Advertisment

Punjab জয়ে দিল্লির পথেই Kejriwal! ভোট জিতলে ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুতের প্রতিশ্রুতি

Punjab Poll 2022: বছর ঘুরলেই সেই রাজ্যে বিধানসভা নির্বাচন। কংগ্রেস-বিজেপির বিকল্প শক্তি হিসেবে পাঞ্জাবে উঠে আসতে মরিয়া দিল্লির মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Punjab Election 2022, AAP, Arvind Kejariwal

এদিন ট্যুইট করে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Punjab Poll 2022: দিল্লির পথেই পাঞ্জাব জয়ে ফ্রি বিদ্যুতের প্রতিশ্রুতির পথে হাঁটলেন অরবিন্দ কেজরিওয়াল। বছর ঘুরলেই সেই রাজ্যে বিধানসভা নির্বাচন। কংগ্রেস-বিজেপির বিকল্প শক্তি হিসেবে পাঞ্জাবে উঠে আসতে মরিয়া দিল্লির মুখ্যমন্ত্রী। তাই পাঞ্জাব জয়ের লক্ষে এখন থেকেই মাঠে নেমেছেন আম আদমি পার্টির আহ্বায়ক।

Advertisment

এদিন তিনি ট্যুইট করে ঘোষণা করেন, ‘পাঞ্জাব ভোটে আপ জিতলে প্রতি বাড়িতে ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে। বাড়ির মহিলারা বিদ্যুতের দাম নিয়ে বেশ বিব্রত। ঘর চালাতে তাঁদের হিমশিম খেতে হয়। মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের দাম এখন মধ্যবিত্তদের গলার কাঁটা।‘ এদিকে, পাঞ্জাব জয়ের লক্ষে মরিয়া আম-আদমি-পার্টি। সম্প্রতি পাঞ্জাব সফরে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সফরের মাঝেই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ঘোষণা করলেন আপের আহ্বায়ক। কেজরিওয়ালের উপস্থিতিতে আম-আদমি-পার্টিতে যোগ দেন প্রাক্তন আইপিএস কুমাত বিজয় প্রতাপ সিং। তাঁকে আম-আদমির পুলিশ বলেই তুলে ধরেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের ফাঁকে কেজরিওয়াল ঘোষণা, ‘পাঞ্জাব বিধান সভা ভোটে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হবেন। যাকে নিয়ে গোটা রাজ্য গর্ব করবে।‘

প্রাক্তন আইপিএস-এর আপে যোগদান প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘কুমার বিজয় প্রতাপ রাজনীতিবিদ নয়, উনি আম আদমির পুলিশ। আমরা সবাইকে এখানে দেশের কাজ করতে এসেছি, সেই আবেগে ভর করেই উনি আপে যোগ দিয়েছেন। গোটা পাঞ্জাব এখন পরিবর্তনের পক্ষে। আর আপ একমাত্র বিকল্প।‘

অপরদিকে, শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে ক্যাপ্টেনের চিন্তা বাড়িয়ে ২৭ বছর পর ফের মায়াবতীর হাত ধরল শিরোমণি অকালি দল। ১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে শেষবার জোট বেঁধে লড়েছিল অকালিরা এবং বহুজন সমাজ পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে ফের জোট বেঁধে লড়বে দুই দল।শনিবার এই এই জোটের কথা ঘোষণা করেছেন অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। গত বছরই বিজেপির সঙ্গত্যাগ করেছে দীর্ঘদিনের এনডিএ শরিক। এবার বিজেপির অন্যতম বিরোধী বিএসপির সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়বে অকালিরা। গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে যতগুলো আসন ছেড়েছিল, মায়াবতীর দলকেও ততগুলি আসন এবার ছাড়বে অকালি দল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Arvind Kejriwal. Free Electricity AAP Punjab Poll 2022 delhi
Advertisment