Karnataka Floor Test Updates: সব জল্পনা সত্যি প্রমাণ করে আস্থা ভোটের আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বি এস ইয়েদুরাপ্পা। দু’দিন আগেই দিনভর টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। তাঁর ইস্তফার ফলে কর্নাটকের রাজনীতির জল আবার ঘোলা হল। যদিও হিসেব মতো মুখ্যমন্ত্রী পদে এবার শপথ নেবেন জনতা দল (এস)-এর এইচ ডি কুমারস্বামী।
এর আগে কে জি বোপাইয়াকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস। আস্থা ভোটের প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। তবে এখন আর সেই আস্থা ভোটের কোনও সম্ভাবনা নেই।
Karnataka Chief Minister BS Yeddyurappa has resigned ahead of the floor test in Assembly at 4 pm today to prove majority. Follow LIVE UPDATES in English, Tamil and Malayalam
5.42 PM: ‘‘রাজ্যপাল ঘোড়া কেনাবেচার সুযোগ করে দিয়েছিলেন বিজেপিকে। কিন্তু কংগ্রেস-জেডি (এস)-কে ভাঙতে পারেনি বিজেপি। বাধ্য হয়েই ইস্তফা দিয়েছেন ইয়েদুরাপ্পা। রাজ্যপালের সিদ্ধান্ত গণতন্ত্রকে হত্যা করার শামিল ছিল’’, বললেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়।
5.07 PM: রাহুলকে নিশানা বিজেপি নেতা অনন্ত কুমারের।
What is he saying about PM Modi? This is the PM who has provided a scam less govt. If he puts such an allegation, the people will say he has lost his mind: Ananth Kumar, BJP on Rahul Gandhi's statement, 'PM is corruption.' #Karnataka pic.twitter.com/hYcCudC3EG
— ANI (@ANI) May 19, 2018
5.02 PM: দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইয়ের কথা মিথ্যে, উনি নিজেই দুর্নীতিগ্রস্ত: রাহুল গান্ধী
4.58 PM: বিরোধীরা একজোট হয়ে বিজেপিকে হারিয়েছে: রাহুল গান্ধী
I am proud that opposition stood together & defeated the BJP and we will continue to do so: Rahul Gandhi after BS Yeddyurappa's resignation as Karnataka CM pic.twitter.com/jo8qciyFoW
— ANI (@ANI) May 19, 2018
4.55 PM: কর্নাটক নিয়ে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী
Did you notice that after the entire exercise in Karnataka Vidhan Sabha, the BJP legislators & speaker chose to leave the house before the national anthem? It shows they can disrespect any institution if in power, both BJP & RSS have disrespected institutions: Rahul Gandhi pic.twitter.com/ZjUNzpFIeV
— ANI (@ANI) May 19, 2018
4.46 PM: কংগ্রেস ও জেডি (এস) বিধায়কদের অভিনন্দন: গুলাম নবি আজাদ
We would like to congratulate the MLAs of Congress, JD(S), independent as well as BSP who resisted all sorts of temptations & arm twisting by Central govt. They stood by the party principles & decision taken by the party leadership: Ghulam Nabi Azad, Congress pic.twitter.com/iy3YmAfIsG
— ANI (@ANI) May 19, 2018
4.44 PM: দেরাদুনে উৎসবে মাতলেন কংগ্রেস কর্মীরা।
Congress workers celebrate in #Dehradun after BJP's BS Yeddyurappa stepped down as Chief Minister of #Karnataka. pic.twitter.com/wAeCX5ZeHo
— ANI (@ANI) May 19, 2018
4.40 PM: গণতন্ত্রের জয়: সিদ্দারামাইয়া
ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ಪ್ರಜಾಪ್ರಭುತ್ವ ಗೆದ್ದಿದೆ. ಸಂವಿಧಾನ ವಿರೋಧಿ ಕ್ರಮಗಳಿಂದ ಅಧಿಕಾರ ಪಡೆಯಲು ಬಿಜೆಪಿ ಮಾಡಿದ ಸಂಚು ವಿಫಲಗೊಂಡಿದೆ.
