Advertisment

মুসলিম আর খ্রিস্টানদের ব্যাপক সুযোগ-সুবিধা, ভোটের আগে দিলদরিয়া কেসিআর

ডিসেম্বরে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrasekhar Rao

চন্দ্রশেখর রাও

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সুপ্রিমো, কে চন্দ্রশেখর রাও (কেসিআর), রবিবার ফের জানিয়েছেন যে তাঁর সরকার সংখ্যালঘুদের উন্নয়ন এবং কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এমনকী, তিনি সংখ্যালঘু কল্যাণ বিভাগকে অনুন্নত শ্রেণির (ব্যাকওয়ার্ড ক্লাস/বিসি) জন্য আর্থিক সহায়তা প্রকল্পটি ঢেলে সাজাতে নির্দেশ দিয়েছেন।

Advertisment

চরম সুবিধাবঞ্চিত খ্রিস্টানরাও যাতে এই প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত সপ্তাহেই, তেলেঙ্গানার অর্থমন্ত্রী টি হরিশ রাও ঘোষণা করেছিলেন যে বিসি-র এই কল্যাণ প্রকল্পের আওতায় দরিদ্র মুসলিম পরিবারগুলোকেও আনা হবে। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, এই বিষয়ে তেলেঙ্গানা সরকার নীতিগতভাবে একটি প্রস্তাবও গ্রহণ করেছে।

এই প্রকল্পটি মূলত ৭ জুন বিসিদের জন্য চালু করা হয়েছিল। প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারের অন্ততপক্ষে একজন সদস্যকে একলক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। রবিবার জারি করা একটি সরকারি আদেশে (গভর্নমেন্ট অর্ডার/জি-ও) মুসলিম এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়ের জন্য অনগ্রসর কল্যাণ প্রকল্পের দরজা খুলে দেওয়া হয়েছে।

তেলেঙ্গানায় চলতি বছরের ডিসেম্বরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতি অনগ্রসরদের পাশাপাশি সংখ্যালঘুদের মধ্যেও সমর্থনের ভিত্তি আরও জোরালো করার চেষ্টা করছে। তেলেঙ্গানার প্রায় ৪ কোটি জনসংখ্যার মধ্যে মুসলমান এবং খ্রিস্টানদের সংখ্যা যথাক্রমে প্রায় ৫০ লক্ষ এবং ৪ লক্ষ।

এই ব্যাপারে তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ বিভাগের সচিব সৈয়দ ওমর জলিলের জারি করা সরকারি নির্দেশনামা অনুযায়ী, তেলেঙ্গানা রাজ্য সংখ্যালঘু অর্থ কর্পোরেশন এবং তেলেঙ্গানা রাজ্য খ্রিস্টান সংখ্যালঘু আর্থিক সংস্থার মাধ্যমে 'সংখ্যালঘু সুবিধাভোগীদের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ১০০ শতাংশ ভর্তুকি-সহ আর্থিক সহায়তা প্রকল্প' চালু করা হয়েছে। সরকারি নির্দেশনামা বলছে যে তেলেঙ্গানা সরকার সংখ্যালঘুদের কল্যাণ ও উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন- মণিপুরে নারীর বেআব্রু দশা ডিএমকে সাংসদের কলমে, প্রতিবাদ ঝরে পড়ল কবিতায়

এই সরকার সংখ্যালঘুদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে। তেলেঙ্গানা রাজ্য সংখ্যালঘু অর্থ নিগম খ্রিস্টানদের জন্য ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রকল্প চালু করার জন্য চন্দ্রশেখর রাও সরকারকে অনুরোধ করেছিল, তা গৃহীত হয়েছে।

KCR Election Muslim
Advertisment