Advertisment

Kamal Nath: বিজেপিতে যোগ দিচ্ছেন কমলনাথ? দিল্লি যাত্রাতেই তুঙ্গে জল্পনা, ছেলে মুছলেন 'কংগ্রেস' পরিচয়

বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার মাঝেই আজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দলের নাম মুছে দিলেন কমল নাথের ছেলে নকুল নাথ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kamal Nath

প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন তখন ছিন্দওয়ারায় তাঁর ঘাঁটি ঘুরেছিলেন।

বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার মাঝেই আজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দলের নাম মুছে দিলেন কমল নাথের ছেলে নকুল নাথ। কমল নাথ ঘনিষ্ঠ এক ঘনিষ্ঠ বিধায়ক দাবি করেছেন যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।

Advertisment

মধ্যপ্রদেশের রাজনীতিতে কমলনাথকে চলছে বিরাট জল্পনা। নানা এর মাঝেই কমলনাথের ঘনিষ্ঠ এক বিধায়ক বড় দাবি করেছেন। সূত্রের মতে, বিধায়ক দাবি করেছেন যে কমল নাথ এবং তাঁর ছেলে নকুল নাথ ১৯ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত বিজেপি ও কমলনাথের পক্ষ থেকে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র আরও দাবি করেছে কমল নাথ এবং নকুল নাথের সঙ্গে ১০-১২ জন বিধায়ক এবং একজন মেয়রও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন।

কমলনাথ ও কংগ্রেস

-মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।

-সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন।

-১৯৮০ সালে ছিন্দওয়াড়া থেকে প্রথমবার সাংসদ হন।

-নবার ছিন্দওয়াড়া থেকে নির্বাচিত সাংসদ।

-স্ত্রী অলকা নাথও সাংসদ ছিলেন।

-বর্তমানে ছেলে নুলনাথ ছিন্দওয়াড়ার সাংসদ।

-মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।

কমলনাথকে নিয়ে কী বললেন দিগ্বিজয় সিং?

কমলনাথ সম্পর্কে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন যে "তিনি বিজেপিতে যোগ দেবেন এমন আশা করা যায় না। গান্ধী-নেহরু পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, কমলনাথ সবসময় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানুষ কীভাবে বিজেপিতে যোগ দিতে পারেন"?

কেন ক্ষুব্ধ কমলনাথ?

সূত্রের খবর, কমলনাথ রাজ্যসভায় প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাকে টিকিট দেয়নি। কংগ্রেস অশোক সিংকে রাজ্যসভার প্রার্থী করেছে। এটাও জানা জরুরি যে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ ছিলেন কমলনাথ। কিন্তু বিধানসভা নির্বাচনে দলকে হারের মুখে পড়তে হয়।

ছিন্দওয়াড়া সফর বাতিল করলেন কমলনাথ, 'এক্স' বায়ো থেকে দলের নাম মুছে ফেললেন নকুল নাথ, কংগ্রেস ছাড়বেন? তুঙ্গে জল্পনা

প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস দলের প্রবীণ নেতা কমল নাথের ছেলে নকুল নাথ আজ হঠাৎ করেই দিল্লি আসছেন। তার আগে নিজের 'এক্স' বায়ো থেকে কংগ্রেস দলের নাম মুছে দিয়েছেন নকুলনাথ।

একই সময়ে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের কংগ্রেস ছাড়ার বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা। প্রকৃতপক্ষে, মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের পরাজয়ের পর, কংগ্রেস সংগঠনে পরিবর্তন আনে। কমলনাথের জায়গায় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ জিতু পাটোয়ারীকে রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়। তিন তরুণ নেতার হাতে নেতৃত্ব তুলে দেয় কংগ্রেস। এরপর থেকেই কমলনাথ দলের উপর ক্ষুব্ধ বলে জানা যায়। কমল নাথ কংগ্রেসের অনেক বড় কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তার পরে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরদার হয়েছে।

আরও পড়ুন : < Arvind Kejriwal: ২০২৯-এ বিজেপিকে উৎখাতের ডাক কেজরির, আস্থা ভোটে জয় পেতেই হুঙ্কার আপ সুপ্রিমোর >

এদিকে কংগ্রেস পার্টির আরেক সিনিয়র নেতা দিগ্বিজয় সিং দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিশানা করেছেন। তিনি বলেন, যারা ভয় পায় বা বিক্রি করে তারাই বিজেপিতে যাচ্ছে। তবে, কমলনাথের বিজেপিতে যোগদানের বিষয়ে আলোচনা প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেন, 'আমি গত রাতেই কমলনাথ জির সঙ্গে কথা বলেছি, তিনি ছিন্দওয়ারায় আছেন।' নকুলনাথ কংগ্রেস ছাড়তে পারেন বলে অনুমান করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

মধ্যপ্রদেশের বিজেপি প্রধান ভিডি শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের দলে যোগদানের জন্য দরজা খোলা থাকার এক দিন পরে, তাঁর ছেলে নকুল নাথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর বায়ো থেকে 'কংগ্রেস' দলের নাম বাদ দিতেই ছড়িয়ে পড়ে জল্পনা।

Kamal Nath bjp
Advertisment