২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার ভোটপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১০ই মে, ফলাফল ঘোষণা করা হবে ১৩ই মে। সকাল সাড়ে এগারোটায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কর্ণাটক বিধানসভার ২২৪ টি আসনের জন্য মোট ৫৮,২৮২ টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে, ঘোষণা নির্বাচন কমিশনের। ৫.২ কোটি ভোটার রাজ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
৮০ বছরের উর্ধ্বে ভোটাধিকার প্রয়োগ করবেন এমন ভোটার রয়েছেন ১২.১৫ লক্ষ। প্রথমবারের মতো, ৮০ বছরের বেশি বয়সী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা (PwD) তাদের বাড়ি থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। এবারের নির্বাচনে নির্বাচনে প্রথম বারের মত ভোট দেবেন ৯.১৭ লক্ষের বেশি ভোটার।
তৃতীয় লিঙ্গের ভোটদানের ওপর বিশেষ ফোকাস করতে চলেছে কমিশন। ৪৬৯৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রাজ্যজুড়ে তাদের ভোটাধিকারি প্রয়োগ করবেন। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের জেরে আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আসন্ন কর্নাটক নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, 'এই নির্বাচন বিজেপির সঙ্গে সম্মানের লড়াই'।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, “দল ও সরকার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি চলছে। আমরা শুধু নির্বাচন কমিশনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছি। আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরব”।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৮০টি আসন, জেডিএস ৩৭টি এবং বিজেপি ১০৪টি আসন জিতেছিল। কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিজেপি সরকার ৪০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে গত নির্বাচনে। আজ প্রত্যেক বিধায়কের নগদের পরিমাণ ৮ থেকে ১০ কোটি টাকা। বিরোধী নেতাদের ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে তাদের কন্ঠ দমন করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে। কর্ণাটকের ২২৪ টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
কর্ণাটকে এবার সবকটি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসপি। গত বিএসপি ছাড়াও, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও কর্ণাটক নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএসপি এবং আম আদমি পার্টির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এর একটি বড় কারণ হল আম আদমি পার্টি সম্প্রতি অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জিতে একটি জাতীয় দলের মর্যাদা অর্জন করেছে। এই পরিস্থিতিতে, কর্ণাটকে বিজেপি এবং কংগ্রেসের ভোটব্যাঙ্কে ধাক্কা দিতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।কর্ণাটকে মোট ২২৪ টি বিধানসভা আসন রয়েছে এবং এই মুহূর্তে রাজ্যে বিজেপি সরকার রয়েছে। এই নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফেরার চেষ্টা করলেও কংগ্রেস নির্বাচনে সর্বশক্তি দিয়ে সরকার গঠনের চেষ্টা করবে।