scorecardresearch

সাংঘাতিক কাণ্ড! কুমন্তব্যের জেরে ফ্যাসাদে মন্ত্রী, বাধ্য হলেন বিধানসভায় ক্ষমা চাইতে

অবশ্য ইতিমধ্যেই মন্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে।

Dr C N Ashwath Narayan
অভিযুক্ত মন্ত্রী

টিপু সুলতানের প্রতি আক্রমণ শানাতে গিয়ে কংগ্রেসকেই আক্রমণ করে বসলেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী ড. সিএন অশ্বত্থ নারায়ণ। তিনি বলেছেন, অষ্টাদশ শতকে মহীশূরের সুলতান টিপুকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেভাবেই সিদ্দারামাইয়াকে শেষ করে দিতে হবে। স্বভাবতই তাঁর এই মন্তব্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সিদ্দারামাইয়া নিজে তো কর্ণাটকের শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন। অন্যান্য নেতারাও এই মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছেন। যার জেরে পিছু হঠতে বাধ্য হলেন ওই বিতর্কিত শিক্ষামন্ত্রী।

তিনি বৃহস্পতিবার বিধানসভায় নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। আগের বক্তব্য থেকে পিছু হঠে অভিযুক্ত শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম যে আগামী নির্বাচনে কংগ্রেসকে হারাতে হবে। সিদ্দারামাইয়ার সঙ্গে আমার ব্যক্তিগত কোনও মতপার্থক্য নেই। আমাদের মধ্যে শুধু রাজনৈতিক এবং আদর্শগত বিভেদ রয়েছে। তিনি যদি আমার মন্তব্যে আঘাত পেয়ে থাকেন, তবে আমি দুঃখপ্রকাশ করছি।’

সিদ্দারামাইয়া সম্পর্কে অশ্বত্থ নারায়ণের এই মন্তব্যের ভিডিও সোমবার ভাইরাল হয়েছে। তার ঠিক আগে রাজ্য বিজেপি সভাপতি নলিন কুমার কাতিল কর্ণাটকবাসীকে টিপুর সমর্থকদের বিতারণ করতে আহ্বান জানিয়েছিলেন। কাতিল বলেছিলেন, যাঁরা শ্রীরামের গুণগান করেন, কেবলমাত্র তাঁরা এই ভূমিতে থাকবেন। আর, তারপরই সিদ্দারামাইয়াকে টিপুর আসনে বসিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন অশ্বত্থ নারায়ণ। যার প্রেক্ষিতে কাতিল ও নারায়ণের বিরুদ্ধে বেঙ্গালুরুর মাল্লেশ্বরম থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন- দিনের পর দিন রাজ্যসভা কামাই করছেন রঞ্জন গগৈ, জল্পনা তুঙ্গে

সোমবার মান্ড্যার এক সভায় অশ্বত্থ নারায়ণ ভাষণ দেন। তিনি সেখানে বলেন, ‘বিজেপি কর্নাটকের নির্বাচনে হেরে গেলে টিপুর সমর্থক সিদ্দারামাইয়া ক্ষমতায় আসবেন। আপনারা কি টিপু না সাভারকরকে চান? আমরা এই টিপু সুলতানকে কোথায় পাঠাব? উরি গৌড়া আর নাঞ্জে গৌড়া কী করেছিলেন? আপনাদেরও তাকে একইভাবে শেষ করা উচিত।’ বিজেপি সম্প্রতি দাবি করেছে যে দুই ভক্কালিগা গৌড়া প্রধান উরি ও নাঞ্জেই নাকি টিপুর হত্যার সঙ্গে জড়িত ছিল।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Karnataka minister says that finish off siddaramaiah like tipu