বিজেপির নজরে রাজধানীর মসনদ। প্রধানমন্ত্রী মোদী থেকে অমিত শাহ, সবাই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। দিল্লিতে গত পাঁচ বছরে কোনও উন্নয়ন হয়নি বলে কটাক্ষও করছেন আপ সরকারকে। এবার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? তা জানতে চেয়ে অমিত শাহকে তাঁর সঙ্গে খোলা বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ করলেন কেজরিওয়াল।
শনিবার দিল্লি বিধানসভা ভোট। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। আর বুধবার আপ আহ্বায়ক কেজরিওয়াল বলেন, 'বিজেপির কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। অমিত শাহ বলেছেন দিল্লিবাসী তাঁকে দেখেই ভোট দেবেন। কে মুখ্যমন্ত্রী হবে উনি তা বিবেচনা করবেন। কিন্তু, মুখ্যমন্ত্রী তো ভোটাররা নির্বাচন করবেন-অমিত শাহ নয়।' দিল্লি ভোট নিয়ে অমিত শাহকে বিতর্কে অংশ নেওয়ার অহ্বান জানান মুখ্যমন্ত্রী কেজরি। তিনি বলেন, 'আমি অমিত শাহকে বিতর্কের জন্য আর্জি জানাচ্ছি। কোনও দলীয় কর্মীকে না পাঠিয়ে বিতর্কে নিজে অংশ নিন তিনি।'
আরও পড়ুন: গত পাঁচ বছরে কী করেছে কেজরিওয়াল সরকার? খতিয়ান পেশের দাবি শাহের
গত শনিবারই শাহিনবাগে সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভের বাইরে গুলি চলে। অভিযুক্ত আপ-এর সদস্য বলে দাবি দিল্লি পুলিশের। এদিন প্রচারে তা নিয়েও মুখ খোলেন অরবিন্দ কেজরিওয়াল। পুরো ঘটনাকেই বিজেপির 'নির্বাচনী চমক' বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রচারে তিনি বলেন, 'দুষ্কৃতীরা যে দলেরই হোন না কেন, হিংসা যে বা যারা করেছে তাদের সবার কড়া শাস্তি হওয়া প্রয়োজন। দোষী যদি আপের সদস্য বা কর্মী হন তাহলে তার দ্বিগুণ শাস্তি হওয়া দরকার।'
পুলিশের দাবি, আপের তরফে বলা হয়েছে কেন্দ্রীয় শাহিনবাগে 'ষড়যন্ত্রের' মূলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের ডিসিপি দেও-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন কেজরিওয়াল।
Read the full story in English