'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতায় কেউ'ই পেরে উঠবেন না' বেফাঁস মন্তব্যের জেরে সমস্যা বাড়ল কার্তি চিদম্বরমের। ইতিমধ্যেই কংগ্রেস নেতার এই বক্তব্যের পরিরেক্ষিপ্তে তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে দলীয় হাই কমাণ্ড।
রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তার মন্তব্যের জন্য তামিলনাড়ু কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি দলীয় সাংসদ কার্তি চিদাম্বরমকে একটি নোটিশ জারি করেছে। যদিও নোটিশের বিষয়বস্তু সর্বসম্পক্ষে প্রকাশ করা হয়নি। একটি আঞ্চলিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে কার্তি চিদাম্বরমের মন্তব্যের পরে নড়েচড়ে বসে দলীয় হাইকমান্ড।
কার্তি চিদাম্বরম সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আজকের জনপ্রিয়তার নিরিখে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তা সে হোক না রাহুল গান্ধী। পাশাপাশি এই একই সাক্ষাৎকারে কার্তি বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমের প্রতি তাঁর অগাধ আস্থা। সেটাও কংগ্রেসের ঘোষিত অবস্থানের বিরোধী।
তিনি এআইসিসি প্রধান মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রীর পদের জন্য একজন যোগ্য প্রার্থী বলে মনে করেন কিনা জানতে চাইলে কার্তি বলেন, খাড়গে একজন 'পরিণত রাজনীতিবিদ' । ৫৩ বছরেরও বেশি রাজনীতিতে তিনি সক্রিয়। কিন্তু কেবল দুটি দল তার নাম প্রস্তাব করেছে। অন্যদেরও সেই বিষয়ে ঐক্যমতে আসতে হবে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তিনি সেই পদের জন্য যোগ্য কিনা, আমি বলব অবশ্যই, তিনি যোগ্য”।
পাশাপাশি কার্তি আরও বলেন, 'আমি মনে করি যে মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রার্থীকে তাড়াতাড়ি প্রজেক্ট করা উচিত। আমি জানি না যদি আমরা শেষ মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করি,তার কোন মানেই থাকেনা। শেষ মুহূর্তে জনপ্রিয় অভিনেতা বা ক্রিকেট তারকার নাম ঘোষণা করা হলেও তিনি জনপ্রিয়তার নিরিখে মোদীকে টপকে যেতে পারবেন না"।
১৩ ডিসেম্বর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের প্রতিবাদের কারণে সাম্প্রতিক শীতকালীন অধিবেশন চলাকালীন বরখাস্ত হওয়া বিরোধী সাংসদের তালিকায় কার্তিও ছিলেন। আসন ভাগাভাগি নিয়ে ইণ্ডিয়া ব্লকের মধ্যে কিছু অসন্তোষের বিষয়ে, কার্তি বলেছিলেন যে একটি জোটের সর্বদা কিছু মতবিরোধ থাকবে তবে এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কংগ্রেস তা করার জন্য সমস্ত প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহণ করবে'।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে তামিলনাড়ু কংগ্রেস ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান কে আর রামাসামি কার্তি চিদাম্বরমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ১০ দিনের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে।