Advertisment

কর্ণাটকে মন্ত্রিসভা সম্প্রসারণ, আজ মন্ত্রী হিসেবে শপথ ২৪ বিধায়কের

শনিবার বিকেলে কর্ণাটকে মন্ত্রিসভার শপথ গ্রহন অনুষ্ঠান

author-image
IE Bangla Web Desk
New Update
karnataka, karnataka cabinet, siddaramaiah, dk shivakumar, mb patil, yediyurappa, ut khader, indian express

কর্ণাটকে মন্ত্রিসভা সম্প্রসারণ, আজ মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ জন বিধায়ক

কর্ণাটকে মন্ত্রিসভা সম্প্রসারণ, আজ মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ বিধায়ক! কর্ণাটকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ জন বিধায়ক। কর্ণাটকে সরকার গঠনের এক সপ্তাহ পরে, কংগ্রেস শুক্রবার ২৪ জন বিধায়কের একটি তালিকা প্রকাশ করেছে যারা আজ (শনিবার) মন্ত্রী হিসাবে শপথ নেবেন। কংগ্রেস নেতারা জানিয়েছেন শনিবার বিকেলে কর্ণাটকে মন্ত্রিসভার শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হবে।

Advertisment

আজই কর্ণাটকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ জন বিধায়ক। দলীয় সূত্রে ইঙ্গিত কর্ণাটক সরকারে মন্ত্রী পরিষদে ৩৪ জন মন্ত্রী থাকতে পারেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সহ দশজন মন্ত্রী ২০ মে শপথ নিয়েছেন, এবং শনিবার অন্যান্য ২৪ জন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। কংগ্রেস সূত্রে খবর, প্রবীণ বিধায়ক এইচ কে পাতিল, কৃষ্ণা বাইরেগৌড়া, এন চেলুভারায়স্বামী, কে ভেঙ্কটেশ, ডাঃ এইচসি মহাদেবপ্পা, রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি ঈশ্বর খান্দ্রে এবং প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি দিনেশ গুন্ডু রাও সহ ২৪ বিধায়কদের একটি দল আজ শনিবার বিকেলে মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন।

কে. এন. রাজন্না, শরণবাসাপ্পা দর্শনপুর, শিবানন্দ পাতিল, রামাপ্পা বালাপ্পা তিম্মাপুর, এসএস মল্লিকার্জুন, শিবরাজ সাঙ্গাপ্পা তাংদাগি, ডক্টর শরণ প্রকাশ রুদ্রপ্পা পাতিল, মানকাল বৈদ্য, লক্ষ্মী হেব্বালকর, রহিম খান, ডি সুধাকর, সন্তোষ লাড, এনএস সুধাকর, এনএস বোসরাজু, মাধবপুর। প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বাঙ্গারপ্পার ছেলে ডক্টর এমসি সুধাকর এবং বি নগেন্দ্রও আজ শপথ নেবেন।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী হেব্বালকর, মধু বাঙ্গারপ্পা, ডি সুধাকর, চেলুভারায়স্বামী, মানকুল বৈদ্য এবং এমসি সুধাকর শিবকুমারের ঘনিষ্ঠ। সিদ্দারামাইয়া এবং শিবকুমার গত তিন দিন দিল্লিতে জাতীয় মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কয়েক দফা আলোচনা সারেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং রণদীপ সুরজেওয়ালা সহ শীর্ষ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিদ্দারামাইয়া এবং শিবকুমারের দফায় দফায় আলোচনার পরে মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছেন, তালিকা এমন ভাবে করা হয়েছে যাতে দক্ষিণের এই রাজ্যে বর্ণ ও আঞ্চলিক সমীকরণের ভারসাম্য বজায় থাকে। এদিকে, নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে বেঙ্গালুরুতে রওনা হয়েছেন কংগ্রেসের বেশ কয়েকজন নেতা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং ঝাড়খণ্ডের প্রতিপক্ষ হেমন্ত সোরেনও শনিবারের অনুষ্ঠানে যোগ দেবেন৷

CONGRESS karnataka
Advertisment