/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/kan-1.jpg)
কানহাইয়া কুমার
'তুমি আমাদের নাগরিক না মানলে, আমরাও তোমাকে সরকার হিসাবে মানব না' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশে। উত্তর পূর্ব ভারত, বাংলা ও দিল্লিতে বিক্ষোভের আঁচ সবচেয়ে প্রবল। আসামে এনসিসি বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভ দমনে জামিয়া মিলিয়ায় বিনা অনুমতিতে প্রবেশ করে পড়ুয়াদের লাঠিপেটা করেছে পুলিশ। দেশের বিভিন্ন প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাই জামিয়ারকাণ্ডের পর একজোট হয়েছে। তবে প্রধানমন্ত্রীর তোপে আন্দোলনকারীরা। কায়েমী স্বার্থানেষীরা এই বিক্ষোভে শামিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর তাতেই যেন অসন্তোষের আগুনে ঘি পড়েছে।
সিপিআই নেতা তথা জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার বিহারের পুর্ণিয়ায় বলেন, 'মোদী সরকারের সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু, সাধারণ মানুষ সংসদের বাইরে সংখ্যগরিষ্ঠ। এটা হিন্দু-মুসলমানের লড়াই নয়। কেউ-ই সাভারকরের আর্দশের দেশ চায় না। আম্বেদকর, ভগৎ সিংয়ের দেখানো পথে আমরা এগিয়ে যেতে চাই। ওরা চাইছে দুই ধর্মের মানুষের বিভেদ, যদিও আমরা তা হতে দেব না।' এরপরই মোদীকে নিশানা করে হুঁশিয়ারির সুরে কানহাইয়া বলেন, 'তুমি আমাদের নাগরিক না মানলে, আমরাও তোমাকে সরকার হিসাবে মানব না।'
গত রবিবার নয়া আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনে দমন-পীড়ন চালায় পুলিশ। গর্জে উঠেছে পড়ুয়ারা। এপ্রসঙ্গে সিপিআই নেতা বলেন, 'পুলিশ মারলে পড়ুয়াদের ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে বোঝিয়ে হবে আমরা এনআরসি চাইছি না।' এই লড়াইকে সংবিধান রক্ষার লড়াই বলে বর্ণনা করেন কানহাইয়া কুমার।
আরও পড়ুন: মোদী পোশাক দেখেই চিনতে পারছেন, চরম বিতর্ক দেশজুড়ে
আগামী বৃহস্পতিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিহার বনধের ডাক দিয়েছে বিরোধীরা। কানাইয়ার সভা থেকে আজাদির স্লোগান ওঠে। তিনি বলেন, 'আমরা বিজেপি ও সঙ্ঘ পরিবারের কাছ থেকে স্বাধীনতা চাই।'
বিক্ষোভকারী কারা তা পোশাক দেখেই চেনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তার জবাবে সিপিআই নেতা কানহাইয়া বলেন, 'পেঁয়াজের দাম বাড়ল কেন? দেশজুড়ে কেন অরাজগতা থামছে না? তার জবাব দিক মোদী।'
Read the full story in English