জেএনইউয়ের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি উৎসাহী। তবে এ ব্যাপারে সবটাই ঠিক করবে তাঁর পার্টি, সিপিআই। তিনি জানিয়েছেন, পার্টি এখনও সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাবের প্রক্রিয়া শুরু করেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে কানহাইয়া জানিয়েছেন, ‘‘আমি সবসময়েই বলেছি যে আমি সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দিতে উৎসুক। কিন্তু এ প্রক্রিয়া আমার পার্টিকেই শুরু করতে হবে। আমি ভোটে লড়ছি কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল একটা যুক্তফ্রন্ট গড়ে তোলা। আমি আমার যে কর্মসূচি, ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’, তার আওতায় দেশের সমস্ত তরুণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছি।’’
এর আগে বেশ কিছু রিপোর্টে প্রকাশিত হয়েছিল, ২০১৯ সালের ভোটে সিপিআইয়ের টিকিটে বিহারের বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কানহাইয়া কুমার। তবে নিজের জায়গা বেগুসরাই থেকে ভোটে দাঁড়ানোর ব্যাপারে কানহাইয়া বিশদে মন্তব্য করতে চাননি। তিনি এ ব্যাপারে বলেছেন, ‘‘পার্টি যা ঠিক করবে, তাই হবে।’’
কানহাইয়াকুমার বলেছেন, ‘‘গৌরী লঙ্কেশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি কর্নাটক যাব। আমি মহারাষ্ট্রে গেছি। সমস্ত তরুণ নেতাদের আন্দোলনের মাধ্যমে সচল রাখাই আমার উদ্দেশ্য।’’
এর আগে কানহাইয়া কুমারের নামে দেশদ্রোহিতার মামলা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, জেএনইউ-তে অন্য ছাত্রনেতাদের সঙ্গে মিলিতভাবে দেশ ভাঙার শ্লোগান দিয়েছিলেন তিনি।