Advertisment

Karnataka Election Results 2018 Updates: বিজেপি না কংগ্রেস-জেডি(এস), কার মাথায় উঠবে মুকুট!

Karnataka Assembly Election Results 2018 Live Updates: বিজেপি এবং কংগ্রেস-জেডি(এস) জোটকে নির্বাচন কমিশনের অন্তিম ঘোষনার জন্য অপেক্ষা করতে বললেন রাজ্যপাল। BJP Won- 104 Congress Won- 78 JD(S) Won-37 Others Won- 3

author-image
IE Bangla Web Desk
New Update
karnataka election

কর্নাটকে সরকার গড়ার পথে কংগ্রেস- জেডি (এস) ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

Karnataka Election Results  2018 Updates: কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল গতকালই প্রকাশিত হয়েছে। ২২২টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০৪টি আসন, কংগ্রেস পেয়েছে ৭৮টি আসন, জেডি(এস) পেয়েছে ৩৭টি আসন, অন্যরা পেয়েছে ৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সরকার গঠনের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। সরকার গড়তে প্রয়োজনীয় আসন সংখ্যা ১১২। অর্থাৎ, বিজেপিকে সরকার গঠন করতে হলে আরও ৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। অন্যদিকে বিজেপিকে ঠেকাতে সরকার গঠন করতে জেডি(এস) এর সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। 

Advertisment

ইতিমধ্যেই, বিজেপি ও কংগ্রেস-জেডি(এস) জোট রাজ্যপাল ভজুভাই বালার কাছে সরকার গঠনের দাবি জানিয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রাজ্যপালের। মঙ্গলবার সন্ধেয় তিনি জানিয়েছেন যে, তিনি এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা করছেন।

সূত্রের খবর ভোটের ফলাফল আসার আগেই কংগ্রেস স্থির করেছিল ৯০ বা তার কম আসন পেলে এইচ ডি কুমারস্বামীর দল জেডি(এস)কে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন দেবে এবং সেই মতো গত রবিবার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, জেডিএস প্রতিনিধির সঙ্গে গোপন বৈঠকে এ প্রসঙ্গে আলোচনাও করেন।

প্রসঙ্গত, কর্নাটক বিধানসভা নির্বাচনে এবার ভোট পড়েছে ৭২.১৩ শতাংশ। ১৯৫২ সালের পর এত ভোট আগে কখনও এরাজ্যে পড়েনি। নির্বাচন কমিশন সূত্রেই এ খবর জানানো হয়েছে। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে।

এ বছর ভোট হয়েছে এক দফায়। ২২২ টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ৩৬টি আসন তফশিলি জাতি ও ১৫টি আসন তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৪.৯৭ কোটি। এর মধ্যে ২.৫২ কোটি পুরুষ ও ২. ৪৫ কোটি মহিলা ভোটার। এবার নতুন ভোটারের সংখ্যা ১৫.৪২ লক্ষ।

এদিকে কর্নাটক বিধানসভায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর ভাষণে তাঁদের দলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে সোমবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এর আগে গত ৭ মে সিদ্দারামাইয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে চিঠি দিয়ে দিয়ে জানান, নিঃশর্ত ক্ষমা না চাইলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন তিনি।

Follow live coverage on Congress-JDS Government Alliance in Karnataka here. We bring you fastest and real-time updates in English and Hindi

6.05 PM-

5.49 PM-

5.46 PM- রাজ্যপালের সঙ্গে কংগ্রেস ও জেডি(এস)-এর বৈঠক শেষ হল।

3.58 PM-

3.51 PM- ইয়েদুরাপ্পার বাড়িতে  বিজেপি নেতা অনন্ত কুমার, ধর্মেন্দ্র প্রধান, জেপি নাড্ডা, মুরলীধর রাও।

3.49  PM- বিকেল ৫টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে কংগ্রেস ও জেডি(এস)

3.31  PM- কংগ্রেস-জেডি(এস)-কে রাজ্যপাল না ডাকলে কাল থেকে রাজভবনের বাইরে ধরনা, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

