Advertisment

'মাদ্রাসা বন্ধ করুন', কর্নাটকের মুখ্যমন্ত্রীকে আবেদন বিজেপি বিধায়কের

মোদী-শাহের কর্নাটক সফরের কয়েকদিন আগে বিজেপি বিধায়কের এই আবেদন নয়া বিতর্কের জন্ম দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Karnataka BJP MLA urges CM Bommai to ban madrasas, he says they propagate ‘anti-national lessons’

মাদ্রাসা বন্ধের আবেদন বিজেপি বিধায়কের।

হিজাব বিতর্কের পর আবারও শিরোনামে দক্ষিণের রাজ্য কর্নাটক। এবার কর্নাটকের মুখ্যমন্ত্রীকে মাদ্রাসা বন্ধের আবেদন তাঁরই রাজনৈতিক সচিব তথা বিজেপি বিধায়ক এমপি রেণুকাচার্যের। আগামী ৫ এপ্রিল একগুচ্ছ কর্মসূচি নিয়ে কর্নাটকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারও আগে ১ এপ্রিল কর্নাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির শীর্ষ দুই নেতার সফরের কয়েকদিন আগে খোদ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিবের মাদ্রাসা বন্ধের এই আবেদন স্বাভাবিকভাবেই নয়া বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisment

হিজাব ইস্যুতে উত্তাল হয় কর্নাটক। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণ করা নিয়ে রাজ্যের একটি বড় অংশে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পড়ুয়ারা রাস্তায় নেমে প্রতিবাদ-আন্দোলন শুরু করে দেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্কুল, কলেজ বন্ধ করে দিতে হয় কর্নাটক সরকারকে।

বিষয়টির জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও শেষমেশ বিতর্কের ফয়সালা হয় কর্নাটক হাইকোর্টেই। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ার উপরে নিষেধাজ্ঞা বহাল রাখে উচ্চ আদালত। 'হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়', রায়ে একথা জানিয়ে আপাতত সেই বিতর্কে দাঁড়ি টেনেছে উচ্চ আদালত।

আরও পড়ুন- প্রচারে মুখর ছিলেন মোদী, কিন্তু যোগী মন্ত্রিসভাতেই প্রকট পরিবারবাদ

এবার বিজেপি বিধায়কের আবেদনে নয়া বিতর্ক কর্নাটকে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবারজ বোম্মাইয়ের রাজনৈতিক সচিব তথা বিজেপি বিধায়ক এমপি রেণুকাচার্য। তিনিই এবার গোটা রাজ্যে মাদ্রাসা বন্ধের আবেদন জানিয়েছেন। মাদ্রাসাগুলি থেকে 'দেশবিরোধী' পাঠ দেওয়া হয় বলে অভিযোগ এই বিজেপি নেতার।

তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মাদ্রাসা নিষিদ্ধ করার জন্য অনুরোধ করছি। আমাদের কি অন্য স্কুল নেই যেখানে হিন্দু ও খ্রিস্টান শিক্ষার্থীরা পড়াশোনা করে? মাদ্রাসা থেকে দেশবিরোধী শিক্ষা দেওয়া হয়। তাঁদের নিষিদ্ধ করা উচিত অথবা অন্য স্কুলে যে সিলেবাস পড়ানো হয় সেটাই তাঁদের শেখানো উচিত।''

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ এপ্রিল একাধিক কর্মসূচি নিয়ে কর্নাটকে যাচ্ছেন। তারও আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ১ এপ্রিল রাজ্যে যাচ্ছেন। ঠিক তার আগে বিজেপি বিধায়কের মাদ্রাসা বন্ধের এই আবেদন নয়া বিতর্কের জন্ম দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Read story in English

karnataka Basavaraj Bommai
Advertisment