Advertisment

জল্পনা উস্কে ফের ইঙ্গিতপূর্ণ টুইট জিতেন্দ্র তিওয়ারির

শেষ পর্যন্ত তিনি কী গেরুয়া শিবিরেই নাম লেখাচ্ছেন? আপাতত আসানাসোলের প্রাক্তন মেয়রের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভুল স্বীকার করেই লাভ হয়নি। উল্টে দলীয় সংগঠনে 'ডিমোশন' হয়েছে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির। যদিও রবিবার দলের সিদ্ধান্তকে লঘু করে দেখার কথা বলেছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র। কিন্তু তার ২৪ ঘন্টার অতিক্রান্ত হওয়ার আগেই জিতেন্দ্রর ইঙ্গিতপূর্ণ টুইটে জল্পনা বাড়ল। আর কতদিন তিনি তৃণমূলে থাকবেন তা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

Advertisment

টুইটে কী লিখেছেন জিতেন্দ্র তিওয়ারি?

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতির টুইট খুবই ছোট্ট। কিন্তু সেই টুইটের বার্তা গভীর বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সোমবার নিজের টুইটার হ্যান্ডলারে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, 'পরিস্থিতি যখন কঠিন হয়ে দাঁড়ায়, দৃঢ় মনের মানুষই তার মোকাবিলা করতে পারে'। এই টুইট ঘিরেই আপাতত আসানাসোলের প্রাক্তন মেয়রের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। শেষ পর্যন্ত তিনি কী গেরুয়া শিবিরেই নাম লেখাচ্ছেন? প্রশ্ন উঠছে জোড়া-ফুলের অন্দরে।

গত ডিসেম্বরের মাঝামাঝি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। পদত্যাগ করেন তৃণমূলের জেলা সভাপতি পদ ও আসানসোলের পুর-প্রশাসকের পদ থেকে। এরপর বিজেপিতে যোগনকারী তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতেও দেখা যায় তাঁকে। সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের কয়েকজন নেতা। ফলে জিতেন্দ্র তিওয়ারির গেরুয়া দলে যোগ দেওয়াকে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হয়।

আরও পড়ুন- তৃণমূলের জেলা কমিটিতেও ঠাঁই হল না জিতেন্দ্র তিওয়ারির, বিদ্রোহের মাসুল?

অবশ্য এরপরই নাটকীয় পালাবদল ঘটে। কলকাতায় এসে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠক থেকে বেরিয়েই সুর নরম হয় তাঁর। জানান, তৃণমূলে থেকে 'দিদির সৈনিক' হয়ে কাজ করবেন। যদিও আসানসোলের পুর-প্রশাসক পদ বা পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতির পদ জিতেন্দ্র তিওয়ারিকে ফিরিয়ে দেয়নি ঘাস-ফুল শিবির। প্রশ্ন ওঠে, বীরভূমের শতাব্দী রায় দলের বিরুদ্ধে মুখ খুললেও যদি তাঁকে দলের সহ-সভাপতির পদে বহাল করা যায়, তাহলে জিতেন্দ্রর ক্ষেত্রে এর ব্যাতিক্রম হল কেন!

যদিও, রবিবারর দলীয় সিদ্ধান্ত নিয়ে জিতেন্দ্র তিওয়ারি কোনও বিরূপ মন্তব্য করেননি। উল্টে নেতৃত্বের সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন বলেই জানান। ঘোষণা করেন, দলের সাধারণ কর্মী হয়েই কাজ করবেন তিনি। তবে, আদতে জিতেন্দ্রর প্রতি এখনও আস্থা রাখতে পারছে না তৃণমূল নেতৃত্ব- তা স্পষ্ট। এই পরিস্থিতে, জিতেন্দ্র তিওয়ারির এদিনের টুইট ফের নানা জল্পনা উস্কে দিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee Jitendra Tiwari
Advertisment