Advertisment

'টিপু সুলতান’কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, মোদীকেই নিশানা আসাদউদ্দিন ওয়াইসির

মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, এআইএমআইএম প্রধান উত্তরপ্রদেশ সরকারকেও নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
বাংলা লাইভ নিউজ,Bangla Khabar,Bangla News Live,Breaking Bangla News,Bangali news,বাংলায় সর্বশেষ খবর,লেটেস্ট খবর,News in Bengali,Bengali News Today,বাংলা নিউজ,Bengali News,Bangla Khabor,News in Bangla,24 Ghanta Bangla News,Bangla News"

‘টিপু সুলতান’কে কর্ণাটক ভারতীয় জনতা পার্টির সভাপতি নলিন কুমার কাতিলের বিতর্কিত মন্তব্যের পর প্রথম প্রতিক্রিয়ায় বিজেপি সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে তুলোধোনা করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। আসাদউদ্দিন ওয়াইসি বিজেপি সভাপতির বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন।

Advertisment

আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘আমি টিপু সুলতানের নাম নিচ্ছি, দেখি আপনি কী করেন’। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী কী এই বক্তব্যের সঙ্গে একমত? পাশাপাশি তিনি আরও বলেন, 'কর্ণাটকের বিজেপি সরকার কী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না'? আসাদুদ্দিন ওয়াইসি গতকালের এই মন্তব্যকে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন।  

মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, এআইএমআইএম প্রধান উত্তরপ্রদেশ সরকারকেও নিশানা করেছেন। আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, যারা ইউপিতে বুলডোজারের রাজনীতি করছে, তারা সংবিধান নয়, বুলডোজার দিয়ে সরকার চালাতে চায়। এসব করে রাজনৈতিকভাবে কিছু লাভ হবে না। মানুষ এর জবাব দেবে।

গতকালই টিপু সুলতানের অনুগামীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কর্ণাটকের বিজেপি সভাপতি তথা সাংসদ নলীন কুমার কাতিলে। আর তার এই বক্তব্য’র পরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্কের জবাবে মোদীর মতামত এবং নলীনকুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি তোলেন আসাদউদ্দিন ওয়াইসি।

modi Asaduddin Owaisi
Advertisment