3.28  PM- ‘‘বিজেপি আমাদের বিধায়কদের হুমকি দিচ্ছে’’, অভিযোগ কর্নাটকের কংগ্রেস নেতা জি পরমেশ্বরের।

3.23  PM- ‘‘রাজভবন বিজেপির ষড়যন্ত্রের আঁতুড়ঘর’’, বললেন সিপিআই নেতা এস সুধাকর রেড্ডি।

3.20  PM- 

3.17  PM- ‘‘আমরাই সরকার গড়ব’’, ট্যুইট সিদ্দারামাইয়ার।

2.30 PM- 

2.23 PM- 

2.18 PM-  ট্যুইটারে কর্নাটক নির্বাচন নিয়ে জোর চর্চা অব্যাহত।

publive-image

publive-image

publive-image

2.11 PM-

2.06 PM-

1.33 PM-  বিজেপিকে আক্রমণ কংগ্রেসের

1.29 PM-

1.24 PM-

1.05 PM -

1.01 PM - রাজ্যপাল এই চারটির মধ্যে যে কোনও একটি উপায়কে সিদ্ধান্ত হিসাবে বেছে নিতে পারেন।

12.57 PM - রাজ্যপালের সঙ্গে আবার দেখা করব: এইচডি কুমারস্বামী

12.51 PM -

12.47 PM -

12.40 PM -

12.39 PM -

12.37 PM - ‘‘আমরা বিজেপির মতো ক্ষমতালোভী নই’’, বললেন কুমারস্বামী।

12.32 PM - সকল বিধায়ককে ১০০ কোটি টাকা করে প্রলোভন দেওয়া হয়েছে, দাবি কুমারস্বামীর। তিনি প্রশ্ন তোলেন, এই পরিমাণ কালো টাকা কোথা থেকে এল, সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

12.18 PM - আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবই: ভাগ্যনাথ খুবা, বিজেপি নেতা

12.16 PM - জেডি(এস)-এর পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হলেন এইচডি কুমারস্বামী।

12.08 PM -

BS Yeddyurappa পরিষদীয় দলের বৈঠক শেষে ইয়েদুরাপ্পা। ছবি- মনোজ কুমার, ইন্ডিয়ান এক্সপ্রেস।

11.51 AM-  রাজ্যপালকে চিঠি দিয়েছি, উনি বলেছেন যথাযথ সিদ্ধান্ত নেবেন। আশা করছি রাজ্যপাল আমায় ডাকবেন: ইয়েদুরাপ্পা

11.49 AM- কারও দ্বারা প্রভাবিত হব না: এ মঞ্জুনাথ, জেডি(এস)

11.47 AM- বেঙ্গালুরুতে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে ৭৮ জন দলীয় বিধায়কের মধ্যে যোগ দিয়েছেন ৬৬ জন। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর।

11.39 AM- কর্নাটকে বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হলেন ইয়েদুরাপ্পা।

11.31 AM-  কংগ্রেস নেতা এমবি পাটিল জানিয়েছেন, ‘‘আমরা একজোট, এমনকি, বিজেপির ৬ বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।’’

11.07 AM-  জেডি(এস)-এর দুই বিধায়ক পরিষদীয় দলের বৈঠক থেকে নিখোঁজ বলে দাবি, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

11.02 AM-  জেডি(এস)-এর পরিষদীয় দলের বৈঠক শুরু হল।

10.58 AM-

sensex কর্নাটকের মসনদে কে বসবে? এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

10.56 AM-

10.52 AM-  আমরাই সরকার গড়ব: প্রকাশ জাভড়েকর

10.46 AM-

10.44 AM- কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপির প্রতিনিধি দল।

10.39 AM- বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠকে কর্নাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা।

