তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কবিতাকে গত সপ্তাহে শনিবার ৯ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। দিল্লির মদ কেলেঙ্কারিতে মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই জেলে এবং এই কেলেঙ্কারিতে কবিতার নামও আসছে। এদিকে মদ কেলেঙ্কারির ঘটনায় বিজেপিকে নিশানা করলেন কেসিআর কন্যা কবিতা। তিনি দাবি করেছেন, দিল্লি মদ কেলেঙ্কারিতে আমাকে তলব একটা অজুহাত। আসল লক্ষ্য ভারত রাষ্ট্র সমিতি (BRS)এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা আমার বাবা কে চন্দ্রশেখর রাও।
কেসিআর কন্যা কবিতা দিল্লি মদ কেলেঙ্কারিতে 'মানি লন্ডারিং মামলায়' এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গ্রেফতারির স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন তিনি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ ২৪ শে মার্চ তেলেঙ্গানা আইন পরিষদের সদস্য কবিতার দায়ের করা আবেদনের শুনানি করতে সম্মত হয়েছেন।
কবিতার আইনজীবী আবেদনের ভিত্তিতে জরুরি শুনানির আবেদন জানিয়ে বলেন, 'একজন মহিলাকে কী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে ডাকা যেতে পারে? তিনি বলেন, 'এটা সম্পূর্ণ আইন বিরোধী। ১১ মার্চ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি লন্ডারিং মামলায় কবিতাকে নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করে'। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা কবিতাকে ইডি গত সপ্তাহে শনিবার ৯ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করে। দিল্লির মদ কেলেঙ্কারিতে মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই জেলে রয়েছেন এবং এই কেলেঙ্কারিতে কবিতার নামও আসছে। শনিবার, তিনি ১১ টায় ইডি অফিসে পৌঁছান এবং রাত ৯ টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। ১৬ মার্চ তাকে আবারও তলব করা হয়েছে।
আপনাকে হয়রানি করে বিজেপির কী লাভ? এই প্রশ্নের উত্তরে কবিতা বলেন, 'আমি কেউ নই। আমি শুধু একজন এমএলসি। আক্রমণ শুধু আমার ওপর নয়, এটা বিআরএস, মুখ্যমন্ত্রী এবং তেলেঙ্গানার জনগণের ওপর। বিজেপি তেলেঙ্গানায় পদ্ম ফোটাতে পারেনি। তাই তারা মরিয়া হয়ে উঠেছে। এ রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি।
বিআরএস একত্রিত হয়ে লড়াই করবে। তেলেঙ্গানার মানুষ এর উপযুক্ত জবাব দেবে। দিল্লির মদ কেলেঙ্কারি সংক্রান্ত দুর্নীতির মামলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে শনিবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার আগেই ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কবিতা সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে সরব। শুক্রবার সংসদের চলতি বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল প্রবর্তনের দাবিতে জাতীয় রাজধানীর যন্তর মন্তরে অনশন শুরু করেন কবিতা। শুক্রবার দিল্লিতে তার অনশনের কথা উল্লেখ করে তিনি তদন্ত সংস্থাকে শনিবার পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ স্থগিত করতে বলেছিলেন।
ইডি আপনার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ এনেছে। আপনি কি বৃহস্পতিবারের সমন নিয়ে কিছুটা হলেই শঙ্কিত? উত্তরে কবিতার সাফ জবাব আমি ইডিকে ভয় পাই না। আমি ইডিকে ভয় পাওয়ার জন্য আমি কোনো অন্যায় করিনি। কেন্দ্রের টার্গেট আমি নই। আমার বাবা ও দল। এই মুহূর্তে আমি মহিলা সংরক্ষণ বিলের দাবি জানাচ্ছি'। এই বছর কর্ণাটকে এবং ২০২৪ সালের অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্রে নির্বাচন নিয়ে BRS-এর পরিকল্পনা প্রসঙ্গে কবিতা বলেন, 'এটি স্থানীয় ইস্যুর উপর নির্ভর করছে। BRS সেই রাজ্যগুলিতে যে দলগুলির সঙ্গে জোট গঠন করছে তাদের সমর্থন করবে। স্থানীয় দলের বেশ কয়েকজন নেতা বিআরএসের সমর্থন চাইছেন'।
দিল্লির আফগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মনীশ সিসোদিয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। তাঁকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির একটি বিশেষ আদালত। ১৭ মার্চ পর্যন্ত ইডির হেফাজতেই থাকবেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
এর আগে এই মামলায় কবিতাকে হায়দরাবাদে গিয়ে ৭ ঘন্টা জেরা করে সিবিআই। এই দুর্নীতির মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই দুর্নীতির জাল শুধু রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষিণের রাজ্যেও ছড়িয়েছে, অন্তত এমনই দাবি সিবিআই ও ইডির।