Advertisment

একুশে মহারণের আগেই বাংলায় রাষ্ট্রপতি শাসন? জল্পনা বাড়ালেন কৈলাস

কৈলাস বিজয়বর্গীয় যে মন্তব্য় করলেন, তা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
কৈলাশ বিজয়বর্গীয়, Kailash Vijayvargiya

কৈলাস বিজয়বর্গীয়

একুশের ভোটযুদ্ধের আগে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে? এ জল্পনা আরও উস্কে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া বাংলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা অসম্ভব, এমনই মন্তব্য় করেছেন কৈলাস। বৃহস্পতিবারই রাজ্য়ে আসছেন অমিত শাহ। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হবে না বলেই জানিয়েছেন বিজেপি নেতা।

Advertisment

ঠিক কী বলেছেন বিজয়বর্গীয়?

রাজ্য়ের আইনশৃঙ্খলা ইস্য়ুতে সংবাদসংস্থা পিটিআই-কে কৈলাস বলেন, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া পরের বছর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। তবে, এবার যখন আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব, রাষ্ট্রপতি শাসনের দাবি তুলব না। রাজ্য়ে রাজনৈতিক হত্য়ার ঘটনা জানাব ওঁকে। অনৈতিক কাজে কীভাবে কয়েকজন আধিকারিক জড়িত, সেকথাও জানাব’’।

আরও পড়ুন: বিজেপির বাজিমাৎ! একুশে সত্য়িই মমতা সরকারের পতন? সমীক্ষা ঘিরে জোর জল্পনা

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় পদ্মশিবির, এ নিয়ে রীতিমতো তুঙ্গে চর্চা। রাজ্য়ের আইনশৃঙ্খলা ইস্য়ুতে প্রায় রোজদিনই তৃণমূল সরকারকে নিশানা করছেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। রাজ্য়ে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে সম্প্রতি রাজ্য়পালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য়, ‘‘রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। তবে, রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্য়পাল হিসেবে মতামত দিতে পারি না। সংবিধানে এ নিয়ে উল্লেখ রয়েছে’’। এ মন্তব্য়ের পর রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা অনেক জল-হাওয়া পেয়েছে।

আরও পড়ুন: ‘শুভেন্দু যোগাযোগ করলে, আলোচনা করব’, বার্তা বিজেপি নেতার

এর কিছুদিন আগে, এক টিভি চ্য়ানেলে সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে শোনা যায়, ‘‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না’’। এ মন্তব্য়ের পর এ নিয়ে চর্চা দ্বিগুণ হয়েছে। এই প্রেক্ষাপটে এদিন কৈলাস বিজয়বর্গীয় যে মন্তব্য় করলেন, তা নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অন্য়দিকে, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইনকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বিজয়বর্গীয়। এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেছেন, ‘‘নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দিতে আমাদের সরকার সৎ উদ্দেশ্য়ে সিএএ পাস করেছে...আমরা আশা করছি, অতিমারী পরিস্থিতি স্বাভাবিক হলেই এটা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলায় ভোটের আগে এর বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kailash Vijayvargiya
Advertisment