10.03 AM- কিছুক্ষণের মধ্যে বিজেপির পরিষদীয় দলের বৈঠক।

10.02 AM-

9.48  AM- বেঙ্গালুরুতে কিছুক্ষণের মধ্যে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক।

9.19  AM- ‘‘কংগ্রেস মুক্ত কর্নাটক তৈরি হয়েছে, দক্ষিণেও অন্যতম গুরুত্বপূর্ণ দল হিসেবে উঠে এসেছে বিজেপি’’, ইন্ডিয়ান এক্সপ্রেসকে বললেন বিজেপি নেতা পি মুরলীধর রাও।

8.27 AM- দেবগৌড়াকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবগৌড়ার সঙ্গে মমতার ফোনে কথা হয়েছে বলে খবর।

6.43 AM- এই ভোটে কংগ্রেসের তুরুপের তাস ছিল লিঙ্গায়তদের আলাদা ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া। কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আশা ছিল এই মর্মে লিঙ্গায়তরা বিজেপির তুলনায় কংগ্রেসকেই বেশী গুরুত্ব দেবে। আশ্চর্যজনকভাবে এই নীতি কংগ্রেসের জন্য বুমেরাং হয়ে দাঁড়াল। দলের চারজন লিঙ্গায়ত মন্ত্রীর মধ্যে তিনজন সমেত ষোলজন মন্ত্রী বিধানসভা ভোটে হেরে যান। মুখ্যমন্ত্রী স্বয়ং চামুন্ডেশ্বরীতে জি টি দেবগৌড়ার কাছে হেরে যান এবং বাদামিতে মাত্র ১৬৯৬ ভোটে জয়লাভ করেন।

5.13 AM- সূত্রের খবর গত রবিরার জেডি(এস) নেতা দানিশ আলির সঙ্গে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এক বৈঠকে জোট বিষয়ক যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী আজাদের সঙ্গে এই বিষয়ে সহমত ছিলেন।

5.03 AM- সূত্রের খবর ভোটের ফলাফল আসার আগেই কংগ্রেস স্থির করেছিল ৯০ বা তার কম আসন পেলে এইচ ডি কুমারস্বামীর দল জেডি(এস)কে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন দেবে।

10.14 PM- আজাদ বলেন সরকার গড়বার জন্য কংগ্রেস এবং জেডি(এস) জোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমান করবার জন্য যথেষ্ট সংখ্যা রয়েছে এবং এই জোট একটি স্থিতিশীল সরকার দিতে সক্ষম হবে।

10.05 PM- কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বললেন রাজ্যপাল বিজেপিকে সরকার গড়তে ডাকার অর্থ এমএলএ কেনাবেচায় পরোক্ষে স্বীকৃতি দেওয়া ।
9.58 PM- জেডি(এস) এর এইচ ডি দেবগৌড়া এবং এইচ ডি কুমারস্বামী কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে বেঙ্গালুরুর অশোক হোটেল পৌঁছালেন। এই মিটিংয়ে  কংগ্রেসের পক্ষে উপস্থিত থাকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া  সহ গুলাম নবি আজাদ, ডিকে শিবকুমার এবং মল্লিকার্জুন খাড়গে।

9.51 PM- বল এখন রাজ্যপালের কোর্টে, ওনার নির্দেশ মতই পদক্ষেপ নেব, বললেন বিএস ইয়েদুরাপ্পা

9.03 PM- সমস্ত কংগ্রেস কর্মী ও সমর্থকদের ট্যুইট করে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী। 

8.38PM-

8.33PM- গণতন্ত্রে জনগনই ভগবান: নরেন্দ্র মোদি

8.24PM- পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে সরব প্রধানমন্ত্রী, শুধু বিজেপি নয়, মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি কোনও বিরোধীদেরই, অভিযোগ নরেন্দ্র মোদির।

8.11PM-  কঠোর পরিশ্রমের কারণেই এই জয়, দিল্লিতে সংসদীয় দলের বৈঠকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী।

8.01PM- publive-image

8.01PM-  এই নিয়ে টানা ১৫টি নির্বাচনে জয়লাভ করতে চলেছে বিজেপি, দাবি বিজেপি সভাপতির।

