Advertisment

"রাজভবনের সঙ্গে লকডাউনে ইতি টানুন", ধনকড়ের নিশানায় মমতা

সম্প্রতি রাজ্যের লকডাউন পরিস্থিতি মোকাবিলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। এমনকী উদ্বেগ প্রকাশ করে রাজ্যকে চিঠিও দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি।

কোভিড আবহেও রাজ্যে জারি রাজভবন-নবান্ন সংঘাত। করোনা মোকাবিলা নিয়ে রাজ্যের কাজ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা
করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর্জি জানালেন লকডাউন পরিস্থিতিতে সংঘাত না রেখে কাজ করার।

Advertisment

ঠিক কী বলেছেন রাজ্যপাল?

সোমবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল টুইট করে বলেন, “আমি মমতা বন্দ্যোপাধায়ের কাছে আর্জি জানাচ্ছি রাজভবনের
সঙ্গে লকডাউনে ইতি টানুন আপনি। আমরা এখন করোনা মহামারির সঙ্গে লড়াই করছি। রাজ্যের স্বার্থে আমাদের এক হয়ে কাজ করতে হবে।” লকডাউন পালনে খামতি রয়েছে বলে রীতিমতো অভিযোগ জানিয়ে ধনকড় লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হুঁশিয়ারির কথা মাথায় রেখে আচরণ ঠিক করার প্রয়োজন রয়েছে। সোশ্যাল ডিসস্টানসিং ও ধর্মীয় জমায়েতের মতো বিষয়গুলি নিয়ে গাফিলতিতে জড়িত অধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।”

সম্প্রতি রাজ্যের লকডাউন পরিস্থিতি মোকাবিলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। এমনকী উদ্বেগ প্রকাশ করে রাজ্যকে চিঠিও দেয়
স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে বলা হয়েছে যে কোনও ধর্মীয় সমাবেশকে আটকাচ্ছে না পুলিশ। এমনকী শহরের বেশ কিছু জায়গায় মানা হচ্ছে না লকডাউন তেমন
উল্লেখও ছিল চিঠিতে।

শনিবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি রাজভবনে ধনকড়ের সঙ্গে দেখা করেন এবং রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বিজেপির তরফে দাবি করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসন আক্রান্তদের সঠিকভাবে করোনা পরীক্ষা করাচ্ছে না।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Governor Mamata Banerjee
Advertisment