দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গত মাসে গ্রেফতার করে ইডি। কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। AAP-এর তরফে পার্টি সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে গণঅনশনের ডাক দেওয়া হয়েছে।
আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং ক্যাবিনেট মন্ত্রী অতীশি সহ আপ নেতারা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছেন। এখান থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে আপের সঞ্জয় সিং বলেছেন,“আমি এলজি স্যারকে বলতে চাই, আপনি যদি সংবিধানে বিশ্বাস করেন এবং আপনার অবস্থানকে সম্মান করেন, তাহলে বিজেপির মদ কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য চিঠি লিখুন,”। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আজকের এই প্রতিবাদ অনশনে সামিল হবেন। আপ-এর গণ অনশন মঞ্চ থেকে আপ নেতা সঞ্জয় সিং বলেছেন - 'ষড়যন্ত্র করে ভোটের আগে কেজরিওয়ালকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে'।
'কেজরিওয়ালের জীবন জনগণের জন্য উৎসর্গিত'
সঞ্জয় সিং বিজেপির বিরুদ্ধে পুঁজিপতিদের ১৫ লক্ষ কোটি কর মুকুবের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি। একই সঙ্গে তিনি বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, জোর করে সাক্ষী তৈরি করা হয়েছে। কেজরিওয়াল তার জীবন দিল্লির মানুষ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন'।
সঞ্জয় সিং এদিনের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে বলেন, এতগুলো মাস কেটে গেলেও সিসোদিয়া জামিন পাচ্ছেন না, অথচ শরদ রেড্ডি কোমরের ব্যথার অজুহাতে জামিন পেয়েছেন। মনীশ সিসোদিয়ার স্ত্রী অসুস্থ। তারপরও তিনি জামিন পান না। বিজেপি মদ কেলেঙ্কারির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। আবগারি নীতি কেলেঙ্কারিতে অভিযুক্তদের কাছ থেকে বিজেপি ৫৫ কোটি টাকা অনুদান নিয়েছে। এলজি অবিলম্বে বিজেপির বিরুদ্ধে তদন্ত করা উচিত। বিজেপির ৫৫ কোটি টাকার মদ কেলেঙ্কারির তদন্ত হওয়া উচিত'।
পাশাপাশি আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, 'বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। কেজরিওয়াল সৎ ছিলেন, আছেন এবং থাকবেন, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। এমনকি দশম শ্রেণীর একটি শিশুও আপনাকে বলবে যে কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি যে মামলা দায়ের করেছে তা একটি ভুয়ো মামলা। কেজরিওয়ালের সততার প্রমাণ আছে এমন কাগজ গোপন করছে ইডি'।
দিল্লি সরকারের মন্ত্রী অতীশি টুইটারে লিখেছেন, 'আজ দিল্লির মানুষ এবং সারা দেশে স্বৈরাচারের বিরুদ্ধে অনশন করছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে ২৫ টি রাজ্যে মানুষ অনশন করছে। আপনার মুখ্যমন্ত্রীর সমর্থনে আপনাকেও এতে অংশ নিতে হবে
কেজরিওয়ালের গ্রেফতারিতে জনগণ ক্ষুব্ধ: AAP
আপ নেতা গোপাল রাই অভিযোগ করেন যে মোদী বলছেন যে ভারত জোট দুর্নীতিবাজদের বাঁচাতে চায় এবং তিনি দুর্নীতি নির্মূল করতে চান, কিন্তু গোটা দেশ দেখছে যে তিনি অজিত পাওয়ার, অশোক চৌহ্বান, ছগন ভুজবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন, এখন তিনি সেই সব নেতাদেরই বাঁচাতে ব্যস্ত। কেজরিওয়ালের গ্রেফতারের জেরে মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে । রাই বলেন, এখন এই গ্রেফতারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।
'কেন্দ্রের ষড়যন্ত্র ফাঁস হচ্ছে'
শনিবার দলের সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, AAP-এর আহ্বায়ক গোপাল রাই অভিযোগ করেছেন যে কেন্দ্রের ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের কারণে কেজরিওয়ালকে গ্রেফতার হতে হয়েছে। গ্রেফতারের পর যত দিন যাচ্ছে ততই কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র ফাঁস হচ্ছে। অভিযোগ তুলে তিনি বলেন, এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে, ভিত্তিহীন বক্তব্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। বিজেপি এবং এনডিএ অনুদান এবং টিকিটের মাধ্যমে এমন মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে।