Advertisment

বিজেপি মুদ্রাস্ফীতি আর বেকারত্বর প্রসঙ্গ ঢাকার চেষ্টা করছে, অভিযোগ কংগ্রেসের

বিজেপি শুধু ভাঙার রাজনীতি করে, গড়তে পারে না। অভিযোগ কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের।

author-image
IE Bangla Web Desk
New Update
Bharat Jodo Yatra

বিজেপি এবং আরএসএস শুধুই ঘৃণা আর গুজব ছড়ায়। সোমবার কেন্দ্রের শাসক দল বিজেপি আর তাদের পরামর্শদাতা সংগঠন আরএসএস সম্পর্কে এমনই অভিযোগ করলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। সাংবাদিক বৈঠকে রমেশ বলেন, 'বিজেপি কি রাজনীতি তোড়নে কি হ্যায়, জোড়নে কি নেহি (বিজেপি শুধু ভাঙার রাজনীতি করে, গড়ার রাজনীতি নয়)।' বিজেপির বিরুদ্ধে নিম্নরুচির রাজনীতি করার অভিযোগ এনে রমেশ বলেন, 'আমি কখনও টি-শার্ট, অন্তর্বাস নিয়ে কিছু বলব না।'

Advertisment

রমেশের এই খোঁচা যে বিজেপিকে লক্ষ্য করে, তা বুঝতে অবশ্য কারও দেরি হয়নি। কারণ, সম্প্রতি বিজেপি রাহুল গান্ধীর টি-শার্ট নিয়ে মুখ খুলেছিল। কংগ্রেস যে এই সব অপ্রাসঙ্গিক বিষয়ের চেয়ে জনগণের সমস্যা নিয়ে বেশি চিন্তিত, সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করার চেষ্টা করেছেন রমেশ। তিনি বলেন, 'মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদেই কংগ্রেস ভারত জোড় যাত্রা কর্মসূচি নিয়েছে। তার বদলে যদি তারা জুতো, টি-শার্টের মত বিষয়গুলো নিয়ে বেশি উৎসাহী হয়, তবে বুঝতে হবে বিজেপি ভয় পেয়েছে। ওরা যা খুশি বলতে পারে।' রমেশের ভাষায়, 'ঝুট কি ফ্যাক্টরি ওভারটাইম চল রহি হ্যায় (মিথ্যের কারখানা সব সময় চলছে)।'

আরও পড়ুন- আজই জ্ঞানবাপী মামলার রায়দানের সম্ভাবনা, তীব্র উত্তেজনার মধ্যেই বারাণসীতে ব্যাপক পুলিশি কড়াকড়ি

রমেশ যখন এই কথা বলছেন, সেই সময় সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়' যাত্রা পঞ্চম দিনে পড়েছে। দেশের দক্ষিণে কন্যাকুমারিকা থেকে উত্তরে হিমালয় পর্যন্ত ৩,৫৭০ কিলোমিটার পদযাত্রার কর্মসূচি নিয়ে পথে বেরিয়েছেন রাহুল। এদিন তাঁর পদযাত্রা তিরুঅনন্তপুরমের ভেল্লায়ানি জংশন থেকে শুরু হয়। রাহুল দু'পাশে অসংখ্য মানুষ ভিড় করেছিলেন এই পদযাত্রার সাক্ষী হতে। রাহুল নিজেও কেরলের সাংসদ। ওয়ানাদ থেকে তিনি নির্বাচিত হয়েছেন। সোমবার তাঁর এই পদযাত্রা সকাল ১১টা নাগাদ পাট্টমের কাছে কিছু সময়ের জন্য থেমেছিল।

বিকেল ৫টার সময় কাঝাকুত্তমে পৌঁছে মিছিল এদিনের মত বিরতি নেবে। শনিবারই তামিলনাড়ু থেকে এই মিছিল কেরলে ঢুকেছে। রবিবারই প্রবীণ নেতা কেসি বেণুগোপাল ও জয়রাম রমেশের উপস্থিতিতে কংগ্রেস তার 'ভারত জোড় যাত্রা'র মালয়ালম সংগীত প্রকাশ করেছে। তামিলনাড়ু-কেরল সীমান্তে মিছিলকে স্বাগত জানাতে কয়েক হাজার কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। মিছিলে কংগ্রেস নেতা শশী থারুরকেও দেখা গিয়েছে রাহুলের সঙ্গে পথে হাঁটতে।

Read full story in English

Bharat Jodo Yatra rahul gandhi CONGRESS
Advertisment