scorecardresearch

‘একজনের অহঙ্কারই রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার অস্বীকার করছে’, মোদীকে ধুয়ে দিল কংগ্রেস

নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ কংগ্রেসের।

Jairam Ramesh slams PM Modi amid Parliament inauguration row
আবারও প্রধানমন্ত্রীর সমালোচনায় কংগ্রেস।

দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ কংগ্রেসের। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে নয়া সংসদ ভবনের উদ্বোধন না হওয়ায় মোদী সরকারকে তুলোধনা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। রাষ্ট্রপতির হাতে নয়া সংসদ ভবনের উদ্বোধন না হওয়ার বিষয়টিকে দ্রৌপদী মুর্মুর বিশেষ সাংবিধানিক ক্ষমতাকে অস্বীকার করা বলেই মনে করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। ‘শুধুমাত্র একজনের ইগোর কারণেই রাষ্ট্রপতিকে অস্বীকার করা হচ্ছে’, বৃহস্পতিবার এই মন্তব্যে ফের একবার মোদীকে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। মোদী সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এখনও পর্যন্ত এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, আপ, সিপিআই(এম), সিপিআএম, সিপিআই-সহ একাধিক দল। কংগ্রেস-সহ আরও বেশ কয়েকটি বিরোধী দলও ওই অনুষ্ঠান বয়কটের পথেই হাঁটবে বলে একপ্রকার নিশ্চিত। রাষ্ট্রপতিকে এড়িয়ে প্রধানমন্ত্রীর হাতে দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। এই বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তুমুলভাবে সোচ্চার বিরোধীরা।

আরও পড়ুন- চড়ছে রাজনৈতিক পারদ, সংসদ ভবন উদ্বোধনে বিরোধী ঐক্যে জোর ধাক্কা

বৃহস্পতিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ এব্যাপারে প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, “এটি একজন মানুষের অহঙ্কার এবং স্বেচ্ছাচারিতার ফল, যা প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে তাঁর সাংবিধানিক সুযোগ ব্যবহারের ক্ষমতা দিতে অস্বীকার করছে।” উল্লেখ্য, ১৯টিরও বেশি বিরোধী দল এক হয়ে দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশের এই মন্তব্য ঘিরে জোর চর্চা জাতীয় রাজনীতিতে।

যে ১৯টি দল আগামী ২৮ মে-র সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে তারা হল, তৃণমূল কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাজগম (DMK), জনতা দল (ইউনাইটেড), আম আদমি পার্টি (AAP), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP), শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), সমাজবাদী পার্টি (এসপি), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), ন্যাশনাল কনফারেন্স, কেরালা কংগ্রেস ( মানি), বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি), মারুমালারচি দ্রাবিড় মুন্নেত্র কাজগাম (এমডিএমকে), বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে), এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Jairam ramesh slams pm modi amid parliament inauguration row