একদিকে বন্যা বিপর্যয়ে বেসামাল অবস্থা রাজ্যের। তার মধ্যেই সিপিআইএমের অন্দরে কেলেঙ্কারির আঁচ মিলল। দলের বিধায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন খোদ দলেরই এক নেত্রী। এমনকি, তাঁর অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না বলেও দলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ওই নেত্রী। আর এ অভিযোগ ঘিরেই এই মুহূর্তে সরগরম কেরালা সিপিআইএম নেতৃত্ব।
শোরনূরে দলের বিধায়ক পি কে শশীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছেন ওই মহিলা। মঙ্গলবার গোটা ঘটনা খতিয়ে দেখতে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এ প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন,‘‘রাজ্য শাখা এ ব্যাপারে খতিয়ে দেখবে।’’ সোমবারই এমন অভিযোগ সম্পর্কে তিনি জানতে পারেন বলেও জানান দলের সাধারণ সম্পাদক।
রাজ্য নেতৃত্ব ছাড়াও ওই বিধায়কের সম্পর্কে দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের কাছে অভিযোগ জানিয়েছিলেন পালঘাট এলাকার ওই নেত্রী। কোনও পদক্ষেপ না হওয়াতেই, তিনি সোমবার সীতারাম ইয়েচুরিকে ই-মেল করেন বলে জানা গিয়েছে। অভিযোগপত্রের সঙ্গে একটি অডিও ক্লিপও ওই নেত্রী পাঠিয়েছেন বলে খবর।
আরও পড়ুন, “রাহুল গান্ধী হলেন নালার পোকা”: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে
অন্যদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই বিধায়ক পি কে শশী বলেন,‘‘এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছুই নয়। আমাকে বহুদিন ধরেই সবাই চেনেন ভাল করে। এগুলো সব গসিপ। সুপরিকল্পিত ভাবে আমার ভাবমূর্তি করার জন্য এসব করা হচ্ছে। এ নিয়ে আমার বিব্রত হওয়ার দরকার নেই।’’
এদিকে, এ প্রসঙ্গে দলের সম্পাদক বালাকৃষ্ণণ বলেন,‘‘কে বলেছেন যে আমরা কিছু করছি না? আমরা এটা খতিয়ে দেখছি। কমিটিতে যা আমরা আলোচনা করি, তা বাইরে করি না।’’