সামনেই লোকসভা নির্বাচন । তার আগেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। যে কোনও সময় সামনে আসতে পারে পদ্ম তালিকা সামনে আসতে পারে। তার আগে দেশের দুই বিজেপি সাংসদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসন্ন নির্বাচনের ভোটে লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন।
লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা করেছেন হাজারীবাগের বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা। বিজেপি সাংসদ টুইট করেছেন এবং দলের সভাপতি জেপি নাড্ডাকে সরাসরি নির্বাচনের দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন ভারত তথা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মোকাবিলার কাজ করতে চান তিনি। এই সংক্রান্ত কাজে আরও নজর দিতেই লোকসভা নির্বাচনের লড়াইয়ের আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলের সভাপতি জেপি নড্ডাকে চিঠি লিখে জানিয়েছেন তিনি।
প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের রাজনীতি থেকে অবসরের ঘোষণার পর এবার বিজেপির আরেক সাংসদ জয়ন্ত সিনহাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা করেছেন। হাজারিবাগের বিজেপি সাংসদ তথা যশবন্ত সিনহার পুত্র জয়ন্ত সিনহা টুইট করে দলের সভাপতি জেপি নাড্ডাকে এই অনুরোধ করেছেন।
তিনি লিখেছেন, “আমি গত দশ বছর ধরে ভারত ও হাজারীবাগের মানুষের সেবা করার সৌভাগ্য পেয়েছি। এ ছাড়া প্রধানমন্ত্রীর দেওয়া অনেক সুযোগ-সুবিধা পেয়েও আমি ধন্য হয়েছি। "আমি বিজেপি নেতৃত্ব এবং তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
২০১৪ সালে জয়ন্ত সিনহা প্রথমবার লোকসভা থেকে সাংসদ হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে তিনি মন্ত্রীও হয়েছিলেন। জয়ন্ত সিনহা ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিমান প্রতিমন্ত্রী ছিলেন।
এছাড়াও, তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জয়ন্ত সিনহা আবারও ২০১৯ সালে হাজারীবাগ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হন, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় মেয়াদে তাকে মন্ত্রী করা হয়নি।