তৃতীয় ফ্রন্টের লক্ষ্যে এবার চার্টার্ড বিমানে উড়বেন চন্দ্রশেখর রাও

এই বিমান সফরে কলকাতাতেও আসছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে ফের তিনি বৈঠক সারবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি কেসিআর কালীঘাট দর্শনেও যাবেন বলে খবর।

এই বিমান সফরে কলকাতাতেও আসছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে ফের তিনি বৈঠক সারবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি কেসিআর কালীঘাট দর্শনেও যাবেন বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
kcr, কেসিআর

কে চন্দ্রশেখর রাও, ফাইল ছবি. ইন্ডিয়ান এক্সপ্রেস।

উনিশের লড়াইয়ে মোদীবাহিনীকে পরাস্ত করতে আরও উঠে পড়ে লাগলেন কে চন্দ্রশেখর রাও। লোকসভা ভোটে মোদী-অমিত শাহদের টেক্কা দিতে এ বছরের শুরু থেকেই তৃতীয় ফ্রন্ট গড়ার ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। সে রাজ্যের বিধানসভা নির্বাচনে দুরন্ত জয়ের পর এবার তাঁর টার্গেট ২০১৯ এর ফাইনাল ম্যাচ। অকংগ্রেসি ও অবিজেপি বিকল্প গড়ার লক্ষ্যে এবার চার্টার্ড বিমানে করে বিভিন্ন রাজ্য সফরে যাবেন কেসিআর। ওই বিমান সফরে আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে যেমন তিনি দেখা করবেন, তেমনই দলিত, মুসলিম, খ্রিস্টান সংগঠনগুলির মাথাদের সঙ্গেও বৈঠক সারবেন। তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ভাড়া করা বিমানে চড়েই তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে আকাশে উড়বেন চন্দ্রশেখর রাও।

Advertisment

লোকসভা ভোটে বিরোধী ঐক্য গড়ার ব্যাপারে বিশেষ ভূমিকা নিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, গত এপ্রিল মাসেও ফেডারেল ফ্রন্ট নিয়ে নবান্নে মমতার সঙ্গে এক প্রস্ত আলোচনা সারেন কেসিআর। এই বিমান সফরে কলকাতাতেও আসছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে ফের তিনি বৈঠক সারবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি কেসিআর কালীঘাট দর্শনেও যাবেন বলে খবর। কলকাতা থেকে তারপর চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন, ‘নিরাপত্তাহীনতায় ভোগা’ মোদীকে কী বললেন রাহুল?

মমতার পাশাপাশি বসপা নেত্রী মায়াবতীর সঙ্গেও বৈঠক সারবেন চন্দ্রশেখর। বড়দিনেই মায়াবতী-চন্দ্রশেখর বৈঠকের সম্ভাবনা। ওইদিন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে টিআরএস নেতার। ২৩ ডিসেম্বর চন্দ্রশেখরের বিশেষ বিমান অবতরণ করবে ভুবনেশ্বরে। সেদিন সন্ধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করার কথা তাঁর। ওড়িশার মুখ্যমন্ত্রীর বাসভবনেই রাত্রীযাপন করার কথা কেসিআরের। পাশাপাশি কোনার্ক মন্দির ও পুরীর জগন্নাথদেবেরও দর্শন করবেন তিনি। ওড়িশা থেকেই তাঁর বিমান উড়বে কলকাতার দিকে। হেভিওয়েট আঞ্চলিক দলগুলির নেতাদের পাশাপাশি ছোট দলগুলির নেতাদের সঙ্গে আলোচনা করতেও ইচ্ছাপ্রকাশ করেছেন কেসিআর।

Advertisment

তবে অন্ধ্রের কোনও নেতার সঙ্গে তাঁর বৈঠক করার পরিকল্পনা নেই বলেই জানা গিয়েছে। দলের এক নেতা এ প্রসঙ্গে জানিয়েছেন, অন্ধ্রের কোনও নেতার সঙ্গে কেসিআরের দেখা হলে সেটা নিতান্তই কাকতালীয় ঘটনা হবে। তবে বিশাখাপত্তনম সফরে গিয়ে রাজাশ্যামলা মন্দিরে পুজো দেওয়ার কথা কেসিআরের। পাশাপাশি স্বামী স্বরূপানেন্দ্রের সঙ্গেও দেখা করার কথা তাঁর। তাঁর আশ্রমে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। অন্যদিকে, চন্দ্রশেখরের সঙ্গে দেখা করতে পারেন কাপু সম্প্রদায়ের নেতা মুদ্রগাদা পদ্মনাভন। ২৩ ডিসেম্বর সকালে টিআরএস নেতার বিশাখাপত্তনম সফর বলে জানা গিয়েছে।

এই সফরে দিল্লিতে তিনদিন থাকবেন চন্দ্রশেখর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা কেসিআরের। পাশাপাশি তেলঙ্গানার বিভিন্ন ইস্যু নিয়ে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে বলে জানিয়েছেন দলের এক নেতা।

Read the full story in English

Mamata Banerjee national news