তুলকালাম জম্মু-কাশ্মীর বিধানসভা
৩৭০ ইস্যুতে তুলকালাম জম্মু ও কাশ্মীর বিধানসভা। বাধ্য হয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করতে হল নিরাপত্তারক্ষীদের। অধিবেশন মুলতুবি করে দিলেন স্পিকার।
৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবিতে শাসক দলের বিধায়ক এবং বিরোধীদের মধ্যে শুরু হয় প্রবল হট্টগোল
বিজেপি ও এনসি-র বিধায়কদের মধ্যে হাতাহাতি! চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর বিধানসভা। গোটা ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি বিধায়ক। ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবিতে শাসক দলের বিধায়ক এবং বিরোধীদের মধ্যে শুরু হয় প্রবল হট্টগোল।
বৃহস্পতিবার নবগঠিত জম্মু-কাশ্মীর বিধানসভায় তুমুল হট্টগোল
বৃহস্পতিবার নবগঠিত জম্মু-কাশ্মীর বিধানসভায় তুমুল হট্টগোল। হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক-বিরোধী বিধায়করা। ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য বিধানসভার কার্যক্রম মুলতুবি করা হয়।
৩৭০ ধারাকে কেন্দ্র করে নিয়ে ফের উত্তপ্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা
৩৭০ ধারাকে কেন্দ্র করে নিয়ে ফের উত্তপ্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। ঘটনার সূত্রপাত একটি পোস্টার ঘিরে। বৃহস্পতিবার সকালে বিধানসভার অধিবেশন শুরু হলে বারামুলার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার নিয়ে বিধানসভায় প্রবেশ করেন। পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। শুরু হয় বিজেপি বিধায়কদের স্লোগান। তারপর শাসক এবং বিরোধীদের মধ্যে প্রথমে ধ্বস্তাধস্তি পরে সেটি হাতাহাতিতে পৌঁছে যায়।
খুরশিদ আহমেদ শেখ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার নিয়ে বিধানসভায় প্রবেশ করেন
গোটা ঘটনায় বিজেপি বিধায়ক সুনীল শর্মা বলেছেন যে জনগণ আমাদের তাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে এবং এটা আমাদের কর্তব্য যারা ভারতের বিরুদ্ধে কথা বলে বা যারা দেশবিরোধী, তাদের আমরা কোনভাবেই মাথা তুলতে দেব না। অপরদিকে খুরশীদ আহমেদ শেখ প্রশ্ন করেন, ব্যানার দেখানোর অধিকার কি আমাদের নেই? ব্যানারে বিতর্কিত কিছুই ছিল না নেই, কাশ্মীরের মানুষও ৩৭০ ধারা ফেরত চায়।