7.58PM-  কংগ্রেস মুক্ত কর্ণাটক গড়ার জন্য দলীয় কর্মীদের অভিনন্দন জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ্

7.50PM- দিল্লিতে বিজেপির সদর দপ্তরে রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নিতিন গড়করি।

bjp-hq

7.36PM-  আগামিকাল সকাল ১০.৩০-এ পরিষদীয় দলের বৈঠক ডাকল কংগ্রেস।

7.36PM-  কংগ্রেস জেডি(এস) জোটকেই সরকার গঠনের জন্য আমন্ত্রণ  জানাবেন  রাজ্যপাল, সাংবাদিক সম্মেলনে আশাপ্রকাশ করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা

7.20PM- Capture 

7.15PM- সাংসদীয় বোর্ডের বৈঠকে বিজেপির মুখ্য দপ্তরে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ্

6.53PM-

6.53PM- জেডি(এস) এবং কংগ্রেসের যুগ্ম আসন সংখ্যা বিজিপি-র থেকে বেশি, অতএব তাঁরাই সরকার গঠনের দাবিদার: সীতারাম ইয়েচুরি

6.53PM-

6.53PM- বিজেপি সভাপতি অমিত শাহ্ ট্যুইট করে বলেন জনগন কংগ্রেসের দুর্ণীতির বিরুদ্ধে রায় দিয়েছেন।

6.45 PM- দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নর‌‌‌েন্দ্র মোদি।

6.38 PM- Capture

6.28 PM- কর্নাটক নির্বাচনের জন্য বিজেপিকে অভিনন্দন জানালেন তামিলনাড়ুর উপমুখ্য মন্ত্রী ওপিএস

6.22PM- কমংগ্রেস এবং জেডি(এস)-এর পক্ষ থেকে  রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয়েছে।

6.18PM- রাজ ভবনে রাজ্য পালের সঙ্গে বিএস ইয়েদুরাপ্পা, অনন্ত কুমার।

karnataka-governor-1 রাজ ভবনে রাজ্য পালের সঙ্গে বিএস ইয়েদুরাপ্পা, অনন্ত কুমার।

5.57 PM- ‘‘প্রয়োজনীয় সংখ্যা ছাড়া বিজেপি সরকার গড়তে পারবে না’’, বললেন কংগ্রেসের বীরাপ্পা মইলি

5.55 PM- সন্ধে ৭টায় দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক।

5.52 PM- সন্ধে ৬টা ১৫ মিনিটে বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠকে বসবে জেডি(এস)

5.46 PM-

karnataka electoion results 2018 এই মুহূর্তে বিজেপি জয়ী ৮৮টি আসনে, এগিয়ে ১৬টিতে, কংগ্রেস জয়ী ৬৬টি আসনে, এগিয়ে ১২টিতে, জেডিএস জয়ী ৩৪টি আসনে, এগিয়ে ৩টি আসনে। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

5.40 PM- রাজভবনে সিদ্দারামাইয়া, এইচডি কুমারস্বামী, গুলাম নবি আজাদসহ অন্যরা।

5.33 PM-  সরকার গড়তে মরিয়া কংগ্রেস

5.31 PM-

5.30 PM-

5.28 PM-

5.20 PM- রাজভবনে গেলেন বিএস ইয়েদুরাপ্পা।

5.14 PM- আমরাই সরকার গড়ব: ইয়েদুরাপ্পা

5.07 PM-

5.01 PM-

karnataka elections results 2018 এই মুহূর্তে বিজেপি জয়ী ৮৭টি আসনে, এগিয়ে ১৭টিতে, কংগ্রেস জয়ী ৫৮টি আসনে, এগিয়ে ২০টিতে, জেডিএস জয়ী ৩১টি আসনে, এগিয়ে ৬টি আসনে। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

