বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। দাদপুর গ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে গেরুয়া শিবির।
বুধবার রাতে উত্তম দোলুই নামে তৃণমূল কর্মীর পেটে ছুরির কোপ মারার অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কেশপুর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
পাশাপাশি রাজনৈতিক হিংসার ঘটনা ঘঠেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার আমতলি অঞ্চলের ১১১ বুথে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠছে বিজেপি-র বিরুদ্ধে। এক্ষেত্রেও তাদে দিকে ওঠা অভিযোগ অস্বীকার বিজেপির।
বাংলায় আট দফার নির্বাচনে হিংসা রুখতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচনের মুখে পুলিশ-প্রশাসনে একঝাঁক বদল করা হয়েছে। রয়েছে বিশাল সংখ্যায়কেন্দ্রীয় বাহিনী। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। সেই সঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষাবিধির দিকেও জোর দেওয়া হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন