scorecardresearch

বড় খবর

‘ইন্দিরা গান্ধীর মত মোদীও’…..! প্রধানমন্ত্রীকে ভয়ঙ্কর আক্রমণ কেজরিওয়ালের

কেজরিওয়াল বলেন, যে সিসোদিয়া সেরা শিক্ষার মডেল দিল্লি তথা দেশকে উপহার দিয়েছেন শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন তাকেই আজ গ্রেফতার করা হয়েছে।

Arvind Kejriwal, Manish Sisodia, Narendra Modi, Indira Gandhi, BJP, Congress, Indian Express, India news, current affairs
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কেজরিওয়াল।

গত ১০ বছর ধরে দিল্লির ক্ষমতাকে কেন্দ্র করে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছে, সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা সিনিয়র আপ নেতা মনীশ সিসোদিয়ার গ্রেফতারির পর এই ‘দ্বন্দ্ব’আরও চরমে উঠেছে। সিসোদিয়ার গ্রেফাতারি নিয়ে চরম ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করে কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী মোদী ইন্দিরা গান্ধীর মত খুব বেশি বাড়াবাড়ি করছেন।

কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীকে সতর্ক করে বলেছেন, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আপকে ভয় দেখিয়ে কোন ফায়দা হবে না। কেজরিওয়াল আরও বলেন, সিসোদিয়ার গ্রেফতারি হাজার হাজার মানুষের চোখ খুলে দিয়েছে। দিল্লির মানুষ বিজেপির এই জঘন্য রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে আজ পথে নেমেছে। যখন থেকে আপ পাঞ্জাবের মসনদে বসেছে বিজেপি তা সহ্য করতে পারছে না। আপকে থামাতে চাইছে বিজেপি। ‘আম আদমি পার্টি একটা ঝড়’, যা থামার নয়। কেজরিওয়াল বলেন, আমরা ঘরে ঘরে প্রচার চালাব। এক সময় ইন্দিরা গান্ধী অনেক এমন অনেক কাণ্ড করেছিলেন, এখন প্রধানমন্ত্রী মোদী তাই করছেন।

কেজরিওয়াল বলেন, যে সিসোদিয়া সেরা শিক্ষার মডেল দিল্লি তথা দেশকে উপহার দিয়েছেন   শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন তাকেই আজ গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্যের ‘নতুন মডেল’ দিয়েছিলেন সত্যেন্দ্র জৈন। তাদের দুজনকে নিয়ে দেশ গর্বিত। তারা দেশের সুনাম নিয়ে আনলেও প্রধানমন্ত্রী দুজনকেই জেলবন্দী করেছেন। মদের কেলেঙ্কারি একটা অজুহাত, সবই ভুয়ো।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Kejriwal takes aim at modi pm has crossed all limits just like indira did