Advertisment

'গণতন্ত্র বিপন্ন'! ED-CBI অপব্যবহার নিয়ে সরব বিরোধী শিবির, মোদীকে চিঠি মমতা-কেজরিওয়ালের

মণীশ সিসোদিয়ার গ্রেফতারে তোলপাড় রাজ্য-রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kejriwal, Mamata among 9 Oppn leaders write to PM Modi against Sisodia’s arrest"

যৌথ চিঠিতে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার মুখ্যমন্ত্রী এবং টিএমসিপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।

মণীশ সিসোদিয়ার গ্রেফতারে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার ইডি ও সিবিআইকে অপব্যবহার করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বিরোধী দলের ৯ নেতা।  প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন বিরোধী দলের নেতারা। চিঠিতে, বিরোধী দলগুলি ইডি-সিবিআই-এর মতো তদন্তকারী সংস্থাগুলির "অপব্যবহার" নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চিঠিতে বিরোধী নেতারা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রসঙ্গও তুলেছেন।

Advertisment

আবগারি নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআই হেফাজতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী  মণীশ সিসোদিয়া। তাঁর গ্রেফতারি নিয়ে এবার কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে মোদীকে সরাসরি চিঠি দিলেন, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী দলের নয় নেতা।  চিঠিতে লেখা হয়েছে মনীশ সিসোদিয়ার গ্রেফতারি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ‘গণতন্ত্রের স্বৈরাচারে ব্যবস্থাকে’। চিঠিতে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করছে। ইডি এবং সিবিআই-এর মতো সংস্থাগুলির অপব্যবহারের নিন্দা করেছেন বিরোধী নেতারা।

যৌথ চিঠিতে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার মুখ্যমন্ত্রী এবং টিএমসিপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল । পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং আপ নেতা ভগবন্ত মান, বিআরএস প্রধান চন্দ্রশেখর রাও, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন: < Adenovirus:আরও চওড়া ভাইরাসের থাবা! ভোররাতে বিসি রায়ে মৃত্যু আরও দুই শিশুর >

চিঠিতে লেখা হয়েছে "আমরা আশা করি আপনি একমত হবেন যে ভারত এখনও একটি গণতান্ত্রিক দেশ। বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির নির্লজ্জ আচরণ চোখে আঙুল দিয়ে দেখায় আমরা গণতন্ত্র থেকে স্বৈরাচারে পরিণত হয়েছি।" চিঠিতে বিরোধী নেতারা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রসঙ্গও তুলেছেন।কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিরোধী নেতারা। চিঠিতে সিবিআই এবং ইডি-র মতো সংস্থাগুলির অপব্যবহারেরও নিন্দা করা হয়েছে।

Mamata Banerjee cbi ED modi Kejriwal
Advertisment