‘যতবার কংগ্রেস আমাকে গালি দিয়েছে, মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে', কর্ণাটকের নির্বাচনী সমাবেশ থেকে প্রধানমন্ত্রী মোদীর আক্রমণ। সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্যজয়ে মরিয়া বিজেপি। আজ কর্ণাটকের বিদারে মোদী এক নির্বাচনী প্রচারে বিরোধী দল কংগ্রেসকে একহাত নিয়েছেন। নির্বাচনী মঞ্চ থেকেই উন্নয়নের বার্তা দিয়ে কংগ্রেসকে এদিন নিশানা করেন মোদী। তিনি এদিন বলেন, 'গালি দেওয়া কংগ্রেসের ইতিহাস, আমাকে দেওয়া গালির যোগ্য জবাব দেবে রাজ্যের সাধারণ মানুষ’।
কর্ণাটকের বিদারে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘যারাই দেশের জন্য কাজ করেন তাদের গালি দেওয়ার ইতিহাস রয়েছে কংগ্রেসের। কংগ্রেস আমাকেও গালি দিয়েছে। কর্ণাটকের জনগণ ভোটের মাধ্যমে কংগ্রেসকে যোগ্য জবাব দেবে’।
মোদী বলেন, 'কংগ্রেসের লোকেরা আমাকে ৯১ বার গালি দিয়েছে। কংগ্রেস যদি তার কর্মীদের মনোবল বাড়াতে এত পরিশ্রম করত, তাহলে কংগ্রেস দলটার উন্নতি হত। কংগ্রেসের লোকদের এটা মনে রাখা উচিত ‘আপনি যখনই আমাকে বদনাম করছেন, জনসাধারণ আপনাদের এমনভাবে শাস্তি দিয়েছে যাতে আপনারা ঘুরে দাঁড়ানোর শক্তিটুকু পান নি’। এবারও ভোটও কংগ্রেসের গালির জবাব দেবে কর্ণাটকের মানুষ’।
কর্ণাটককে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করতে নির্বাচন- মোদী
এর আগে বক্তব্য শুরু করতে গিয়ে তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আমি এবারের বিধানসভা নির্বাচনী প্রচার বিদর থেকে শুরু করছি। আমি প্রধানমন্ত্রী পদের প্রার্থী হয়েও বিদারের আশীর্বাদ পেয়েছি। আজ এত মানুষের আর্শীবাদ গোটা দেশকে বার্তা গেল ‘আসছে বার ফের একবার বিজেপি সরকার’। এই নির্বাচন কর্ণাটককে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করার নির্বাচন।
বিজেপি সাধারণ মানুষের স্বপ্ন পূরণের কাজ হাতে নিয়েছে - মোদি
তিনি এদিন আরও বলেন, “আপনারা সবাই এমন একটি কর্ণাটক চান যেখানে হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েগুলি প্রসারিত হতে থাকে, যেখানে মেট্রো সুবিধা আরও বেশি জেলায় বিস্তৃত হয়, যেখানে 'বন্দে ভারত'-এর মতো আধুনিক ট্রেনগুলি আরও বেশি সংখ্যায় চলে, যেখানে প্রতিটি খামারে সেচের জন্য আধুনিক সুবিধা থাকবে... গত পাঁচ বছরে কর্ণাটকে সাধারণ মানুষ যে উন্নয়নের গতি দেখেছে তা তারা থামতে চায় না এবং বিজেপি আপনার স্বপ্ন পূরণের কাজ হাতে নিয়েছে”।
বিদারে প্রায় ৩০ হাজার বাড়ি তৈরি করেছে বিজেপি- মোদী
যতদিন কর্ণাটকে কংগ্রেস সরকার ছিল, ততদিন দরিদ্রদের জন্য বাড়ি তৈরির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছিল। ডাবল ইঞ্জিন সরকার গঠনের পরে, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কর্ণাটকের দরিদ্ররা প্রায় ৯ লক্ষ মূল্যের পাকা বাড়ি পাবে। বিজেপি বিদারে প্রায় ৩০হাজার বাড়ি তৈরি করেছে, অর্থাৎ আমরা বিদারের ৩০হাজার বোনকে 'লখপতি দিদি' বানিয়েছি।