/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/jai-hind-card-new-759.jpg)
প্রায় ১০ হাজার পোস্টকার্ড মোদীকে পাঠিয়েছেন তৃণমূল সমর্থকরা। ছবি: টুইটার।
অর্জুন সিংয়ের ‘জয় শ্রী রাম’ লেখা পোস্টকার্ডের পাল্টা এবার ‘জয় হিন্দ’ কার্ড নিয়ে মাঠে নামল তৃণমূল। ‘বন্দে মাতরম’, ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’ লেখা কার্ড এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠালেন তৃণমূল সমর্থকরা। এ ধরনের প্রায় ১০ হাজার পোস্টকার্ড মোদীকে পাঠিয়েছেন তৃণমূল সমর্থকরা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় ১০ লক্ষ ‘জয় শ্রী রাম’ লেখা কার্ড পাঠানোর কথা বলেছেন একদা তৃণমূলের বাহুবলী নেতা তথা বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিং। আবার এরই পাল্টা হিসেবে মোদীকে ‘জয় হিন্দ’ লেখা কার্ড পাঠাল তৃণমূল।
WB: TMC worker &locals of Dum Dum send 10000 postcards to PM Modi, after writing Vande Mataram, Jai Hind&Jai Bangla on them. D Banerjee, council of south Dum Dum Municipality chairman says "We wanted to show what's in minds of people. We don't want to go&shout before his vehicle" pic.twitter.com/UlDU7LZOSW
— ANI (@ANI) June 4, 2019
মোদীকে ‘জয় হিন্দ’ লেখা কার্ড পাঠানো প্রসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ডি বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ‘‘আমরা এটাই বোঝাতে চেয়েছি যে, মানুষ আদতে কী ভাবছে। আমরা গাড়ির সামনে গিয়ে চিৎকার করতে চাই না’’। ।
আরও পড়ুন: মমতার কালীঘাটের বাড়িতে ‘জয় শ্রীরাম’ লেখা ১০ লক্ষ পোস্টকার্ড পাঠাচ্ছেন অর্জুন সিং
প্রসঙ্গত, ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনেই বেজায় চটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে যাওয়ার পথে এই ধ্বনি প্রথমবার শুনে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে নৈহাটিতেও। গত সপ্তাহে নৈহাটি এলাকায় মমতার গাড়ির সামনে কয়েকজন ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন। এ কথা শোনা মাত্রই গাড়ি থেকে নেমে একেবারে রণংদেহী মেজাজে তেড়ে যান তৃণমূল সুপ্রিমো। যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁদের ধাওয়া করার পাশাপাশি প্রকাশ্যে কড়া ভাষায় হুমকিও দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন আচরণকে রাতারাতি ‘হাতিয়ার’ করেই আসরে নেমেছে গেরুয়া ব্রিগেড। ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি ব্যবহার করছে বলে এদিকে তোপ দেগেছেন মমতা। ‘জয় শ্রী রাম’-এর পাল্টা ‘জয়হিন্দ’ বলার ডাকও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর তারপরই পোস্টকার্ডে 'জয় হিন্দ' লিখে পাঠানোর এই হিড়িক।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে এবার বাংলায় ‘অভূতপূর্ব’ সাফল্য পেয়েছে বিজেপি। ৪২টি কেন্দ্রের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে পদ্মশিবির। বঙ্গে বিজেপির এহেন উত্থানে অনেকটাই ‘ধাক্কা’ খেয়েছে তৃণমূল। মঙ্গলবার বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বাংলায় তৃণমূল সরকার হয়তো তার মেয়াদ শেষই করতে পারবে না। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই দলীয় রণকৌশল নির্ধারণ করতে শুরু করেছে গেরুয়াশিবির। এদিকে, লোকসভা ভোটের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া মমতাবাহিনীও। এমন আবহে এই পোস্টকার্ডের লড়াই এক ভিন্ন মাত্রা যোগ করছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
Read the full story in English