Advertisment

অভিন্ন দেওয়ানি বিধি থেকে NRC! কর্ণাটকে নির্বাচনী ইস্তেহারে বিজেপির বড় চমক

‘অভিন্ন দেওয়ানি’ থেকে এনআরসি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
uniform civil code karnataka, karnataka elections live, karnataka elections live updates, karnataka elections live news, karnataka polls 2023, bjp manifesto, jp nadda karnataka, amit shah karnataka, rahul gandhi karnataka congress, bjp karnataka, karnataka congress, karnataka news, indian express

সামনেই কর্ণাটক নির্বাচন। আর আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে বিজেপি। কর্ণাটক নির্বাচনে জয়ের মাধ্যমে ২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও আত্মবিশ্বাস উভয়ই চাঙ্গা করতে মরিয়া পদ্মশিবির। বিজেপি কর্ণাটকে তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে, নির্বাচনী প্রতিশ্রুতিতে ‘অভিন্ন দেওয়ানি’ থেকে দরিদ্র পরিবারের জন্য আধ লিটার নন্দিনী মিল্ক একগুচ্ছ চমক সামনে আনা হয়েছে।  

Advertisment

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আর বাকী মাত্র ৯ দিন। আর সেকথা মাথায় রেখেই আজ সোমবার রাজ্যে নির্বাচনের আগে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই এবং প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। এর নাম দেওয়া হয়েছে 'প্রজা ধ্বনি'। আসুন জেনে নেওয়া যাক রাজ্যের মানুষের জন্য বিজেপি তার নির্বাচনী ইস্তেহারে কী কী চমক রেখেছে।

ইস্তেহারে উল্লেখযোগ্যভাবে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকরা করা এবং উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি। এছাড়াও কর্নাটকবাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে বিজেপির এই ‘প্রজা প্রণালিকা’-তে।

বিজেপি তার ইস্তেহারে কর্ণাটকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে বিপিএল কার্ডধারীদের বিনামূল্যে তিনটি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি ওয়ার্ডে একটি 'অটল আহার কেন্দ্র' স্থাপন এবং 'পোষণ প্রকল্প'-এর অধীনে প্রতিটি বিপিএল কার্ডধারী পরিবারকে আধ লিটার করে নন্দিনী মিল্ক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছ এই ইস্তেহারে।

এর পাশাপাশি রাজ্যে গরিবদের ১০ লক্ষ পাকা বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার তহবিল প্রকল্পের অধীনে, সংখ্যালঘু মহিলাদের পাঁচ বছরের জন্য ১০ হাজার টাকার এফডি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কর্নাটকের সিনিয়র সিটিজ়েনদের বিনামূল্যে বার্ষিক হেলথ চেক-আপের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই ইস্তেহারে। ‘বিশ্বেশ্বরায় বিদ্যা যোজনার’আওতায় সরকারি স্কুলগুলির সামগ্রিক উন্নয়নে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলির সঙ্গে অংশীদারিত্বের কথা আজকের ইস্তেহারে বলা হয়েছে। চার্জিং স্টেশন স্থাপন সেই সঙ্গে ইলেকট্রিক ভেহিকেলসের হাবে রাজ্যকে পরিণত করা। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও গণপরিবহনের সুবিধা পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে।

বিজেপির বড় প্রতিশ্রুতি

- প্রতি বছর উগাদি, গণেশ চতুর্থী এবং দীপাবলিতে বিপিএল পরিবারকে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি।

-অটল আচার কেন্দ্র পৌর কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে সাশ্রয়ী মূল্যের, মানসম্পন্ন এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহ করবে

- পুষ্টি প্রকল্পের অধীনে, বিপিএল পরিবারকে প্রতিদিন আধ লিটার নন্দিনী মিল্ক এবং প্রতি মাসে পাঁচ কেজি শ্রী আন্না শ্রী ধান্য রেশন কিট সরবরাহ।

- ইউনিফর্ম সিভিল কোড (ইউনিফর্ম সিভিল কোড) বাস্তবায়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটির গঠন

-অসহায় মানুষের জন্য এক কোটি ঘর

- SC/ST পরিবারের মহিলাদের জন্য পাঁচ বছরের জন্য ১০ হাজার টাকার FD

- সরকারি স্কুলগুলোকে বিশ্বমানের স্কুলে পরিণত করা

-প্রবীণ নাগরিকদের জন্য প্রতি বছর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

- কল্যাণ সার্কিট, বানভাসি সার্কিট, পরশুরাম সার্কিট, কাবেরী সার্কিট, গঙ্গাপুরা সার্কিটের জন্য ২৫০০ কোটির বরাদ্দ

-পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণে শূন্য সুদ

- দরিদ্রদের জন্য ১০ কেজি শস্য

-কৃষকদের বীজের জন্য ১০হাজার টাকা

bjp karnataka
Advertisment