New Update
Advertisment
ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সম্পাদক তিনি। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। তাই অনুপম হাজরার জন্মদিনে তাঁকে চকোলেট খাইয়ে শুভেচ্ছাবার্তা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
দলের সভাপতির শুভেচ্ছায় আপ্লুত অনুপম জানান, "আজ জন্মদিনে বিশেষ ব্যক্তির কাছ থেকে বিশেষ আদর !!! ক্যাডবেরি ডেয়ারি মিল্কখাওয়ালেন সর্বভারতীয় বিজেপি সভাপতি, শ্রী জেপি নাড্ডা।" অনুপমের জন্মদিনে তাঁকে চকোলেট কাইয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও।
আরও পড়ুন, তুলকালাম কাণ্ড! নাড্ডার কনভয়ে হামলা, মুকুল-বিজয়বর্গীয়ের গাড়িতে ভাঙচুর
নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী ইস্যু, সোশাল মিডিয়া, বুথ ম্যানেজমেন্ট, আইনি ক্ষেত্র, পথসভা, বড় সভা, মোর্চাগুলির কার্যক্রম, এমন নানা বিষয়ে ছোট বড় ৩০টি কমিটি ঘোষণা করেছে রাজ্য বিজেপি। যার মধ্যে ৫ জনের ইস্তেহার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ইনচার্জ করা হয়েছে দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে।
বিজেপির এবার লক্ষ্য তপসিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া ক্ষেত্রের মানুষের প্রায় ৪০ শতাংশ ভোট। নির্বাচনকে সামনে রেখে সামাজিক ও ধার্মিক বিষয়ে ৮ জনের নাম ঘোষণা করেছে দল। এই কমিটিতেও ইনচার্জের দায়িত্বে রয়েছে প্রাক্তন সাংসদ অনুপম হাজরার ওপর। দলে দু’টি গুরুত্বপূর্ণ কমিটিতে ইনচার্জ করে বিশেষ গুরুত্ব দিয়েছে অনুপমকে।
আরও পড়ুন, ‘বিজেপি বাংলার দল নয়, দিল্লিতে গিয়ে বসে থাকুক’, ভবানীপুরে ‘দুয়ারে দুয়ারে’ প্রচার মমতার
এদিকে, নির্বাচনে বাংলা জয়কে লক্ষ্য করে বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচী নিয়ে কলকাতায় এসেছেন জে পি নাড্ডা। প্রতিদিনই সর্বভারতীয় সভাপতির সভা ঘিরে উত্তপ্ত হয়েছে বাংলা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন