কেরলের পলাক্কাদ জেলায় RSS নেতা এস সঞ্জিত খুনের ৬ দিন পর ঘটনার NIA তদন্তের দাবি তুলল রাজ্য বিজেপি। শনিবার রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, আরএসএস নেতা খুনে এআইএ তদন্তের দাবি জানানো হবে। আরএসএস নেতা খুনের পিছনে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজনৈতিক শাখা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)-র হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও গেরুয়া দলের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে SDPI।
গত সোমবার সকালে বছর সাতাশের আরএসএস নেতা এস সঞ্জিতের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পলাক্কাদের এলাপ্পুল্লি গ্রামে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই হামলা নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আশ্রিত দুষ্কৃতীরাই আরএসএস নেতাকে খুন করেছে বলে অভিযোগ বিজেপির। যদিও বিজেপির তোলা সেই অভিযোগ উড়িয়েছে SDPI।
কেরল বিজেপির প্রধান কে সুরেন্দ্রন জানিয়েছেন, আগামী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তিনি ঘটনার এনআইএ তদন্তের দাবি জানাবেন। তিনি আরও বলেন, “কেরলে সিপিআই(এম)-এসডিপিআই জোটের বিরুদ্ধে বিজেপির গণআন্দোলন চলবে। গত পাঁচ বছরে ১০ আরএসএস-বিজেপি কর্মীকে হত্যা করেছে দলটি। পুলিশ এখনও সব হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উদঘাটন করতে পারেনি। সঞ্জিত খুনে পুলিশ পিএফআই এবং এসডিপিআই-এর ভূমিকা প্রকাশ করতে ভয় পাচ্ছে।”
আরও পড়ুন- ‘কেন্দ্রের অবস্থান ইতিবাচক, তবে MSP নিয়ে প্রশ্ন রয়েই গেল’, মন্তব্য টিকায়েতের
এরই পাশাপাশি কে সুরেন্দ্রনের আরও অভিযোগ, “ক্ষমতাসীন সিপিআই(এম) এবং এসপিডিআই-এর মধ্যে জোটের কারণে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেত চাইছে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের খুন করার নীতি কার্যকর করতে সিপিআই(এম) এসডিপিআইকে ব্যবহার করছে। এর আগেও সঞ্জিতকে হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ তাঁর জীবন বাঁচাতে কোনও ব্যবস্থাই নেয়নি।”
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন