Advertisment

Karnataka Exit Poll 2023: হাত-পদ্মের হাড্ডাহাড্ডি লড়াই হলেও এগিয়ে কংগ্রেস, গণেশ ওলটাবে বিজেপির?

Karnataka Exit Poll 2023: বেশিরভাগ সমীক্ষায় কিং মেকার ধরা হচ্ছে দেবেগৌড়ার জেডি(এস)-কে।

author-image
IE Bangla Web Desk
New Update
Karnataka Exit Poll 3

ভোট মিটতেই কর্ণাটক বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের ফল প্রকাশ হওয়া শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কংগ্রেস এবং বিজেপির মধ্যে কড়া টক্কর হতে চলেছে এই বিধানসভা নির্বাচনে। যার জেরে বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, হাড্ডাহাড্ডি লড়াই হলেও পাল্লাভারী কংগ্রেসের দিকে। বিজেপি এই নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা এবং ধারাবাহিক প্রচার চালিয়েছে। তারা ক্ষমতায় ফিরে আসতে চেষ্টা চালিয়েছে। আর, কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে ভালো ফল করার মধ্যে দিয়ে নিজেদের ফের তুলে ধরতে চেষ্টা চালিয়েছে। দু'পক্ষই চেষ্টার কসুর করেনি।

Advertisment

কর্ণাটকে বিজেপি আগামী বছরের বড় লড়াইয়ের জন্য ভোটারদের কাছে পৌঁছতে বিধানসভা ভোটপ্রচারকে ব্যবহার করেছে। কিছু বিস্তারক বা পূর্ণ-সময়ের কর্মীদের মতে, ‘২০২৪ সালের প্রচারের ৫০% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।’ তবে, বিধানসভা নির্বাচনে বিজেপির রাজপাট ওলটালে বিস্তারকদের সেই দাবিও প্রশ্নচিহ্নের মুখে পড়বে।

২০১৮ সালে, ছয়টি জাতীয় টেলিভিশন চ্যানেল এবং একটি আঞ্চলিক চ্যানেল দ্বারা প্রচারিত আটটি প্রধান এক্সিট পোলের মধ্যে ছয়টিই ভবিষ্যদ্বাণী করেছিল যে বিজেপি নতুন বিধানসভায় সর্বাধিক সংখ্যক আসন পাবে। কিন্তু, এর মধ্যে সাতটি আবার একটি ত্রিশঙ্কু বিধানসভার ভবিষ্যদ্বাণী করেছিল। যেখানে বিজেপি বা কংগ্রেস কেউই ১১২টি আসনের সহজ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

আরও পড়ুন- কর্ণাটক বিধানসভা নির্বাচন সেমিফাইনাল! বিজেপির লক্ষ্য আরও বড়

এবারও সমীক্ষাগুলো জানিয়েছে যে জেডি (এস) কিংমেকার হতে পারে। তারা ২০ থেকে ৪০টি আসন পেতে পারে। সেই হিসেবে শুধু কংগ্রেস ও বিজেপিই নয়। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস এবং জেডি(এস)-এর মধ্যেও তুমুল লড়াই হবে বলেই এক্সিট পোল ভবিষ্যদ্বাণী করেছে। বিকাল ৫টা পর্যন্ত ৬৫.৬৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এক্সিট পোলের আয়োজক সংস্থাগুলোর মধ্যে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে, কংগ্রেস বেঙ্গালুরুতে ১৭টি আসন জিতবে বলে আশা করা হচ্ছে। তারা জানিয়েছে, কংগ্রেস পেতে পারে ১২২-১৪০ আসন। বিজেপি পেতে পারে ৬২-৮০ আসন। জেডি (এস) পেতে পারে ২০-২৫ আসন। অন্যান্যরা পেতে পারে ০-৩টি আসন। অন্যান্য সংস্থাগুলোর এক্সিট পোলের ফলাফল:-

(টাইমস নাও-ইটিজি)- বিজেপি ৮৫, কংগ্রেস ১১৩, জেডি (এস) ২৩

(এবিপি-সিভোটার)- বিজেপি ৮৩-৯৫, কংগ্রেস ১০০-১১২, জেডি (এস) ২১-২৯, অন্যান্য ২-৬

(জন কি বাত)- বিজেপি ৯৪-১১৭, কংগ্রেস ৯১-১০৬, জেডি (এস) ১৪-২৪, অন্যান্য ০-২

(জি নিউজ-ম্যাট্রিজ)- বিজেপি ৭৯-৯৪, কংগ্রেস ১০৩-১১৮, জেডি (এস) ২৫-৩৩, অন্যান্য ২-৫

(TV9 ভারতবর্ষ-পোলস্ট্রেট)- বিজেপি ৮৮-৯৮, কংগ্রেস ৯৯-১০৯, জেডি (এস) ২১-২৬, অন্যান্য ০-৪

(পি-মার্ক-রিপাবলিক)- বিজেপি ৮৫-১০০, কংগ্রেস ৯৪-১০৮, জেডি (এস) ২৪-৩২, অন্যান্য ২-৬

karnataka Election bjp
Advertisment