4.56 PM- ‘‘একক বৃহত্তম দল হিসেবে আমরা রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাচ্ছি’’, বললেন ইয়েদুরাপ্পা।

4.51 PM- কমিশনের ফল ঘোষণার পরই সরকার গঠন নিয়ে আলোচনা করা হবে বলে কংগ্রেসকে জানালেন রাজ্যপাল।

4.46 PM- কংগ্রেস-জেডি(এস) জোটের আবহে ফিকে হয়ে গেল বিজেপি কর্মীদের উচ্ছ্বাস।

4.43 PM- সরকার গড়তে কংগ্রেসের সমর্থনে সায় দিল জেডি(এস)।

4.40 PM-

4.36 PM-

bjp, karnataka election results কর্নাটকের ভোটের ফল দেখতে টিভিতে চোখ সমর্থকদের। দিল্লিতে বিজেপি কার্যালয়ের এ ছবি তুলেছেন প্রবীণ খন্না

4.27 PM-মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন তিনি।

4.22 PM- ‘‘কংগ্রেস মুক্ত কর্নাটক গড়ার লক্ষ্যে এগোচ্ছে জনগণ’’, বললেন ইয়েদুরাপ্পা।

4.02 PM-

karnataka election results এই মুহূর্তে বিজেপি জয়ী ৭৭টি আসনে, এগিয়ে ২৭টি আসনে, কংগ্রেস জয়ী ৪৬টি আসনে, এগিয়ে ৩২ টি আসনে, জেডি(এস) জয়ী ২৩ টি আসনে, এগিয়ে ১৪টি আসনে। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

3.56 PM- ট্যুইট করলেন বাবুল সুপ্রিয়ও।

3.44 PM-

amit shah house অমিত শাহের বাড়িতে জে পি নাড্ডা ও প্রকাশ জাভড়েকর। ছবি- অভিনব সাহা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

 3.32 PM- কর্নাটকে বিজেপির জয় ‘অবিশ্বাস্য’, প্রতিক্রিয়া এনসিপি নেতৃত্বের।

3.26 PM- ‘‘মানুষের রায় মেনে নিলাম। সরকার গড়তে জেডি(এস)কে সমর্থনের প্রস্তাব দিয়েছে কংগ্রেস’’, বললেন কংগ্রেস নেতা জি পরমেশ্বর।

3.24 PM- আজ সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে কংগ্রেস ও জেডি(এস) নেতৃত্ব, জানালেন কেসি বেণুগোপাল।

3.14 PM- জেডি(এস) এর সঙ্গে জোট বাঁধছে কংগ্রেস? ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।  তিনি জানালেন, ‘‘দেবগৌড়াজি ও কুমারস্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছে। ওঁরা আমাদের প্রস্তাব মেনে নিয়েছেন। আশা করছি একজোট হব।’’

3.04 PM- এই মুহূর্তে বিজেপি জয়ী ৫৭টি আসনে, এগিয়ে ৪৭টিতে, কংগ্রেস জয়ী ২৮টি আসনে, এগিয়ে ৪৯টিতে।

karnataka election results জয়ের হাসি হাসছে বিজেপি, চলছে গণনা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

2.55 PM- ‘‘ইভিএম নিয়ে ধোঁয়াশা কাটানোর জন্য ব্যালট পেপারে ভোট করা উচিত বিজেপির’’, এমনটাই বললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

2.50 PM- কর্নাটকে কংগ্রেস-জেডি(এস) জোট হচ্ছে? ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে জেডি(এস) প্রধান দেবগৌড়ার কথা হয়েছে বলে খবর। এনডিটিভি-র খবর অনুযায়ী, কর্নাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকার গড়তে পারে। মুখ্যমন্ত্রী করা হতে পারে এইচডি কুমারস্বামীকে।

2.44 PM- দুপুর সাড়ে ৩টায় সাংবাদিক বৈঠক করবে কংগ্রেস।

2.37 PM- কর্নাটকে সরকার গড়তে জেডি(এস) এর সঙ্গে জোট বাঁধতে পারে কংগ্রেস, যা নিয়ে বিজেপি শিবির কিছুটা চিন্তায় বলে গুঞ্জন নয়াদিল্লির বিজেপি কার্যালয়ে।

