Advertisment

বিহারেও আপাতত এনপিআর না, আগে বিভ্রান্তি দূর করুক: জেডিইউ

সংযুক্ত জনতা দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেছেন, 'অমিত শাহ এক কথা বলছেন। আবার আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছিলেন এনপিআর হল এনআরসির প্রথম ধাপ। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
nitish kumar, নীতীশ কুমার

নীতীশ কুমার। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফের বিজেপির অস্বস্তি বাড়াল শরিক দল। এনআরসির পর এবার এনপিআর নিয়েও বেঁকে বসল নীতীশের জেডেইউ। সরকার এনপিআরের বিষয়বস্তু ও উদ্দেশ্য স্পষ্ট না করলে বিহারে তা লাগু করা হবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন জেডিইউ মখপাত্র কে সি ত্যাগী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মঙ্গলবারই জানিয়েছেন এরসিআরের সঙ্গে এনআরসির মিল নেই। কিন্তু, বিরোধিদের মত সেই আশ্বাসে ভরসা রাখতে পারছে না এনডিএ শরিক দলটি।

Advertisment

jdu, জেডিইউ, নাগরিকত্ব সংশোধনী বিল, ক্যাব, নীতীশ কুমার, citizenship amendment bill, cab, jdu, prashant kishor, প্রশান্ত কিশোর, পিকে, pavan varma, পবন ভার্মা, bihar news, বিহারের খবর, nitish kumar, india news প্রশান্ত কিশোর ও নীতীশ কুমার।

সংযুক্ত জনতা দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেছেন, 'অমিত শাহ এক-কথা বলছেন। আবার আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছিলেন এনপিআর হল এনআরসির প্রথম ধাপ। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব ও নানা আশঙ্কা দূর হওয়া প্রয়োজন।' তবুও বড় শরিকের সিদ্ধান্ত কী বিবেচনা করবে শরিক জেডিইউ? ত্যাগী বলেন, 'এনপিআরের উদ্দেশ্য কী তা আমাদের দল জানতে চায়।' এরপরই পরিষ্কার করে ত্যাগী জানিয়েছেন, 'সরকারের কোনও প্রতিনিধি, বিশেষত স্বারাষ্ট্রমন্ত্রী নিজে এনপিআর ও এনআরসি নিয়ে সরকারের অবস্থান স্বচ্ছভাবে না জানালে তা লাগু করার কোনও প্রশ্নই নেই।'

আরও পড়ুন: রাজ্যে এনআরসি কিছুতেই করতে দেব না: নীতীশ

বাংলা, কেরল সহ বিজেপি বিরোধি রাজড্যগুলি আগেই জানিয়েছিল এনআরসি লাগু হবে না। সেই সুরই শোনা গিয়েছিল এনডিএ শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গলায়। তিনি জানান, ‘বিহারে এনআরসি লাগু করা হবে না’। দলের ভাঙন রোধ করতেই জেডিইউ প্রধান এই অবস্থান নিয়েছেন বলে দাবি অনেকের। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন করায় নীতীশের দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। সিএএ সমর্থন নিয়ে নীতীশ নেতৃত্বের সমালোচনা করে সরব হন দলের সহ-সভাপতি তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর। সিএএ সমর্থন জেডিইউ-এর নীতি-আদর্শের পরিপন্থী বলে সরব হয়ছেন আরেক নেতা পবন ভার্মা। এমনকী, জেডিইউ সিএএ সমর্থন করায় দল ছাড়তে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পবন ভার্মা।

আগামী বছর বিহারে ভোট। এখন থেকেই জেডিইউ-বিজেপি জোটের বিরুদ্ধে এনআরসি বিরোধিতায় সুর চড়াচ্ছে কংগ্রেস, আরজেডি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি, হিন্দুস্থানী আওয়াম মোর্চার মত দলগুলো। রাষ্ট্রীয় লোক সমতা পার্টি নেতা উপেন্দ্র কুওয়াহা দাবি করেছেন, 'আমি মোদী সরকারের অংশীদার ছিলাম। জানি এনপিআর এনআরসি-রই প্রথম পদক্ষেপ। আমরা মানুষকে বিষয়টি বোঝাব। বেহাল অর্থনীতি থেকে মুখ ঘোরাতেই এসব ওদের কৌশল।' এনআরসি বিরোধী মঞ্চে আগামী রবিবার এআইএমআইএমের ওয়াইসির সঙ্গে দেখা যাবে হিন্দুস্থানী আওয়াম মোর্চার প্রধান জিতান রাম মাজিকে। তিনি বলেন, 'বিজেপির জনবিরোধী পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরব আমরা।'

Read the full story in English

bihar nrc caa NPR
Advertisment