গেরুয়া শিবিরে ধ্বস নামিয়ে তিন রাজ্যে আশাতীত সাফল্য পেয়েছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৪৮ ঘণ্টা কাটতে চলল, এখনও নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি দলের পক্ষ থেকে। তবে তা নিয়ে রাজনীতি মহলে জল্পনা তুঙ্গে।
মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য স্কিন্দিয়ার চেয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ। আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা না হলেও কংগ্রেস সভাপতি নিজেও যে কমল নাথের ওপরেই আস্থা রাখছেন, তা স্পষ্ট।
আরও পড়ুন, বিজেপি-মুক্ত ভারতের দিকে ইঙ্গিত করছে ভোটের ফল: শিবসেনা
তবে মধ্যপ্রদেশের মত রাজস্থানের ছবিটা তত স্পষ্ট নয় এখনও। বুধবার দিনভর আলোচনার পরেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর পদে বারবারই উঠে এসেছে দু'টি নাম, অশোক গেহলোট এবং শচিন পাইলট। বুধবার সদ্য নির্বাচিত বিধায়কদের মধ্যে ৬ ঘণ্টার বৈঠক হয়। তবে সূত্রের খবর, দুই নেতার কেউই জমি ছাড়তে রাজি নন। দলের সদস্যদের মধ্যেও দু'দল ভাগাভাগি হয়ে গিয়েছে দুই নেতার সমর্থনে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে এবং পর্যবেক্ষক ভেনুগোপাল দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন রাহুলের সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দিতে। বৃহস্পতিবার রাজধানীতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
রাজস্থানে কংগ্রেসকে সমর্থনের সম্ভাবনা রয়েছে বিএসপি-র। এই প্রসঙ্গে এক বিএসপি নেতা বলেছেন, "অশোক গেহলোট মুখ্যমন্ত্রী হলে, তবেই কংগ্রেসকে সমর্থন করব আমরা"।
ছত্তিসগড়েও কংগ্রেস সংখ্যা গরিষ্ঠতা পেলেও মুখ্যমন্ত্রীর আসনের জন্য তিন শীর্ষ স্থানীয় নেতার মধ্যে টক্কর চলছে। এ ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার।
Read the full story in English