2.25 PM- কর্নাটকে দলের সাফল্যে অমিত শাহকে অভিনন্দন ধর্মেন্দ্র প্রধানের।

2.22 PM- বিজেপিকে অভিনন্দন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির।

2.18 PM- ‘‘এটা গণতন্ত্রের জয়’’, বললেন শাহনওয়াজ হুসেন

2.04 PM- জয়ের পথে বিজেপি

karnataka elections results 2018 কর্নাটক ভোটে জয়ের পথে বিজেপি। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

2.00 PM- শিকারিপুরা কেন্দ্রে জয়ী বিএস ইয়েদুরাপ্পা। কংগ্রেস প্রার্থীকে ৩৫ হাজার ৩৯৭ ভোটে হারালেন তিনি।

karnataka election results 2018 জয়ী বিএস ইয়েদুরাপ্পা।

1.58 PM- কংগ্রেসকে আক্রমণ শিবরাজ সিং চৌহানের।

1.51 PM- নয়াদিল্লিতে বিজেপি কার্যালয়ের সামনে কর্মীদের উচ্ছ্বাস।

bjp নয়াদিল্লিতে বিজেপি কার্যালয়ের সামনে কর্মীদের উচ্ছ্বাস। ছবি- প্রবীণ খন্না, ইন্ডিয়ান এক্সপ্রেস।

1.24 PM- এখনও পর্যন্ত কারা জিতলেন ভোটে? পড়ুন, Karnataka assembly election results 2018: Full list of winners

1.17 PM- কর্নাটকে দলের সাফল্য নিয়ে ট্যুইট করলেন রমণ সিং।

1.13 PM- মাণ্ড্য আসনটি নিজেদের দখলে রাখল জেডিএস।

1.10 PM- কর্নাটকে দলের জয়ের পিছনে অমিত শাহ, নরেন্দ্র মোদি ও ইয়েদুরাপ্পার ভূমিকার কথা উল্লেখ করলেন সদানন্দ গৌড়া।

1.03 PM- কর্নাটকে দলের জয় ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করলেন রাজনাথ সিং।

12.58 PM- ‘‘আমাদের দাক্ষিনাত্য অভিযান শুরু হয়ে গেল’’, ট্যুইট বিজেপি নেতা রাম মাধবের।

12.56PM- ম্যাঙ্গালোর কেন্দ্রে জয়ী কংগ্রেস।

12.54PM- দলের জয়ের অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

12.51PM- ‘‘হায় কর্নাটক তুমিও’’, ট্যুইট ওমর আবদুল্লার

12.48 PM- দুপুর সাড়ে ৩টে নাগাদ দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে আসার কথা অমিত শাহের। পরে দলীয় কার্যালয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে।

12.45 PM- বাঁধভাঙা হাসি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর।

12.42 PM- ‘‘কংগ্রেসের শেষ দুর্গ ধ্বংস করার পথে বিজেপি’’, এমনই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের।

12.40 PM- কর্নাটকবাসীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট সে রাজ্যের বিজেপি নেতৃত্বের।

12.37 PM-  মুদিগেরে ও সুল্লিয়ায় জয়ী বিজেপি প্রার্থী।

The BJP has won two seats, Mudigere and Sullia. M P Kumarasamy has defeated Motamma by a margin of 12,512 votes from Mudigere. Angara S has defeated Dr B Raghu by 26,068 votes.

