প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেছেন যারা ৩৭০ ধারা নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছে তারা হয় কায়েমি স্বার্থান্বেষ্বী গোষ্ঠীর, নয়ত রাজনৈতিক পরিবারতন্ত্রের প্রতিভূ, নয়ত সন্ত্রাসের প্রতি সহানুভূতিশীল। সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মোদী বলেন জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়েছে দেশের স্বার্থে- রাজনীতির স্বার্থে নয়।
৫ অগাস্ট, সরকার রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় এবং রাজ্যকে জম্মু কাশ্মীর ও লাদাখ এই দুই কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার প্রস্তাব আনে। সে প্রস্তাব পরে পাশও হয়ে যায় রাজ্যসভায় ও লোকসভায়। জম্মু কাশ্মীরের মূলধারার রাজনৈতিক দল ছাজডাও কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা করে এবং যে ভাবে রাষ্ট্রপতির নির্দেশের মাধ্যমে রাজ্যসভায় এ প্রস্তাব পাশ করিয়ে নেওয়া হয় তারও বিরোধিতা করে।
আরও পড়ুন, ভারতীয় দমন পীড়নের শিকার কাশ্মীর, পাক স্বাধীনতা দিবসে বার্তা ইমরানের
সংবাদ সংস্থাকে মোদী বলেছেন, "সাধারণ মানুষের স্বার্থে নেওয়া কোনও উদ্যোগের যারা বিরোধিতা করে, তারাই এর বিরোধিতা করছে। যদি মানুষকে জল দেওয়ার কোনও প্রকল্প আনা হয়, ওরা তার বিরোধিতা করে। যদি কোনও রেললাইন বসানো হয়, ওরা তার বিরোধিতা করে। ওদের হৃদয় কাঁপে শুধু মাওবাদী আর সন্ত্রাসবাদীদের জন্য।"
৩৭০ ধারা নিয়ে জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেছিলেন, "জম্মু কাশ্মীরের ভাইবোনদের আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনাদের প্রতিনিধি আপনারাই বাছবেন, আপনাদের মধ্যে থেকেই বাছবেন। যেভাবে আপনারা বিধায়ক নির্বাচন করতেন, সেভাবেই করবেন। যেভাবে আপনারা মন্ত্রিপরিষদ নির্বাচন করতেন, সেভাবেই করবেন। একই ভাবে আপনারা আপনাদের মুখ্যমন্ত্রী পাবেন।"
আরও পড়ুন, ছত্রধর মাহাতর যাবজ্জীবন সাজা খারিজ হাইকোর্টে, মুক্তি শীঘ্রই
মোদী একই সঙ্গে সংসদে সরকার কীভাবে বিরোধীদের মোকাবিলা করেছে সে কথাও উল্লেখ করেছেন। "গণতন্ত্রে কারও কারও ভিন্ন মত থাকবে। আমি সে মত সম্মান করি। আমরা তার জবাবও দিই। কিন্তু আমি একই সঙ্গে ওঁদের অনুরোধ করব জাতীয় স্বার্থকে শ্রদ্ধা জানাতে। জাতীয় ভাবাবেগকে ওঁদের সম্মান করা উচিত। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।"
Read the Full Story in English