Advertisment

করনি সেনা প্রধানের খুনের ঘটনায় পুলিশের সাফল্য, জালে মূল অভিযুক্ত

এই হত্যা মামলায় দুই আসামি ছাড়াও আরও তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Karni Sena chief's murder, Sukhdev Singh Gogamedi, accused arrested, shooters name, Rashtriya Rajput Karni Sena",

সুখদেব সিং গোগামেডি হত্যার ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে

চণ্ডীগড় থেকে গ্রেফতার করনি সেনা প্রধান খুনের মূল অভিযুক্ত। সুখদেব সিং গোগামেডি হত্যার অভিযোগে পুলিশের সাফল্য। গ্রেফতার: করা হল হত্যার ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে। রাজস্থানে রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডি হত্যার ঘটনায় জড়িত অভিযুক্ত উভয়কেই চণ্ডীগড় থেকে গ্রেফতার করে পুলিশ।

Advertisment

সুখদেব সিং গোগামেডি হত্যার ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। রাজস্থান পুলিশ এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ চণ্ডীগড় সেক্টর 22 এ থেকে তাদের গ্রেফতার করেছে। তারা দুজনেই করনি সেনা প্রধানকে তার বাড়িতেই গুলি করে খুন করেছ। এই হত্যা মামলায় দুই আসামি ছাড়াও আরও তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম রোহিত রাঠোর ও নিতিন ফৌজি। দুজনেই গোগামেডিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় বলেই জানিয়েছে পুলিশ। উধম নামে অন্য একজনকেও গ্রেফতার করা হয়েছে যে অভিযুক্ত দুজনকেই পালাতে সাহায্য করেছিল। ৫ ডিসেম্বর, করনি সেনা প্রধান তার বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন হন। তাকে লক্ষ্য করে মোট রাউন্ড গুলি ছোঁড়া হয় বলেই জানিয়েছে পুলিশ।

রাজস্থান পুলিশ এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে করনি সেনা প্রধান হত্যা মামলার দুই প্রধান অভিযুক্ত সহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনজনকেই এখন জয়পুরে নিয়ে যাওয়া হবে। অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ইতিমধ্যেই তিনজনকে নিয়ে দিল্লি পৌঁছেছেন। সেখান থেকে তাদের জয়পুরে নিয়ে আসা হবে। মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ তাদের গ্রেফতার করে।

কংগ্রেস সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে পরিবার
এই বিষয়ে গোগামেডির স্ত্রী শীলা শেখাওয়াত প্রাক্তন অশোক গেহলট সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। শীলা দাবি করেন যে তার স্বামীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল কিন্তু এর পরেও তাকে নিরাপত্তা দেওয়া হয়নি। তার এফআইআর-এ তিনি লিখেছেন যে পাঞ্জাব পুলিশ গোগামেডির হত্যার আশঙ্কা প্রকাশ করার পর এমনকি বারে বারে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়ার পরও তাকে কোনরকম নিরাপত্তা দেওয়া হয় নি ।
খুনের ঘটনায় রাজস্থানে ব্যাপক তোলপাড়
রাজস্থানের রাজনীতিতে করনি সেনার প্রভাব রয়েছে। এ কারণে তাঁর হত্যার ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে। করনি সেনা সমর্থকরা খুনের ঘটনাকে নাশকতা বলে আখ্যায়িত করেছে এবং এনআইএ-তদন্তের দাবি জানিয়েছে। এই হত্যাকাণ্ডের জেরে রাজপুত সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়েছে।

rajasthan Ashok Gehlot
Advertisment