Advertisment

Karnataka Assembly: আস্থা ভোটের আগে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা

Karnataka Assembly: আস্থা ভোটের আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বি এস ইয়েদুরাপ্পা। মুখ্যমন্ত্রী হচ্ছেন কুমারস্বামী।

author-image
Souradip Samanta
New Update
Karnataka Assembly Floor Test Live:

Karnataka Assembly: আস্থা ভোটের আগে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

Karnataka Floor Test Updates:  সব জল্পনা সত্যি প্রমাণ করে আস্থা ভোটের আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বি এস ইয়েদুরাপ্পা। দু’দিন আগেই দিনভর টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। তাঁর ইস্তফার ফলে কর্নাটকের রাজনীতির জল আবার ঘোলা হল। যদিও হিসেব মতো মুখ্যমন্ত্রী পদে এবার শপথ নেবেন জনতা দল (এস)-এর  এইচ ডি কুমারস্বামী।

Advertisment

এর আগে কে জি বোপাইয়াকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস। আস্থা ভোটের প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। তবে এখন আর সেই আস্থা ভোটের কোনও সম্ভাবনা নেই।

Karnataka Chief Minister BS Yeddyurappa has resigned ahead of the floor test in Assembly at 4 pm today to prove majority. Follow LIVE UPDATES in English, Tamil and Malayalam

5.42 PM: ‘‘রাজ্যপাল ঘোড়া কেনাবেচার সুযোগ করে দিয়েছিলেন বিজেপিকে। কিন্তু কংগ্রেস-জেডি (এস)-কে ভাঙতে পারেনি বিজেপি। বাধ্য হয়েই ইস্তফা দিয়েছেন ইয়েদুরাপ্পা। রাজ্যপালের সিদ্ধান্ত গণতন্ত্রকে হত্যা করার শামিল ছিল’’, বললেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়।

5.07 PM: রাহুলকে নিশানা বিজেপি নেতা অনন্ত কুমারের।

5.02 PM: দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইয়ের কথা মিথ্যে, উনি নিজেই দুর্নীতিগ্রস্ত: রাহুল গান্ধী

4.58 PM: বিরোধীরা একজোট হয়ে বিজেপিকে হারিয়েছে: রাহুল গান্ধী

4.55 PM: কর্নাটক নিয়ে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী

4.46 PM: কংগ্রেস ও জেডি (এস) বিধায়কদের অভিনন্দন: গুলাম নবি আজাদ

4.44 PM: দেরাদুনে উৎসবে মাতলেন কংগ্রেস কর্মীরা।

4.40 PM: গণতন্ত্রের জয়: সিদ্দারামাইয়া

4.38 PM: ‘‘রাজ্যপালের আমন্ত্রণের জন্য অপেক্ষা করছি’’, বললেন এইচ ডি কুমারস্বামী।

4.35 PM: ইয়েদুরাপ্পার ইস্তফা প্রসঙ্গে ট্যুইট করলেন ডেরেক ও’ ব্রায়েন।

4.29 PM: গণতন্ত্রে যাঁরা বিশ্বাসী, তাঁরা সকলেই খুশি: চন্দ্রবাবু নাইডু

4.24 PM: ইয়েদুরাপ্পার ইস্তফার পর কর্নাটকের বিধানসভার ছবি, সৌজন্যে এ এন আই।

4.23 PM: হিসেব মতো মুখ্যমন্ত্রী পদে এবার শপথ নেবেন জনতা দল (এস)-এর  এইচ ডি কুমারস্বামী।

4.12 PM: দেবগৌড়া, কুমারস্বামী ও কংগ্রেস নেতৃত্বকে অভিনন্দন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

4.07 PM: আস্থা ভোটের আগে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা।

4.06 PM: ১০৪টি আসনের বদলে যদি ১১৩টি আসন পেতাম, তবে এ রাজ্যকে নন্দনকানন বানাতাম: ইয়েদুরাপ্পা

4.03 PM: ‘‘কংগ্রেস-জেডি(এস)-কে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা ১০৪টি আসন পেয়েছি’’, বললেন ইয়েদুরাপ্পা।

3.54 PM: আস্থা ভোটের আগে ভাষণ বি এস ইয়েদুরাপ্পার। ‘‘প্রধানমন্ত্রী ও অমিত শাহ আমায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছেন’’, বললেন ইয়েদুরাপ্পা।

3.44 PM: বিধায়ক হিসেবে শপথ নিলেন কংগ্রেসের আনন্দ সিং ও প্রতাপ গৌড়া পাটিল।

3.39 PM: বিধানসভায় কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের পাশেই বসলেন দলের বিধায়ক আনন্দ সিং। আনন্দ নিখোঁজ ছিলেন বলে দাবি।

