Advertisment

‘‘বিধায়কদের জঙ্গি হানার ভয় দেখানো হচ্ছে’’

‘‘গোয়েন্দা-সহ বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে সরকার গঠন নিয়ে রাজ্যের পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া হুমকি, এমনকি জঙ্গি হানার ভয়ও দেখানো হচ্ছে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Satya Pal Malik, সত্যপাল মালিক

জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সরকার গঠন নিয়ে ডামাডোলে ফাঁপড়ে উপত্যকা। সরকার গঠনের সব ছক বানচাল করে দিয়ে বিধানসভাই ভেঙে দিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক। সরকার গঠনের দাবিদারদের উপর আস্থা না মেলাতেই যে এমন চরম সিদ্ধান্ত নিতে হয়েছে রাজ্যপালকে, সেকথা আগেই জানানো হয়েছিল রাজভবনের তরফে। এবার সে নিয়েই মুখ খুলে বিস্ফোরক তথ্য সামনে আনলেন খোদ সত্যপাল মালিক। জম্মু-কাশ্মীরে সরকার গঠন নিয়ে গত কয়েকদিন ধরেই যে নোংরা খেলা চলছে তার খবর পেয়েছেন রাজ্যপাল। শুধু তাই নয়, বিধায়ক কেনাবেচা করতে মোটা অঙ্কের টাকার লেনদেন যেমন হচ্ছে তেমনই মানুষকে ভয় দেখানো হচ্ছে, জঙ্গি হানার হুমকিও দেওয়া হচ্ছে। আর সেকারণেই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সত্যপাল।

Advertisment

জম্মু-কাশ্মীর বিধানসভা ভাঙা নিয়ে যখন রাজনীতির ময়দানে চুলচেরা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই এ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে নীরবতা ভাঙলেন রাজ্যপাল। এদিন সত্যপাল বলেছেন, ‘‘গোয়েন্দা-সহ বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে সরকার গঠন নিয়ে রাজ্যের পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া হুমকি, এমনকি জঙ্গি হানার ভয়ও দেখানো হচ্ছে। এসবই হচ্ছে সরকার গঠনের উদ্দেশ্যে। ফলে এমন পরিস্থিতিতে কীভাবে সরকার গঠনের অনুমতি দিই?’’

উল্লেখ্য, সরকার গঠনে যখন মরিয়া নবনির্মিত পিডিপি-কংগ্রেস-এনসি জোট। তখন রাজ্যপালের বিধানসভা ভাঙার সিদ্ধান্তের জেরে স্বভাবতই ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা। এহেন প্রেক্ষাপটে রাজ্যপালের সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে পিডিপি ও এনসি। বিধানসভা ভাঙার সিদ্ধান্তকে রাজ্যের গণতন্ত্রের হত্যা বলে সুর চড়িয়েছে ওই দুই দল।

আরও পড়ুন, বিধানসভা ভেঙে নাটকের মোড় ঘোরালেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল

পিডিপি ও এনসি-র তরফে অভিযোগ করা হয়েছে যে, বুধবার সরকার গঠন করার দাবি জানিয়ে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি যে ফ্যাক্স পাঠিয়েছিলেন রাজভবনে, তা রিসিভ করা হয়নি। এ প্রসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন যে, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য তাঁর অফিস বন্ধ ছিল, তাই রিসিভ করা যায়নি। তিনি আরও বলেছেন যে, এজন্য গতকাল তাঁর অফিসে কেউই ছিলেন না। এমনকি তাঁকে খাবার পরিবেশনের জন্যও কেউ ছিলেন না বলে জানিয়েছেন সত্যপাল। তিনি এও বলেন যে, সরকার গঠনের দাবি জানিয়ে ওই ফ্যাক্স আগে পাঠাতে পারতেন।

এদিন রাজ্যপাল আরও বলেছেন যে, মেহবুবা নিজেই অভিযোগ করে আসছিলেন যে তাঁর দল ভাঙার চেষ্টা চলছে। অন্যদিকে, বাকিরা বলছিলেন যে, একটা অশুভ জোট তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, ‘‘যাঁরা এখন কান্নাকাটি করছেন, তাঁরা বিধানসভা ভাঙার জন্য গত ৫ মাস ধরে আওয়াজ তুলে আসছেন। যদিও আমি তা ভাঙতে দিইনি, কারণ সাধারণ মানুষের জন্য কাজ চলছিল।’’

অন্যদিকে, রাজ্যের অন্যতম দুই বিরোধী দলের হঠাৎ হাত মেলানো নিয়ে তাজ্জব হয়েছে উপত্যকা। সেই পিডিপি ও এনসির গাঁটছড়া বাঁধা নিয়েও সরব হয়েছেন সত্যপাল। তিনি বলেছেন, ‘‘এটা ক্ষমতা দখলের খিদের জন্য জোট। নিজেদের দলের ভাঙন ঠেকাতে এটা করেছে। দুই দলের মধ্যে অনেক অসন্তোষ রয়েছে।’’

Read the full story in English

CONGRESS jammu and kashmir PDP
Advertisment