12.23 PM- দুপুর ১২টা নাগাদ কর্নাটকের ভোটের ফলের ট্রেন্ড

karnataka election results দুপুর ১২টা নাগাদ কর্নাটকের ভোটের ফলের ট্রেন্ড

12.21 PM- কংগ্রেস ও বিজেপির মধ্যে ভোট শেয়ারের তালিকা

CONGRESS, bjp কংগ্রেস ও বিজেপির মধ্যে ভোট শেয়ারের তালিকা।

12.17 PM- দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে চলছে জয়ের সেলিব্রেশন

12.15 PM- ২২২টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১১২টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬৮টিতে, জেডিএস এগিয়ে ৩৯টি আসনে।

12.03 PM- কর্নাটকে জয়ের পথে গেরুয়াবাহিনী। আবির নিয়ে আনন্দে মাতোয়ারা বিজেপি কর্মীরা।

BJP, KARNATAKA ELECTIONS RESULTS কর্নাটকে এগিয়ে বিজেপি, আবির খেলায় মাতলেন বিজেপি কর্মীরা। ছবি - তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

11.48 AM-‘‘কর্নাটকের মানুষ ভাল গভর্ন্যান্স চায়, তাই বিজেপিকে বেছেছেন তাঁরা। এটা দলের জন্য বড় জয়’’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

11.40 AM-

11.37 AM- বেঙ্গালুরুতে জেডি(এস)-এর কার্যালয়ের ছবি

11.33 AM- কর্নাটকে ভোটে ‘জয়ী’দের অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

11.31 AM-
src="https://www.youtube.com/embed/cyHc4Q5A7g0" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

11.18 AM- নয়াদিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ের ছবি

congress office delhi নয়াদিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ের ছবি তুলেছেন প্রেমনাথ পাণ্ডে।

11.16 AM- সকাল ১১টায় বিজেপি এগিয়ে ১২১টি আসনে, কংগ্রেস এগিয়ে ৫৯টি আসনে, জেডি(এস) এগিয়ে ৪১টি আসনে।

11.13 AM- উৎসবের মেজাজে বিজেপি কর্মীরা

karnataka elections results কর্নাটকে ভোটে বিজেপির পাল্লা ভারি, উৎসবের মেজাজে বিজেপি কর্মীরা। ছবি- তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

11.07 AM- বেঙ্গালুরুতে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস।

11.02 AM- কর্নাটকে ভোটে এগিয়ে বিজেপি, দিল্লিতেও উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। অমিত শাহের বাড়ির সামনে উৎসবের মেজাজ।

10.59 AM-

10.55 AM- এই মুহূর্তে  বিজেপি এগিয়ে ১১৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৫৭টি আসনে, জেডি(এস) এগিয়ে ৪৪টি আসনে।

10.50 AM-

10.42 AM- এই মুহূর্তে  বিজেপি এগিয়ে ১১৪টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬২টি আসনে, জেডি(এস) এগিয়ে ৪৪টি আসনে।

10.35 AM- ম্যাজিক ফিগারের কাছে বিজেপি, এই মুহূর্তে ১০৮টি আসনে এগিয়ে গেরুয়াশিবির। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৭টি আসনে।

10.24 AM- সকাল ১০টা ২০ নাগাদ বিজেপি এগিয়ে ১০৫টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬৯টি আসনে, জেডি(এস) এগিয়ে ৪৬টি আসনে।

10.11 AM- একশোরও বেশি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। বেঙ্গালুরুতে দলের কার্যালয়ের সামনে উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা।

10.01 AM- কংগ্রেস, বিজেপি কেউই ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না বলেই মনে করছেন জেডি(এস) কর্মী চেন্নাবাসু।  বিজেপি ও তাঁদের দলের মধ্যে বোঝাপড়া চলছে বলেও জানালেন তিনি।

karnataka elections বিজেপি-জেডি(এস) জোটের ইঙ্গিত দিলেন জেডি(এস) কর্মী চেন্নাবাসু। ছবি- বিষ্ণু ভার্মা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

9.57 AM- বেঙ্গালুরুতে কার্যত শুনশান কংগ্রেসের প্রধান কার্যালয়।

congress head office bengaluru বেঙ্গালুরুতে কংগ্রেসের প্রধান কার্যালয়। ছবি- মনোজ কুমার, ইন্ডিয়ান এক্সপ্রেস।

