়ের রাজভবনে পৌঁছেছেন রাজ্যপাল। তার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, 'বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ক্র্যাচে ভর করে চলছে। পুলিশকে তার নিজের কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক কাজে তাঁদের ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর।
যারা এই কাজ করছেন বা করাচ্ছেন তাঁদের মূল্য চোকাতে হবে। নিজেরাই নিজেদের কবর খুঁড়ছেন। এই সরকার আগুন নিয়ে খেলছে।' রাজ্যপাল ও সরকারের কাধে কাধ মিলিয়ে জনগণের কাজ করা ফচিত বলে মনে করেন ধনকড়।
এ রাজ্যের বিরোধী প্রায় সব রাজনৈতিক দলই বিধানসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, 'রাজ্যে গনতন্ত্র হত্যার খেলায় মেতেছে একশ্রেণির মানুষ। রাজ্যে রাজনৈতিক হত্যা, ধর্ষণ, নানান সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে। ভেঙে পড়ছে রাজ্যের আইনশৃঙ্খলা। সাধারণ মানুষ আইনের প্রতি ভরসা হারাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি।' রাজ্যের বিভিন্ন কমিশনভেন্টিলেশনে নয়তa আইসিইউতে চলে গিয়েছে বলে অভিয়োগ রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কোন কিছুই অজানা নয় বলে জগদীপ ধনকড় বলেন, 'পরিস্থিতি বুঝে উপযুক্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।'
আরও পড়ুন- ‘দরজা বড় করে খুলে রেখেছি…’, দিলীপের মন্তব্যে শুভেন্দুর বিজেপি-যোগ জল্পনা তুঙ্গে
বিমল গুরুং প্রসঙ্গে এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, 'আইনের উর্ধ্বে কেউ নয়। পুলিশের চোখে বিমল গুরুং দুষ্কৃতী। গত তিন বছর ধরে পুলিশের খাতায় ফেরার। কেউ যদি তাকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মদত দেয় তাহলে গনতন্ত্রের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক এবং আইনের চোখে সমান অপরাধের। কারণ সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক স্বার্থে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের সঙ্গেে যোগাযোগ রাখাটা সংবিধান বিরোধী। আইন আইনের পথেই চলা উচিত।'
রাজ্যপালকে পাল্টা দিতে গিয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, 'নিজের সাংবিধানিক পদমর্যাদা ক্ষুন্ন করে রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে কাজ করছেন ধনকড়। এরকম রাজ্যপাল বাংলার মানুষ আগে দেখেননি। তিনি সংবিধানকে মান্যতা না দিয়ে বাংলায় আগুন নিয়ে খেলছেন।'
পাহাড়ে আবহাওয়ায় উষ্ণতা কমছে। কিন্তু, রাজ্যপালের এক মাসের পাহাড় সফরে উত্তরের রাজনৈতিক পরিবেশ যে গরম থাকবে তা রবিবারের বাদানুবাদেই পরিস্কার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন