লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর জোশীর বাড়ি গিয়ে তাঁদের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করে এলেন সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। এর আগে সোমবার রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছিলেন, তিনি চান না ওই অনুষ্ঠানে আদবানি, জোশী আসুক। রাইয়ের এই মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়। তারপরই তড়িঘড়ি আদবানি ও জোশীর বাড়ি ছোটেন সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা রামলাল, কৃষ্ণগোপাল, অলোক কুমাররা। তাঁরা দুই প্রবীণ নেতাকেই ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় উপস্থিত থাকার অনুরোধ করেছেন। এই ব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদ নেতা অলোক কুমার এক বিবৃতিতে বলেন, 'লালকৃষ্ণ আদবানির বয়স এখন ৯৬। আর মুরলী মনোহর জোশীর বয়স ৮৯। দু'জনকেই মন্দিরের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দু'জনেই বলেছেন, তাঁরা আসার চেষ্টা করবেন।'
লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর জোশীকে ছাড়া অযোধ্যার রামমন্দির আন্দোলনের কথা কল্পনাই করা যায় না। সেই আদবানি এবং জোশীকে কী হিসেবে অনুষ্ঠানে আসতে মানা করলেন চম্পত রাই? এই চম্পত রাই আবার শুধু রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদকই নন। বিশ্ব হিন্দু পরিষদের নেতাও। এই ব্যাপারে সাফাই দিতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ নেতা অলোক কুমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'জোশীজির হাতে সোমবারই আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়েছে। আর, আদবানিজির দিল্লির বাড়ি পরিদর্শনের সময়, তিনি কীভাবে আসবেন, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাঁকে বলেছিলাম, স্বাস্থ্যের কথা ভেবে, বিকল্প প্রয়োজন হলেও করা হবে। কিন্তু, তাঁকে অবশ্যই আসতে হবে। চম্পত রাই যা বলেছেন, তা আদবানিজি এবং জোশীজির স্বাস্থ্যের কথা ভেবে বলেছিলেন। তাঁর বক্তব্যের অন্য কোনও উদ্দেশ্য ছিল না।'
আরও পড়ুন- ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতার চমক, প্রধানমন্ত্রী মুখ হিসেবে কার নাম প্রস্তাব?
আর চম্পত রাই সাফাইয়ে বলেছেন, 'আপনারা কি আদবানিকে দেখেননি? কত বয়স হয়েছে! এই বয়সে আপনারা পৌঁছতেই পারবেন না। আমি নিজে জোশীজির সঙ্গে ফোনে কথা বলেছিলাম। আমি তাঁকে অনুরোধ করেছিলাম, অনুষ্ঠানে আসবেন না। কিন্তু, তিনি অনড়। বলতে থাকেন যে তিনি আসবেন। আমি তাঁকে না-আসতে অনুরোধ করেছি কেবল তাঁর বয়স বিবেচনা করে। ঠান্ডা লেগে যেতে পারে। হাঁটু প্রতিস্থাপন করেছেন।' অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক জোর দিয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে থাকছেনই। সেকথা মাথায় রেখেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।