ঘুষ কেলেঙ্কারির পরে বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবি, গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিজেপি বিধায়কের বাড়িতে ‘যকের ধন’, উদ্ধার কোটি কোটি টাকা! তারই প্রতিবাদে কংগ্রেস শনিবার (৪ মার্চ) বেঙ্গালুরুতে বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবিতে দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
কংগ্রেস নেতা ও কর্মীরা দলের বেঙ্গালুরু জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিধায়ক গ্রে বিধায়ক মাদ্দাল ভিরুপক্ষপ্পাকে গ্রেফতারের দাবি একই সঙ্গে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে কংগ্রেস। এই সময়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ বহু কংগ্রেস নেতাকে পুলিশ আটক করে।
বেঙ্গালুরুতে কর্ণাটক সরকারের বিরুদ্ধে দলের প্রতিবাদে কংগ্রেস বিধায়ক রামালিঙ্গা রেড্ডি বলেছেন, "রাজ্যে কেলেঙ্কারি ও দুর্নীতি চলছে। গতকালের ঘটনা তারই প্রমাণ। আমরা মুখ্যমন্ত্রী বোমাইয়ের পদত্যাগ দাবি করছি।”
বিরোধী দলের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, “মুখ্যমন্ত্রী মিথ্যা বলছিলেন যে তাঁর সরকার দুর্নীতিমুক্ত। তাহলে এসব কি হচ্ছে? আমরা কখনই দুর্নীতিকে সমর্থন করিনি। আজও করব না। অবিলম্বে বিজেপি বিধায়ককে গ্রেফাতারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানাচ্ছি”।