Advertisment

‘দিল্লির স্কুল-মাদ্রাসায় হনুমান চালিশা পাঠ চালু করা হোক’

কেজরিকে দিল্লির স্কুল-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে হনুমান চালিশা পাঠ চালু করার পরামর্শ দিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kailash vijayvargiya, হনুমান চালিশা, হনুমানজি, কৈলাশ বিজয়বর্গীয়, কৈলাশ, অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির স্কুলে হনুমান চালিশা পাঠ, Hanuman Chalisa, ARvind Kejriwal, Aam Aadmi Party, আপ, বিজেপি, দিল্লির ফল, AAP-BJP, Delhi schools, Vijayvargiya on hanuman chalisa, Delhi news, Indian express bangla

অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

হনুমানজিকে ঘিরে সরগরম দিল্লির রাজনীতি। ভোটের প্রচারের সময় হনুমান চালিশা পড়ে বিতর্কে জড়িয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ভোটে জিতেই হনুমানজিকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীর। এবার জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে কেজরিকে দিল্লির স্কুল-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে হনুমান চালিশা পাঠ চালু করার পরামর্শ দিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

Advertisment

ঠিক কী বলেছেন কৈলাশ বিজয়বর্গীয়?

দিল্লি জয়ের শুভেচ্ছা জানিয়ে টুইটারে অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশে বিজয়বর্গীয় লিখেছেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালজিকে জয়ের অভিনন্দন। যাঁরাই হনুমানজির কাছে প্রার্থনা করেন, তাঁরাই আশীর্বাদ পান। এখন সময় এসেছে, দিল্লির সব স্কুল, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে হনুমান চালিশা পাঠ চালু করা হোক। কেন বজরংবলীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে দিল্লির পড়ুয়ারা?’’

দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের পর হনুমানজির নাম নিয়ে কেজরি বলেছিলেন, ‘‘পবনপুত্র হনুমানজিকে অশেষ ধন্যবাদ। ওঁর কৃপায় জয় পেয়েছি। প্রার্থনা করব, যেন আমাদের আরও শক্তি দেন, যাতে দিল্লিবাসীর সেবা করতে পারি। আরও যেন সুন্দর শহর গড়তে পারি দিল্লিতে’’। উল্লেখ্য, ক’দিন আগে হনুমান চালিশা পাঠ করতে দেখা গিয়েছিল কেজরিকে, যা ঘিরে বিতর্ক হয়েছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Arvind Kejriwal
Advertisment