9.51 AM- আপনার মতে কর্নাটকে ভোটে কে জিতবে? জানান আমাদের...

9.44 AM- কর্নাটকে ভোটে এগিয়ে বিজেপি, ঊর্ধ্বমুখী সেনসেক্স।

9.42 AM- Get Karnataka Assembly Election 2018 results LIVE with analysis on this constituency-wise interactive mapKarnataka Assembly Elections 2018 Live Results

9.36 AM-সকাল সাড়ে ৯টায় কে কোথায় এগিয়ে ছিল...

karnataka elections কর্নাটকে ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি ও কংগ্রেস। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

9.21 AM- বদামি কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরামুলুর থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

9.12 AM-  প্রথম রাউন্ডের গণনায় কংগ্রেস প্রার্থীর থেকে ১৫৫২ ভোটে এগিয়ে জেডি(এস) নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

9.09 AM- ভাগ্যপরীক্ষায় পাশ করবেন কি? ভোটগণনার দিন মন্দিরে পুজো দিলেন ইয়েদুরাপ্পা।

9.03 AM- এই মুহূর্তে বিজেপি ও কংগ্রেস দুই দলই এগিয়ে ৭২টি আসনে। জেডি(এস) এগিয়ে ৩৩টি আসনে।

8.57 AM- কর্নাটকের ভোটের আপডেট কমিশনের ওয়েবসাইটে।

karnataka elections কর্নাটকের ভোটের আপডেট কমিশনের ওয়েবসাইটে।

8.53 AM- কর্নাটকে বিধানসভা ভোটে জোর টক্কর বিজেপি ও কংগ্রেসের মধ্যে।  সকাল সাড়ে ৮টার ট্রেন্ডিংয়ে কংগ্রেস এগিয়ে ৫৪টি আসনে, বিজেপি এগিয়ে ৪৭টিতে।

8.34 AM- ‘‘আমরাই সরকার গড়ব’’, বললেন সিদ্দারামাইয়ার পুত্র। তবে জেডি(এস)এর সঙ্গে জোট করে সরকার গড়া হবে কিনা , সে নিয়ে দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলেন জানালেন বরুণা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী।

8.30 AM- পোস্টাল ব্যালটের গণনায় প্রথম আধঘণ্টায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি ও কংগ্রেস।

8.15 AM- ভোটগণনা ঘিরে কর্নাটকে জোরদার করা হয়েছে নিরাপত্তা।  বেঙ্গালুরুতে মোতায়েন করা হয়েছে ১১ হাজার পুলিশ, এক কোম্পানি র‌্যাফ,  কমপক্ষে ২০ কোম্পানি  কর্নাটক স্টেট রিজার্ভ পুলিশ।  প্রায় ৫০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে রাজ্য জুড়ে।

8.13 AM-  প্রথমে পোস্টাল ব্যালটে ভোটগণনা চলছে, ২০টি আসনে এগিয়ে কংগ্রেস, ১০টি আসনে এগিয়ে বিজেপি, ৮টিতে এগিয়ে জেডি(এস)।

8.01 AM- কর্নাটকে বিধানসভা ভোটের গণনা শুরু।

7.53 AM- কর্নাটকে ভোটে নজর দুই হেভিওয়েট কেন্দ্রে। একদিকে চামুণ্ডেশ্বরী, অন্যদিকে শিকারিপুরা। প্রথম কেন্দ্রে জিতে ক্ষমতা বহাল রাখতে মরিয়া সিদ্দারামাইয়া। দ্বিতীয় কেন্দ্রে জিতে সরকার গঠনে মরিয়া ইয়েদুরাপ্পা।

7.34 AM- এগজিট পোলের মতে কর্নাটকে বেশি সংখ্যক আসন পেয়ে জয়ের হাসি হাসবে বিজেপি। আবার অনেকের দাবি কর্নাটকের মসনদ দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জেডি(এস)।

bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi amit shah karnataka elections BS Yedurappa Siddaramaiah
Advertisment