— Siddaramaiah (@siddaramaiah) May 19, 2018
4.38 PM: ‘‘রাজ্যপালের আমন্ত্রণের জন্য অপেক্ষা করছি’’, বললেন এইচ ডি কুমারস্বামী।
We are waiting for invitation from the Governor's House: JD(S)'s HD Kumaraswamy on being asked when he will take oath as Chief Minister #Karnataka pic.twitter.com/Uol7BK46lg
— ANI (@ANI) May 19, 2018
4.35 PM: ইয়েদুরাপ্পার ইস্তফা প্রসঙ্গে ট্যুইট করলেন ডেরেক ও’ ব্রায়েন।
Yedurappa resigns... one small step for Karnataka, a giant step for India #KarnatakaFloorTest
— Derek O'Brien (@derekobrienmp) May 19, 2018
4.29 PM: গণতন্ত্রে যাঁরা বিশ্বাসী, তাঁরা সকলেই খুশি: চন্দ্রবাবু নাইডু
Right now news has come that BS Yeddyurappa has resigned as Karnataka's CM, are all of you happy? All those who believe in democracy are happy: Andhra Pradesh CM Chandrababu Naidu (File Pic) pic.twitter.com/JVFuGK7yJ1
— ANI (@ANI) May 19, 2018
4.24 PM: ইয়েদুরাপ্পার ইস্তফার পর কর্নাটকের বিধানসভার ছবি, সৌজন্যে এ এন আই।
Bengaluru: Congress' DK Shivkumar, JD(S)'s HD Kumaraswamy & other MLAs at Vidhana Soudha after resignation of BJP's BS Yeddyurappa as Chief Minister of Karnataka. pic.twitter.com/qdGu8zGXWK
— ANI (@ANI) May 19, 2018
4.23 PM: হিসেব মতো মুখ্যমন্ত্রী পদে এবার শপথ নেবেন জনতা দল (এস)-এর এইচ ডি কুমারস্বামী।
4.12 PM: দেবগৌড়া, কুমারস্বামী ও কংগ্রেস নেতৃত্বকে অভিনন্দন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Democracy wins. Congratulations Karnataka. Congratulations DeveGowda Ji, Kumaraswamy Ji, Congress and others. Victory of the 'regional' front
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2018
4.07 PM: আস্থা ভোটের আগে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা।
4.06 PM: ১০৪টি আসনের বদলে যদি ১১৩টি আসন পেতাম, তবে এ রাজ্যকে নন্দনকানন বানাতাম: ইয়েদুরাপ্পা
4.03 PM: ‘‘কংগ্রেস-জেডি(এস)-কে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা ১০৪টি আসন পেয়েছি’’, বললেন ইয়েদুরাপ্পা।
3.54 PM: আস্থা ভোটের আগে ভাষণ বি এস ইয়েদুরাপ্পার। ‘‘প্রধানমন্ত্রী ও অমিত শাহ আমায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছেন’’, বললেন ইয়েদুরাপ্পা।
3.44 PM: বিধায়ক হিসেবে শপথ নিলেন কংগ্রেসের আনন্দ সিং ও প্রতাপ গৌড়া পাটিল।
Congress MLAs Anand Singh and Pratap Gowda Patil, who were said to be missing, take oath as an MLA in Karnataka's Vidhana Soudha. #FloorTest to be held at 4 pm. pic.twitter.com/JCMmH4XqJk
— ANI (@ANI) May 19, 2018
3.39 PM: বিধানসভায় কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের পাশেই বসলেন দলের বিধায়ক আনন্দ সিং। আনন্দ নিখোঁজ ছিলেন বলে দাবি।
#WATCH Congress MLA Anand Singh who was said to be missing, sits with Congress's DK Shivakumar in the assembly. #floortest pic.twitter.com/0INIdju2fs
— ANI (@ANI) May 19, 2018
3.34 PM: কিছুক্ষণ পরেই শুরু আস্থা ভোট, সৌজন্যে এ এন আই।
#WATCH Live from inside Karnataka's Vidhana Soudha #FloorTest https://t.co/wIRD9ejeZB
— ANI (@ANI) May 19, 2018
3.29 PM: মোদিকে আক্রমণ সিদ্দারামাইয়ার।
PM @narendramodi never tires of lecturing the nation on corruption.
Does he have the moral courage to advice BJP Karnataka & BS Yeddyurappa to stop these attempts to bribe MLAs, and allow the formation of a stable coalition Government in the interest of Karnataka?
