Advertisment

‘বাবা, তুমি চুয়াত্তরে পা দিলে, কোনও ৫৬ ইঞ্চি রুখতে পারবে না’

বাবাকে চিঠি লিখে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মোদীকে কটাক্ষের সুরে কার্তি লিখেছেন, ‘‘ তুমি আজ ৭৪ বছর বয়সে পা দিলে, কোনও ৫৬ নম্বর তোমায় আটকে রাখতে পারবেন না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
P Chidambaram, পি চিদাম্বরম, P Chidambaram birthday, পি চিদাম্বরমের জন্মদিন, P Chidambaram news, চিদাম্বরমের খবর, Karti Chidambaram, কার্তি চিদাম্বরম, pm modi, প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী, মোদি

সপুত্র পি চিদাম্বরম। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে মোদী সরকারকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করলেন চিদাম্বরম পুত্র কার্তি চিদাম্বরম। আইএনএক্স মিডিয়া মামলায় তিহার জেলে বন্দি রয়েছেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ৭৪-এ পা দেওয়া চিদাম্বরমের এবার জন্মদিন কাটছে সংশোধনাগারে। বাবাকে চিঠি লিখে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মোদীকে কটাক্ষের সুরে কার্তি লিখেছেন, ‘‘ তুমি আজ ৭৪ বছর বয়সে পা দিলে, কোনও ৫৬ নম্বর তোমায় আটকে রাখতে পারবেন না’’। ৫৬ নম্বর বলতে মোদীর ৫৬ ইঞ্চিকেই বিঁধেছেন কার্তি। পাশাপাশি দ্বিতীয় মোদী সরকারের ১০০ দিন নিয়ে কটাক্ষের সুরে চিদাম্বরম-পুত্র লিখেছেন, ‘‘৭৪ বছরে পা দেওয়ার সঙ্গে ১০০ দিনের তুলনাই চলে না আজ’’।

Advertisment

ঠিক কী লিখেছেন কার্তি চিদাম্বরম?

বাবাকে জন্মদিনের চিঠিতে কার্তি লিখেছেন ‘‘তুমি আজ ৭৪ বছরে পা দিচ্ছো, কোনও ৫৬ নম্বর তোমায় আটকে রাখতে পারবেন না। যদিও তুমি কখনও বড় করে জন্মদিন উদযাপন করোনি। কিন্তু আজ দেশে অনেক ছোটোখাটো বিষয় বড় করে উদযাপনই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আমরা তোমায় মিস করছি। যদি তুমি আমাদের সঙ্গে জন্মদিনের কেক কাটতে তাহলে দারুণ হত’’।

টুইট করে বাবাকে লেখা চিঠি প্রকাশ্যে এনেছেন কার্তি। সম্প্রতি চন্দ্রযান ২ নিয়েও মোদীকে কটাক্ষ করেছেন চিদাম্বরম-পুত্র। চন্দ্রপৃষ্ঠে বিক্রমের অবতরণের আগে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ভেঙে পডড়েছিলেন ইসরো প্রধান কে শিবন। ইসরো প্রধানকে বুকে জড়িয়ে ধরে মোদীর সান্ত্বনা দেওয়ার মুহূর্ত রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ছবি নিয়েও এদিন সরব হয়েছেন কার্তি। অন্যদিকে, সম্প্রতি পীযূষ গোয়েলের ‘আইনস্টাইন’ মন্তব্যেরও সমালোচনা করেছেন
চিদাম্বরম-পুত্র। সেইসঙ্গে গাড়ি বিক্রির হার কম হওয়া নিয়ে তরুণ প্রজন্মকে যেভাবে দায়ী করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সে প্রসঙ্গেও বিঁধেছেন কার্তি।

Read the full story in English

national news P Chidambaram
Advertisment