New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/07/4wGoB78LvOGixfXEB6tq.jpg)
৩৭০ ইস্যুতে তুলকালাম জম্মু ও কাশ্মীর বিধানসভা।
Jammu and Kashmir Assembly: বিজেপি ও এনসি-র বিধায়কদের মধ্যে হাতাহাতি! চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর বিধানসভা। গোটা ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি বিধায়ক। ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবিতে শাসক দলের বিধায়ক এবং বিরোধীদের মধ্যে শুরু হয় প্রবল হট্টগোল।
৩৭০ ইস্যুতে তুলকালাম জম্মু ও কাশ্মীর বিধানসভা।