— Siddaramaiah (@siddaramaiah) May 19, 2018
3.27 PM: ‘‘অপেক্ষা করুন জানতে পারবেন’’, আস্থা ভোট নিয়ে বললেন বিজেপির শোভা করন্দলাজে।
#WATCH: The reaction of BJP's Shobha Karandlaje when asked about the #FloorTest, which will be conducted shortly, smiles and says, 'Wait and see. In politics every decision is wonderful & happy.' pic.twitter.com/8P8hgY6OqC
— ANI (@ANI) May 19, 2018
3.17 PM: বিধানসভায় কংগ্রেস নেতা প্রতাপগৌড়া পাটিলের ঢোকার মুহূর্ত, সৌজন্যে এ এন আই।
#WATCH: Dramatic visuals of the moment when Congress MLA Pratap Gowda Patil who was said to be missing, entered Vidhana Soudha. #KarnatakaFloorTest pic.twitter.com/XINBGZvped
— ANI (@ANI) May 19, 2018
3.12 PM: বিধানসভায় মধ্যাহ্নভোজ কংগ্রেস নেতাদের
Bengaluru: Congress MLA Pratap Gowda Patil having lunch at Vidhana Soudha, Congress's DK Suresh and Dinesh Gundu Rao present with him. pic.twitter.com/dZwx9zFhKa
— ANI (@ANI) May 19, 2018
3.05 PM: গোল্ডফিঞ্চ হোটেল থেকে বিধানসভার উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস বিধায়ক প্রতাপগৌড়া পাটিল।
Bengaluru: Congress MLA Pratap Gowda Patil seen leaving from Goldfinch Hotel for Vidhana Soudha #KarnatakaFloorTest pic.twitter.com/Tc9udBOHTo
— ANI (@ANI) May 19, 2018
2.57 PM: আস্থা ভোটের আগে আরও একবার হর্স ট্রেডিংয়ের অভিযোগ তুলে অডিও টেপ প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেস নেতা বি সি পাটিলকে মন্ত্রীত্বের টোপ দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়ক শ্রীরামুলুর বিরুদ্ধে। এ বিষয়ে প্রকাশিত এটি পঞ্চম অডিও টেপ।
2.46 PM: আস্থা ভোটের আগেই ইস্তফা দেবেন ইয়েদুরাপ্পা? ইয়েদুরাপ্পার ইস্তফা নিয়ে জল্পনায় মুখর কন্নড় সংবাদমাধ্যম।
2.42 PM: ‘‘আস্থা ভোটের আগেই উনি ইস্তফা দেবেন’’, ইয়েদুরাপ্পা প্রসঙ্গে বললেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার।
I am sure he will resign before the trust vote: DK Shivakumar, Congress on CM BS Yeddyurappa #KarnatakaFloorTest pic.twitter.com/DpvCVKtUCS
— ANI (@ANI) May 19, 2018
2.05 PM: কর্নাটকে বিধানসভা চত্বরে ১৪৪ ধারা জারি করা হল। আস্থা ভোট উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তা বিধানসভা চত্বরে।
2.03 PM: বেঙ্গালুরুর গোল্ডফিঞ্চ হোটেল থেকে বেরোলেন কংগ্রেস বিধায়ক আনন্দ সিং, ওই বিধায়ক নিখোঁজ ছিলেন বলে দাবি।
One of the 'missing' Congress MLAs Anand Singh seen leaving Bengaluru's Goldfinch hotel #KarnatakaFloorTest pic.twitter.com/qY77RCZfHC
— ANI (@ANI) May 19, 2018
1.36 PM: বেঙ্গালুরুর গোল্ডফিঞ্চ হোটেলের বাইরে কড়া নিরাপত্তা।
Security tightened outside Goldfinch Hotel in Bengaluru where reportedly the two 'missing' Congress MLAs are holed up #karnatakafloortest pic.twitter.com/sEJFPvwAlS
— ANI (@ANI) May 19, 2018
1.29 PM: বিধায়ক কেনাবেচার অভিযোগ কংগ্রেসের, সংবাদসংস্থা এ এন আই সূত্রে খবর।
He (BJP's BY Vijayendra) called the wife of a Congress MLA & asked her to request to her husband to vote for Yeddyurappa. He said, we'll give your husband a ministry or else we'll give Rs. 15 crore to your husband: VS Ugrappa, Congress. pic.twitter.com/CwzHTy3Ol7
— ANI (@ANI) May 19, 2018
1.09 PM: আস্থা ভোটের আগে কর্নাটকে বিধানসভায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিকেল চারটেয় আস্থা ভোট।
1.01 PM: আমাদের দুই বিধায়ক এখনও আসেননি, ওঁরাও আমাদের সমর্থন করবেন: বীরাপ্পা মইলি
BJP will be exposed to the whole world. They know very well that they are 104, still they are trying everything & anything to buy our MLAs. But, our MLAs are intact. Two of our MLAs are still not here, whenever they come they will surely support us: Veerapa Moily, Congress pic.twitter.com/T6SjtoWJm9
— ANI (@ANI) May 19, 2018
12.50 PM: কার্টুন - ই পি উন্নি, ইন্ডিয়ান এক্সপ্রেস
12.47 PM: বিকেল চারটেয় আস্থা ভোট।
12.22 PM: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন পি চিদম্বরম।
I salute the Supreme Court. Now, let the Congress and JDS MLAs stand by their respective party and uphold the Constitution.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 19, 2018
12.20 PM: সাংবাদিক বৈঠকে কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙভি
LIVE: Press briefing by @KapilSibal, @DrAMSinghvi. https://t.co/bzVla0bqSX
— Congress Live (@INCIndiaLive) May 19, 2018
12.18 PM: সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিঙভি, ছবি - তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।
12.12 PM: দিনের প্রথম জয়, সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া বিজেপির।
SC rejects Congress's petition seeking removal of KG Bopiah as pro tem speaker. Congress Party's desperate attempt to thwart the natural course of legislature proceedings is halted by the SC.
