Advertisment

Arvind Kejriwal: ভোটের আগে ফের চমকের বন্যা! মাসে ১৮ হাজার পাবেন পুরোহিতরা, বড় ঘোষণায় কেজরির বাজিমাত

Arvind Kejriwal:কেজরিওয়াল বিজেপি নেতাদের কাছে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনার মতো পুরোহিতদের এই বিশেষ সাম্মানিক প্রদানের কর্মসূচি প্রকল্পের বিরোধিতা না করার জন্য আবেদন করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi News Live: arvind kejriwal verdict supreme court

বড় ঘোষণা কেজরিওয়ালের

Arvind Kejriwal: ভোটের আগে বিরাট চমক অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির মন্দিরের পুরোহিতদের এবার মাসিক ১৮ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা অপ সুপ্রিমার। গতকাল মোদীর হাত ধরে শুরু হয়েছে বিজেপির নির্বাচনী প্রস্তুতি। কেজরিওয়ালের আজকের এই ঘোষণায় রীতিমত ব্যাকফুটে দিল্লি বিজেপি। 

Advertisment

আগামী জানুয়ারিতেই আসন দিল্লি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে দিল্লিবাসীর মাকে জিততে মরিয়া আপ নেতৃত্ব। আজ সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে কেজরিওয়াল ঘোষণা করেন দিল্লির সকল পুরোহিতদের প্রতি মাসে ১৮,০০০ টাকা ভাতা দেওয়া হবে। 

দিল্লির মন্দিরে যেসকল পুরোহিত পূজপাঠ করেন তাঁদের এই সাম্মানিক দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল। আপ সুপ্রিমো এদিনের অনুষ্ঠান থেকে জানিয়েছেন, আমরা মন্দিরের এবং গুরুদ্বারে পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করছি'। তিনি আরও জানান, প্রতি মাসে পুরোহিতদের ১৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।

Advertisment

আগামীকাল থেকেই এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। আপ সুপ্রিমো জানিয়েছেন, মঙ্গলবার, আমি নিজে কনট প্লেসের হনুমান মন্দির থেকে এই কর্মসূচি শুরু করব। এর পাশাপাশি কেজরিওয়াল বিজেপি নেতাদের কাছে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনার মতো পুরোহিতদের এই বিশেষ সাম্মানিক প্রদানের কর্মসূচি প্রকল্পের বিরোধিতা না করার জন্য আবেদন করেছেন।

Arvind Kejariwal
Advertisment