Advertisment

'৩৭০ ধারা বিলোপে খুশি কাশ্মীর'

'মে মাসে দ্বিতীয়বারের জন্য মোদীজি ক্ষমতায় ফিরেই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছেন। যার ফলে কাশ্মীর ও লাদাখের মানুষ আনন্দে রয়েছেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
bjp flag

পুরনির্বাচনের প্রস্তুতিতে দফায় দফায় বৈঠক বিজেপির।

৩৭০ ধারা বিলোপে খুশি হয়েছে কাশ্মীরিরা। দাবি করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

Advertisment

বছর শেষে বিহার ভোট। তাই পাটনায় গিয়ে মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন গেরুয়া দলের সভাপতি। সেই প্রসঙ্গেই তাঁর কথায় উঠে আসে ৩৭০ ধারা রদের কথা। নাড্ডা বলেন, 'নেহেরু ও ইন্দিরা গান্ধী দু'বার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। রাজীব গান্ধীও সরকার গড়েছিলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। কিন্তু তারা কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সাহস দেখাতে পারেননি। কিন্তু, মে মাসে দ্বিতীয়বারের জন্য মোদীজি ক্ষমতায় ফিরেই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছেন। যার ফলে কাশ্মীর ও লাদাখের মানুষ আনন্দে রয়েছেন।'

publive-image বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। ৩০৩ আসন পেয়েছে পদ্ম বাহিনী। এরপর বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট হয়েছে। কিন্তু, সফলতা আসেনি। মেরুকরণের রাজনীতি মুখ থুবরে পড়ছে বলে মনে করা হচ্ছে। তাই বিহারের ভোট প্রচারে কৌশল বদলানোর চেষ্টায় গেরুয়া শিবির। তাই মোদী সরকারের কাজের খতিয়ান পেশের সঙ্গেই বিহারের এনডিএ সরকারের গত পাঁচ বছরের উন্নয়নের কথাও শোনা যায় জে পি নাড্ডার মুখে।

আরও পড়ুন: জাফরাবাদে রাস্তা আটকে সিএএ প্রতিবাদ, বন্ধ মেট্রো স্টেশন

নাড্ডা বলেন, 'আদর্শের কারণেই ক্রমশ বৃহৎ দলে পরিণত হয়েছে বিজেপি। কিন্তু, গত পাঁচ বছর বিহারে নীতীশ সরকার বহু কাজ করেছে। সড়ক, সেতু নির্মাণ থেকে কর্মসংস্থান সবই হয়েছে। মোদীজির আর্শীবাদে বিহার অনেক এগিয়ে গিয়েছে।' নীতীশ কুমারের নেতৃত্বেই আগামী বিধনসভা ভোট এনডিএ জোট জিতবে বলে আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp jammu and kashmir Article 370
Advertisment