Our first victory for the day!
— BJP Karnataka (@BJP4Karnataka) May 19, 2018
12.06 PM: বেঙ্গালুরু বিধানসভায় জেডি (এস) বিধায়ক এইচ ডি কুমারস্বামী ও এইচ ডি রেভান্না।
JD(S) MLAs HD Kumaraswamy & HD Revanna inside Vidhana Soudha in #Bengaluru. pic.twitter.com/WBvD0PechF
— ANI (@ANI) May 19, 2018
11.51 AM: বেঙ্গালুরুতে বিধানসভায় কংগ্রেস বিধায়কদের পৌঁছোনোর মুহূর্ত, সৌজন্যে - এএনআই
Bengaluru: Congress MLAs arrived at Vidhana Soudha. #KarnatakaElection2018 pic.twitter.com/rqbKh2UR7q
— ANI (@ANI) May 19, 2018
11.48 AM: লোকসভা থেকে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা ও বি শ্রীরামুলু, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।
After winning assembly elections, B Sriramulu & BS Yeddyurappa have resigned from Lok Sabha, their resignations have been accepted by the Speaker. (file pics) #Karnataka pic.twitter.com/085VcK6jwv
— ANI (@ANI) May 19, 2018
11.46 AM: সুপ্রিম কোর্টে মুকুল রোহতগি, ছবি - তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।
11.38 AM: এখনও বিধানসভায় আসেননি দুই কংগ্রেস বিধায়ক আনন্দ সিং ও প্রতাপগৌড়া পাটিল।
11.35 AM: কংগ্রেসের সব আবেদন খারিজ করে দিয়েছেন আদালত: মুকুল রোহতগি
The SC heard the pleas of the Congress, all their pleas have been rejected. The desperate attempts of Congress to remove him from post has failed. I think they are scared & did not even want a floor test in the first place: Mukul Rohatgi #Karnataka pic.twitter.com/llWp9UOJhE
— ANI (@ANI) May 19, 2018
11.33 AM: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কংগ্রেস, কে জি বোপাইয়াই থাকছেন প্রোটেম স্পিকার, জানালেন আদালত।
Supreme Court rejects Congress-JD(S) plea challenging appointment of pro tem speaker KG Bopaiah, he will continue to be pro-tem speaker. #Karnataka pic.twitter.com/eMhgYgC0m9
— ANI (@ANI) May 19, 2018
11.31 AM: কংগ্রেস ও জেডি (এস)-এর জয় হবে, বললেন অভিষেক মনু সিঙভি
Most important objective was to establish transparency. Since the statement has come from ASG that live feed of proceedings would be given, we hope & trust there would be fairness. I have no doubt that the victory would be of Congress & JD(S): Abhishek Manu Singhvi #Karnataka pic.twitter.com/bIBCybpRxQ
— ANI (@ANI) May 19, 2018
11.28 AM: বিধায়ক হিসেবে শপথ নিলেন ইয়েদুরাপ্পা ও সিদ্দারামাইয়া।
CM BS Yeddyurappa & Siddaramaiah take oath as MLAs at Vidhana Soudha. #Karnataka pic.twitter.com/WpqdEuT5OW
— ANI (@ANI) May 19, 2018
11.17 AM: আস্থা ভোটের প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শীর্ষ আদালত।