3.34 PM: কিছুক্ষণ পরেই শুরু আস্থা ভোট, সৌজন্যে এ এন আই।

3.29 PM: মোদিকে আক্রমণ সিদ্দারামাইয়ার।

3.27 PM: ‘‘অপেক্ষা করুন জানতে পারবেন’’, আস্থা ভোট নিয়ে বললেন বিজেপির শোভা করন্দলাজে।

3.17 PM: বিধানসভায় কংগ্রেস নেতা প্রতাপগৌড়া পাটিলের ঢোকার মুহূর্ত, সৌজন্যে এ এন আই।

3.12 PM: বিধানসভায় মধ্যাহ্নভোজ কংগ্রেস নেতাদের

3.05 PM: গোল্ডফিঞ্চ হোটেল থেকে বিধানসভার উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস বিধায়ক প্রতাপগৌড়া পাটিল।

2.57 PM: আস্থা ভোটের আগে আরও একবার হর্স ট্রেডিংয়ের অভিযোগ তুলে অডিও টেপ প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেস নেতা বি সি পাটিলকে মন্ত্রীত্বের টোপ দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়ক শ্রীরামুলুর বিরুদ্ধে। এ বিষয়ে প্রকাশিত এটি পঞ্চম অডিও টেপ।

2.46 PM: আস্থা ভোটের আগেই ইস্তফা দেবেন ইয়েদুরাপ্পা? ইয়েদুরাপ্পার ইস্তফা নিয়ে জল্পনায় মুখর কন্নড় সংবাদমাধ্যম।

2.42 PM: ‘‘আস্থা ভোটের আগেই উনি ইস্তফা দেবেন’’, ইয়েদুরাপ্পা প্রসঙ্গে বললেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার।

2.05 PM: কর্নাটকে বিধানসভা চত্বরে ১৪৪ ধারা জারি করা হল। আস্থা ভোট উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তা বিধানসভা চত্বরে।

2.03 PM: বেঙ্গালুরুর গোল্ডফিঞ্চ হোটেল থেকে বেরোলেন কংগ্রেস বিধায়ক আনন্দ সিং, ওই বিধায়ক নিখোঁজ ছিলেন বলে দাবি।

1.36 PM: বেঙ্গালুরুর গোল্ডফিঞ্চ হোটেলের বাইরে কড়া নিরাপত্তা।

1.29 PM: বিধায়ক কেনাবেচার অভিযোগ কংগ্রেসের, সংবাদসংস্থা এ এন আই সূত্রে খবর।



1.09 PM: আস্থা ভোটের আগে কর্নাটকে বিধানসভায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিকেল চারটেয় আস্থা ভোট।



1.01 PM: আমাদের দুই বিধায়ক এখনও আসেননি, ওঁরাও আমাদের সমর্থন করবেন: বীরাপ্পা মইলি

12.50 PM: কার্টুন - ই পি উন্নি, ইন্ডিয়ান এক্সপ্রেস

Karnataka Floor Test Live:

12.47 PM: বিকেল চারটেয় আস্থা ভোট।

Karnataka Floor Test Live:

12.22 PM: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন পি চিদম্বরম।

12.20 PM: সাংবাদিক বৈঠকে কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙভি

12.18 PM: সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিঙভি, ছবি - তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Karnataka Floor Test Live:

12.12 PM: দিনের প্রথম জয়, সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া বিজেপির।

12.06 PM: বেঙ্গালুরু বিধানসভায় জেডি (এস) বিধায়ক এইচ ডি কুমারস্বামী ও এইচ ডি রেভান্না।

11.51 AM: বেঙ্গালুরুতে বিধানসভায় কংগ্রেস বিধায়কদের পৌঁছোনোর মুহূর্ত, সৌজন্যে - এএনআই

11.48 AM: লোকসভা থেকে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা ও বি শ্রীরামুলু, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।

11.46 AM: সুপ্রিম কোর্টে মুকুল রোহতগি, ছবি - তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Karnataka Floor Test Live:

11.38 AM: এখনও বিধানসভায় আসেননি দুই কংগ্রেস বিধায়ক আনন্দ সিং ও প্রতাপগৌড়া পাটিল।

11.35 AM: কংগ্রেসের সব আবেদন খারিজ করে দিয়েছেন আদালত: মুকুল রোহতগি

11.33 AM: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কংগ্রেস, কে জি বোপাইয়াই থাকছেন প্রোটেম স্পিকার, জানালেন আদালত।

11.31 AM: কংগ্রেস ও জেডি (এস)-এর জয় হবে, বললেন অভিষেক মনু সিঙভি

11.28 AM: বিধায়ক হিসেবে শপথ নিলেন ইয়েদুরাপ্পা ও সিদ্দারামাইয়া।

11.17 AM: আস্থা ভোটের প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শীর্ষ আদালত।

BS Yedurappa CONGRESS karnataka elections JD(S) bjp
Advertisment