Advertisment

মায়ের পিঠচাপড়ানির পরই ফের পথে রাহুল, এবার ভারত জুড়বেন পূর্ব থেকে পশ্চিমে

তাঁর যে গান্ধী পদবির উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী, সেই মহাত্মা গান্ধীর জন্মস্থান পোরবন্দরেই যাত্রার সমাপ্তি করবেন ওয়ানাদের সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bharat Jodo Jatra

'ভারত জোড়ো' যাত্রার সমাপ্তিতে রাহুল।

একদিন আগেই রায়পুর প্লেনাম থেকে দলনেত্রী সনিয়া গান্ধী তাঁর অবসরের জল্পনা উসকে কার্যত 'ভারত জোড়ো' যাত্রার প্রশংসায় মুখর হয়েছিলেন। তার ঠিক পরেই রবিবার ফের রাহুল গান্ধীর নতুন করে 'ভারত জোড়ো' যাত্রার কর্মসূচি শোনাল কংগ্রেস। আগের কর্মসূচি ছিল দক্ষিণ থেকে উত্তরে। এবার রাহুলের 'ভারত জোড়ো' চলবে পূর্ব থেকে পশ্চিমে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, অরুণাচল প্রদেশের পাসিঘাট থেকে এই নতুন 'ভারত জোড়ো' শুরু হবে। যা শেষ হবে মহাত্মা গান্ধীর জন্মস্থান গুজরাটের পোরবন্দরে।

Advertisment

ওয়ানাদের সাংসদের নেতৃত্বে কংগ্রেসের গত 'ভারত জোড়ো'য় ব্যাপক সাড়া মিলেছে। সমাজের অসংখ্য মানুষ এই কর্মসূচিতে স্বেচ্ছায় শামিল হয়েছেন। ৪,০০০ কিলোমিটার যাত্রাপথের শুরুটা হয়েছিল দক্ষিণে কন্যাকুমারীতে। জানুয়ারিতে শেষ হয়েছে কাশ্মীরে। রাহুলের নিজের কথায়, এই 'ভারত জোড়ো' যাত্রা কোনও পদযাত্রা নয়। এটা আসলে 'তপস্যা'। যে 'তপস্যা' সনিয়া গান্ধীর প্রশংসার পরই রাহুল জানিয়ে দিয়েছেন যে আরও চালিয়ে যেতে চান। জয়রাম রমেশের দাবি, রাহুলের এই 'ভারত জোড়ো' যাত্রায় দলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

তবে, এবারের যাত্রা আগের বারের চেয়ে একটু অন্যরকম হবে বলেই ইঙ্গিত দিয়েছেন জয়রাম। তিনি বলেন, 'এবারের যাত্রায় অনেক কম যাত্রী হয়তো থাকবেন। শুধু তাই নয়, আগের যাত্রার মত ব্যাপক ব্যবস্থাপনা না-ও থাকতে পারে।' একইসঙ্গে জয়রাম রমেশ জানিয়েছেন, এবারের যাত্রাপথে অনেক বেশি জঙ্গল ও নদী পড়বে। তাই যাত্রার ধাঁচ আলাদা হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, 'এটা বহুধাঁচের যাত্রা হলেও মূলত পদযাত্রাই হবে।'

আরও পড়ুন- পা দিয়েই গুছিয়ে মাধ্যমিকের উত্তরপত্র লিখছে জগন্নাথ, দেখে সকলেই হতবাক

বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দিশা খুঁজতে পূর্ণাঙ্গ অধিবেশনে ব্যস্ত কংগ্রেস। ছত্তিশগড়ের রায়পুরের এই অধিবেশনে ইতিমধ্যেই আদানি ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানি 'এক'। যার অর্থ হিসেবে রাহুল আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে আদানির ব্যবসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই দেখভাল করেন। রায়পুরে কার্যত সেই অভিযোগই উসকে দিয়ে কংগ্রেস সাংসদ জানিয়েছেন, এনিয়ে সত্য প্রকাশিত না-হওয়া পর্যন্ত তিনি প্রশ্ন করা ছাড়বেন না।

Bharat Jodo Yatra rahul gandhi CONGRESS
Advertisment