Advertisment

কাঠুয়ার ঘটনার প্রতিবাদে মিছিলে হাঁটলেন কলকাতায় পড়ুয়ারা

কাঠুয়ার ঘটনায় এবার প্রতিবাদের স্বর ধরা পড়ল কলকাতার পড়ুয়াদের গলায়। ধর্মতলা চত্বরে মিছিলে হাঁটলেন কলকাতার কয়েকশো পড়ুয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
kathua, unnao, kolkata protest

কাঠুয়া, উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে শামিল কলকাতার পড়ুয়ারা। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কাঠুয়ার ঘটনায় এবার প্রতিবাদের স্বর ধরা পড়ল কলকাতার পড়ুয়াদের গলায়। ধর্মতলা চত্বরে মিছিলে হাঁটলেন কলকাতার কয়েকশো পড়ুয়া। কাঠুয়ায় ৮ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হন পড়ুয়ারা। মিছিল থেকে উঠল ‘‘উই ওয়ান্ট জাস্টিস’’ স্লোগান। শুধু কাঠুয়া নয়, উত্তরপ্রদেশের উন্নাওয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদেও সরব হয়েছেন পড়ুয়ারা। একইসঙ্গে সাম্প্রদায়িক ইস্যু নিয়েও প্রতিবাদে মুখর হয়েছেন ছাত্র-ছাত্রীরা। দেশের দুই প্রান্তে দুই কন্যার এহেন পরিণতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তাঁরা। কেন্দ্রের ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ কর্মসূচিকে কটাক্ষ করেছেন পড়ুয়ারা। ‘আমরা করব জয়’ গানে গলাও মেলালেন পড়ুয়ারা।

Advertisment

গত সপ্তাহেই কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় কলকাতার রাজপথে নেমে প্রতিবাদে শামিল হয়েছিল তৃণমূলের মহিলা শাখা। রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজার নেতৃত্বে বহু মহিলা তৃণমূল কর্মী মিছিলে পা মেলান সেদিন। একইদিনে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে মিছিল করে কংগ্রেস।

আরও পড়ুন,কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল ও কংগ্রেসের মিছিল

kathua, unnao, kolkata, tmc rally কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের মিছিল। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে #JusticeForOurChild। নিজেদের ছবির সঙ্গে একটি পোস্টার রেখে সোশ্যাল সাইটে প্রতিবাদে শামিল হয়েছেন অনেকেই। ‘‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত। ৮ বছর বয়স। গণধর্ষণ। খুন। ‘দেবী’-স্থান মন্দিরে। #Kathua’’, এ বার্তা নিয়েই দেশের মেয়েরা আদৌ কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। এই ক্যাম্পেনে আম-আদমি থেকে শামিল হয়েছেন বলিপাড়ার সেলেবরাও।

netizens, kathua protest, justice কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার নেটিজেনরা। ছবি ট্যুইটার

অন্যদিকে উন্নাও ও কাঠুয়ার ঘটনায় ক’দিন আগেই মাঝরাতে দিল্লিতে মোমবাতি মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশের মেয়েদের সঙ্গে হওয়া এই অপরাধে অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন,কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় সরব নেটিজেনরা

un chief কাঠুয়ার ঘটনায় সরব হলেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তেনিও গুতারেজ। ছবি ইউএন নিউজ/ট্যুইটার

এদিকে সংবাদমাধ্যমে কাঠুয়ার ঘটনা জেনে এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে খোদ রাষ্ট্রসংঘ। কাঠুয়ার ঘটনাকে ‘ভয়ঙ্কর’ অ্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেজ। কাঠুয়ার শিশুকন্যার সঙ্গে যে বর্বরোচিত অত্যাচার হয়েছে, এতে অপরাধীরা শাস্তি পাবে বলে আশাপ্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।

protest rally Kathua students kolkata Unnao
Advertisment