রাহুলের রাফাল আক্রমণে জেটলির বফর্স খোঁচা, সরাসরি খারিজ যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

সংসদে প্রথম থেকেই চড়া সুরে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন রাহুল। রাফাল যুদ্ধবিমান চুক্তির পদ্ধতি, দাম এবং অর্থ নিয়ে আলাদাভাবে প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে সংসদে দাঁড়িয়ে জবাব দেওয়ার সাহস নেই প্রধানমন্ত্রীর বলেও মন্তব্য করেন সোনিয়া নন্দন।

সংসদে প্রথম থেকেই চড়া সুরে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন রাহুল। রাফাল যুদ্ধবিমান চুক্তির পদ্ধতি, দাম এবং অর্থ নিয়ে আলাদাভাবে প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে সংসদে দাঁড়িয়ে জবাব দেওয়ার সাহস নেই প্রধানমন্ত্রীর বলেও মন্তব্য করেন সোনিয়া নন্দন।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi

রাফাল তদন্তে জেপিসি-র দাবি করেন রাহুল।

রাফাল চুক্তি নিয়ে আলোচনায় বুধবার কার্যত ঝড় বইল লোকসভায়। সংসদের নিম্ন কক্ষ এদিন সাক্ষী থাকল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও অর্থমন্ত্রী অরুণ জেটলির আক্রমণাত্মক বক্তৃতার। রাফালকে কেন্দ্র করে রাহুল গান্ধী তথা কংগ্রেসের যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবি এদিন সরাসরি প্রত্যাখ্যান করেছেন জেটলি। পেশায় আইনজীবী জেটলির প্রশ্ন, সুপ্রিম কোর্ট যে বিষয়টি (রাফালের দাম ইত্যাদি) বিচার করেছে, সেক্ষেত্রে জেপিসি আবার কেন তদন্ত করবে?

Advertisment

এদিন সংসদে প্রথম থেকেই চড়া সুরে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন রাহুল। রাফাল যুদ্ধবিমান চুক্তির পদ্ধতি, দাম এবং অর্থ নিয়ে আলাদাভাবে প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে সংসদে দাঁড়িয়ে জবাব দেওয়ার সাহস নেই প্রধানমন্ত্রীর বলেও মন্তব্য করেন সোনিয়া নন্দন। তাঁর দাবি, রাফাল বিমানের দাম বাড়িয়ে এবং বিমানের সংখ্যা কমিয়ে বেআইনিভাবে 'ব্যর্থ ব্যবসায়ী' তথা 'বন্ধু' অনিল আম্বানিকে টাকা পাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাফাল তদন্তে জেপিসি-র দাবি করেন রাহুল।

এরপরই যৌথ সংসদীয় কমিটির প্রসঙ্গে রাহুলকে বিঁধে জেটলি বলেন, "আপনাদের একটা জেপিসি-র কথা স্মরণ করিয়ে দিই। ১৯৮৭ সালে বফর্স চুক্তির তদন্তে কংগ্রেসের গঠিত জেপিসি। এই জেপিসি গোটা চুক্তিটিকেই দায়িত্ব নিয়ে স্বচ্ছ প্রতিপন্ন করেছিল"। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, রাহুলের সব অভিযোগ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। যৌথ সংসদীয় কমিটি না গড়া মোটেই নীতিগত সিদ্ধান্ত না, বরং অর্থহীন দাবি বলে জানিয়েছেন জেটলি।

Read the full story in English

rahul gandhi