অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাঁকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের পুত্র তথা কর্ণাটকের বিধায়ক প্রিয়ঙ্ক খাড়গে। তিনি জানিয়েছেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ওই মন্ত্রকের নাম পরিবর্তন করে 'ক্লিনচিট মন্ত্রক' রাখা উচিত।
কর্ণাটকের চিত্তপুর কেন্দ্রের বিধায়ক প্রিয়ঙ্ক টুইটারে লিখেছেন, "এখন আমরা একজন নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়েছি। আমার মতে, এখনই স্বরাষ্ট্রমন্ত্রকের নাম বদলে ক্লিন-চিট দেওয়ার দফতর করে দেওয়া প্রয়োজন।"
প্রসঙ্গত, ৫৪ বছর বয়সী অমিত শাহ এবারই প্রথম সাংসদ হিসাবে লোকসভায় পা রেখেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও আদালত অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে ক্লিনচিট দিয়েছে। ২০১৪ সালের মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রক ছিল রাজনাথ সিং-এর হাতে। এবার সেই দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। রাজনাথ পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব।
বস্তুত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় এবং বিজেপি-র সর্বভারতীয় নেতৃত্বের তালিকায় এখন 'সেকেন্ড ম্যান' অমিত শাহই। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। লোকসভার ৫৪২টি আসনের মধ্যে ৩০৩টি দখল করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, এই বিপুল জয়ের কৃতিত্বের অনেকাংশের ভাগীদার অমিত শাহ।